২০০৫ সালের ওই ঘটনায় তাকে নিয়ে জেএমবির সাতজনের সর্বোচ্চ শাস্তি কার্যকর হল, যার মধ*্যে দলটির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুল ইসলাম বাংলাভাইও রয়েছেন।
রোববার রাত সাড়ে ১০টায় খুলনা জেলা কারাগারে আরিফের ফাঁসি কার্যকর হয় বলে জেল সুপার কামরুল ইসলাম সাংবাদিকদের জানান।
আরিফের লাশ রাতেই তার শ্বশুর বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামে পাঠিয়ে দেওয়া হয়।
২০০৫ সালের ১৪ নভেম্বর সকালে ঝালকাঠির জেলা জজ আদালতে যাওয়ার পথে বিচারকদের বহনকারী মাইক্রোবাসে বোমা হামলা চালায় জঙ্গিরা। তাতে বিচারক জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহমেদ নিহত হন।
এই হত্যা মামলায় ২০০৬ সালের ২৯ মে আরিফসহ সাতজনকে মৃত্যুদণ্ডের রায় দেন ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহম্মেদ।
সাতজনের মধ্যে ছয়জনের রায় ২০০৭ সালের ২৯ মার্চ কার্যকর হয়। তাদের মধ*্যে শায়খ রহমান ও বাংলাভাই ছাড়া অন*্যরা হলেন ইফতেখার হোসেন মামুন, খালেদ সাইফুল্লাহ ওরফে ফারুক, শায়খ রহমানের ভাই আতাউর রহমান সানি ও জামাতা আবদুল আউয়াল।
আরিফ ২০০৮ সাল থেকে খুলনা জেলা কারাগারে ছিলেন। গত ২৮ অগাস্ট আপিলের রায়ে তার মৃত্যুদণ্ড বহাল থাকে।
আইনি সব প্রক্রিয় সম্পন্ন করে রোববার তাকে ফাঁসিকাষ্ঠে নেওয়া হয় বলে জানান কারা কর্মকর্তা কামরুল।
তিনি বলেন, “স্ত্রী খাদিজা খাতুনের অনুরোধে আরিফের লাশ মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামে পাঠানো হয়।”
জঙ্গি আরিফ বরগুনার সদর উপজেলার ইসলামপুরের বান্দরগাছি গ্রামের হাবিবুর রহমনের ছেলে।
ফাঁসি কার্যকরের সময় ডিআইজি (প্রিজন্স) টিপু সুলতান, খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) সুলতান আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর ই আলম, সিভিল সার্জন এ এম এম আব্দুর রাজ্জাক, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সিটিএসবি) রাশিদা বেগম, র*্যাব-৬ এর কর্মকর্তা এএসপি মিজানুর রহমান কারা অভ*্যন্তরে ছিলেন।
এই জঙ্গির ফাঁসি কার্যকরের সময় কারাফটকসহ আশপাশের এলাকায় ছিল কঠোর নিরাপত্তা।
কারাগারের সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয় শনিবার থেকেই। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস*্যরা মোতায়েন ছিলেন আশপাশে।
খুলনা জেলা কারাগারে ২০০৪ সালের ৯ মে কুখ্যাত খুনি এরশাদ শিকদারকে ফাঁসিতে ঝোলানোর এক যুগেরও বেশি সময় পর কোনো আসামির মৃত্যুদণ্ড কার্যকর হল।[[http://bangla.bdnews24.com/samagraba...28243.bdnews]]
Results 1 to 4 of 4
-
10-17-2016 #1
তাগুতের কারাগারে ফাঁসিতে ঝুললেন জেএমবির আরিফ
“মাছের জন্য যেমন পানি প্রয়োজন
তেমনি মুজাহিদিনের জন্য জনগণের সমর্থন প্রয়োজন'
-
10-17-2016 #2
- Join Date
- Sep 2016
- Location
- its not important
- Posts
- 94
- جزاك الله خيرا
- 189
- 187 Times جزاك الله خيرا in 64 Posts
আল্লাহ্* ভাই কে মাফ করে দিন এবং ভাই এর প্রতি রহম করুন।
আল্লাহ্* ভাই কে শাহীদ হিসেবে কবুল করে নিন।"মদীনাবাসী ও পাশ্ববর্তী পল্লীবাসীদের উচিত নয় রসূলুল্লাহর সঙ্গ ত্যাগ করে পেছনে থেকে যাওয়া এবং রসূলুল্লাহর প্রাণ থেকে নিজেদের প্রাণকে অধিক প্রিয় মনে করা। এটি এজন্য যে, আল্লাহর পথে যে তৃষ্ণা, ক্লান্তি ও ক্ষুধা তাদের স্পর্শ করে এবং তাদের এমন পদক্ষেপ যা কাফেরদের মনে ক্রোধের কারণ হয় আর শত্রুদের পক্ষ থেকে তারা যা কিছু প্রাপ্ত হয়-তার প্রত্যেকটির পরিবর্তে তাদের জন্য লিখিত হয়ে নেক আমল। নিঃসন্দেহে আল্লাহ সৎকর্মশীল লোকদের হক নষ্ট করেন না।"(সূরাঃতাওবা,আয়াতঃ১২০)
-
The Following User Says جزاك الله خيرا to Amer ibn Abdullah For This Useful Post:
bayezid (10-18-2016)
-
10-17-2016 #3
gmb. তাদের ব্যপারে ফোরামের অবস্তান কি হওয়া উচিৎ????? জানালে উপকৃত হব।
-
10-17-2016 #4
আল্লাহ্* ভাই কে মাফ করে দিন এবং ভাই এর প্রতি রহম করুন।
আল্লাহ্* ভাই কে শাহীদ হিসেবে কবুল করে নিন।
amin
Similar Threads
-
গুলিতে ঝাঁঝরা পাক মুক্তমনা
By Al Akhbar Media in forum কুফফার নিউজReplies: 14Last Post: 07-23-2019, 11:32 PM -
"হ্যাঁ হ্যাঁ হ্যাঁ... জঙ্গিবাদকে হ্যাঁ বলুন"
By Anower AL Hind in forum কুফফার নিউজReplies: 16Last Post: 06-21-2017, 12:26 PM -
ঝুঁকিতে ৯০ কোটি স্মার্টফোন!
By সঠিক দাওয়াত in forum তথ্য প্রযুক্তিReplies: 12Last Post: 08-13-2016, 02:53 PM -
কখনো গলায় হার আবার সে গলায় ফাঁসি !!
By musafir2 in forum মানহাযReplies: 4Last Post: 06-13-2016, 03:51 AM -
স্মার্টফোনে বড় ঝুঁকির কথা জানালেন স্নোডে
By power in forum তথ্য প্রযুক্তিReplies: 1Last Post: 10-07-2015, 03:12 AM