আল-কায়েদা ভারতীয় উপমহাদেশ এর মুজাহিদীনদের আক্রমণ থেকে বাঁচতে নাস্তিক ব্লগাররা তাদের বন্ধুদের এই সতর্কবাণী ফেসবুক আইডি ও পেজের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।
---------------------------------------------------
বাংলাদেশে জীবনঝুঁকিতে থাকা ব্লগারদের জন্য প্রয়োজনীয় এই সতর্কবাণীটি লিখেছেন কৌশিক আহমেদ। যে সমস্ত ব্লগাররা জীবনের ঝুকিতে আছেন তাদের জন্য যা যা করা প্রয়োজন - এ মুহূর্তেই :
১. মোবাইলের সিম ও সেট ফেলে দিন।
২. নতুন মোবাইল-সিম কিনবেন এবং অবশ্যই ক্যাসে এবং নিকটাত্মীয় কারো নামে।
৩. জিমেইল ছাড়া অন্য কোনো ইমেইল এড্রেস ব্যবহার করবেন না। এবং পাসওয়ার্ড চেঞ্জ করুন প্রতি সপ্তাহে। পাসওয়ার্ডও খুবই কৌশলী হতে হবে। সংখ্যা ও সিম্বলের কম্বিনেশনে হলে ভালো।
৪. ঘরে ও বাইরে দুটো আলাদা মোবাইল সেট ব্যবহার করবেন। ঘরেরটা সাথে নিয়ে বের হবেন না। দীর্ঘক্ষণ একই জায়গায় থাকতে হলে, মোবাইল সেট থেকে ব্যাটারী আলাদা করে ফেলুন আগের গন্তব্যতে থাকা অবস্থায়।
৫. মোবাইল থেকে ফেসবুকে কখনও ঢুকবেন না।
৬. ভাড়া বাসায় থাকলে বাসা চেঞ্জ করে ফেলুন।
৭. ফেসবুকে নিজের ব্যক্তিগত কোনো তথ্য এবং ছবি থাকলে মুছে ফেলুন।
৮. ফেসবুকে অপরিচিত কারো সাথে ইনবক্সে যোগাযোগ টোটালি বন্ধ করুন। হিস্টোরী মুছে ফেলুন।
৯. ব্রাউজার হিস্টোরী সবসময় মুছে রাখুন।
১০. কম্পিউটারে কেবলমাত্র সেই সব ফাইল রাখুন যা হারালে বা কেউ দেখলে কোনো সমস্যা নাই।
১১. প্রয়োজনীয় ফাইল পেনড্রাইভে সংরক্ষণ করুন।
১২. রাস্তায় সতর্ক থাকুন। বিশেষ করে বাসা থেকে বের হবার পরের রাস্তাটুকু ভালো করে দেখে নিন। খুনী প্রকাশ্যে থাকবে না, লুকিয়ে কোথাও থাকতে পারে। এজন্য সম্ভাব্য জায়গাগুলো চিহ্নিত করে রাখুন এবং সে জায়গাগুলো সতকর্তা ও দ্রুততার সাথে পেড়িয়ে যান।
১৩. হাঁটা বা চলন্ত অবস্থায় মোবাইল ব্রাউজ করবেন না। কানে হেডফোন দিবেন না।
১৪. শরীর ফিট রাখুন। বাড়তি ওজন ঝেড়ে ফেলুন। প্রয়োজনের সময় দ্রুত দৌঁড়ে নিরাপদ জায়গায় যেতে পারেন এমন শারিরীক সক্ষমতা রাখতে হবে। নিয়মিত হাঁটুন।
১৫. আপনার শত্রু আপনার ফেসবুক ফ্রেন্ডলিস্টেই আছে। ১০০% নিশ্চিত। কাজেই গণবন্ধুত্ব পরিহার করুন।
১৬. সাথে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র রাখুন। ব্লগিং এর সাথে সাথে আত্মরক্ষার জন্য অস্ত্র-চালানোও শিখুন।
১৭. দেশের বাইরে ইমিগ্রেশনের জন্য চেষ্টা করুন। তবে অবশ্য নৌকায় করে মালয়েশিয়ায় না।
১৮. কোন রুটিন মেইন্টেইন করা যাবে না। নিয়মিত কোন স্থানে যাওয়ার অভ্যাস থাকলে পরিহার করতে হবে।
১৯. Hotspotshield নামের একটা সফটওয়ার আছে, সব ধরনের মেশিনে ইনস্টল করা যায়। মোবাইলেও। আইপি হাইডসহ আরো কিছু সিকিউরিটি আছে। টেস্ট করে দেখতে পারেন।
Results 1 to 2 of 2
-
07-31-2015 #1
- Join Date
- Jul 2015
- Posts
- 16
- جزاك الله خيرا
- 1
- 2 Times جزاك الله خيرا in 2 Posts
মুজাহিদীনদের হাত থেকে বাঁচতে নাস্তিকদের
-
08-02-2015 #2
- Join Date
- Apr 2015
- Location
- Hindustan
- Posts
- 300
- جزاك الله خيرا
- 322
- 299 Times جزاك الله خيرا in 130 Posts
অাল্লাহু অাকবার
কাফেলা এগিয়ে চলছে আর কুকুরেরা ঘেঊ ঘেঊ করে চলছে...
Similar Threads
-
কোথাও চাঁদ দেখা গেলে সেই চাঁদ দেখার সংবাদ কতটুকু এলাকার জন্য প্রযোজ্য ?
By Hamza Al Madani in forum ফতোয়াReplies: 9Last Post: 08-17-2020, 04:22 PM -
ইসলাহী নসীহতঃ পর্ব ১ গোনাহ থেকে বেঁচে থাকা ও তাকওয়া অবলম্বনের কৌশল
By Ibrahim Al Hindi in forum তাযকিয়াতুন নাফসReplies: 8Last Post: 02-26-2020, 02:54 PM -
মৃত্যুর পথ ধরে জীবনের পথে হাঁটতে চাই...
By আবু খালেদ in forum আল জিহাদReplies: 2Last Post: 10-13-2019, 12:10 PM -
নিপীড়নের হাত থেকে বাঁচতে প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসার অপেক্ষায়
By আল ফিরদাউসি in forum সাধারণ সংবাদReplies: 1Last Post: 09-24-2018, 09:27 AM -
webTRC থেকে বাঁচুন
By Safer net in forum তথ্য প্রযুক্তিReplies: 4Last Post: 07-02-2018, 06:28 PM