Announcement

Collapse
No announcement yet.

বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও এই দলের সাথে যোগ দিও--বাস্তবতা কেমন?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও এই দলের সাথে যোগ দিও--বাস্তবতা কেমন?

    আসসালামু আলাইকুম অয়া রাহমাতুল্লাহি অয়া বারকাতুহ,

    আমরা রাসূল (সঃ) এর এই হাদিসের সাথে সবাই কম বেশি পরিচিত যে হাদিসে তিনি (সঃ) পতাকাবাহী এক দলের কথা উল্লেখ করেছেন এবং সেখানে যোগ দেওয়ার ফজিলত কত এটা বুঝাতে গিয়ে বলেছেন,

    'তোমরা বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও সেই দলে যোগ দাও'

    সুবহানআল্লাহ আমি এত দিন এই হাদিসটা নিয়ে খুব গভীরভাবে চিন্তা করি নাই। কেন রাসূল (সঃ) এত কিছু থাকতে বরফের প্রসঙ্গ টেনেছেন। গতকাল থেকে মনে হল কিছুটা বুঝে এসেছে। ভাবলাম ভাইদের সাথে একটু শেয়ার করি হয়ত উপলব্ধির ঘাটতিটুকু দূর করা যাবে।
    আসুন এটা বুঝে আসার জন্য আমরা প্রথমে এক বোতল বরফ শীতল পানির কথা চিন্তা করি এবং চেষ্টা করি সেই পানির বোতলটা হাত দিয়ে কিছুক্ষন ধরে রাখতে। যদি বাস্তবে কেউ এটা করেন তাহলে দেখবেন নীচের ঘটনাগুলো ঘটছেঃ
    প্রথম তিন/চার সেকেন্ড (গরম কাল হলে) খুব ভাল লাগে। সমস্ত শরীরে একটা প্রশান্তি ছড়িয়ে পরে। এরপর সময় গড়িয়ে ৮/১০ সেকেন্ডের মাথায় দেখবেন হাতে একটা চিন-চিনে ব্যথা অনুভূত হচ্ছে। এবং সেই ব্যথা ক্রমাগত বৃদ্ধি পেয়ে মাথার নাগাল পাওয়ার চেষ্টা করছে। মোটামুটি ২০/২৫ সেকেন্ড অতিবাহিত হলে নিজের ভিতর থেকে একটা তীব্র আন্দোলন তৈরি হবে হাত থেকে বোতলটা ছুড়ে ফেলে দেওয়ার। তারপরেও যদি কেউ ধৈর্য ধরেন ত আপনি লক্ষ্য করবেন আপনার হাতে তীব্র ব্যথা শুরু হয়েছে এবং সেটা আপনার মাথা পর্যন্ত পৌঁছে গেছে আর মনে হচ্ছে আপনার মাথা, কপাল ভিতর থেকে কোণ এক অদৃশ্য চাপে ফেটে যাবে; আপনার হাতের আঙ্গুলগুলো আর স্বাভাবিক নাড়াচাড়া করতে পারছে না। এবং নিজের অজান্তেই দেখবেন হাত থেকে বোতলটা আপনি হয় অন্য হাতে স্থানান্তর করে দিয়েছেন অথবা ফেলে দিয়েছেণ এবং তীব্র গতিতে পানির বোতল ধরে রাখা হাতটা শরীরে ঘষা শুরু করেছেন যাতে শরীর থেকে দ্রুত তাপ পেয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আর এই ঘটনাটুকু ঘটতে বড়জোর ১ মিনিট সময় লাগবে।

    এখন একটু হাদিসের দিকে ফিরে তাকাই ইনশাল্লাহঃ বরফের উপর হামাগুড়ি দেওয়া। এটা একটা চলমান প্রক্রিয়া। যেখানে আপনি গন্তব্যে পৌঁছানোর আগে ক্ষান্ত হওয়ার কোন সুযোগ নেই। আপনি উপরের কাজটায় যেমন এক হাত থেকে বোতল অন্য হাতে নিয়েছিলেন বা ফেলে দিয়েছিলেন এখানে সেই সুযোগ নেই। উপরন্তু এখানে শুধু আপনার হাতের সাথে বরফের সংস্পর্শ হচ্ছে না বরং শরীরের আরও অনেকগুলো স্পর্শকাতর অঙ্গের সংস্পর্শ ঘটছে। এবং এটা ১ মিনিটে শেষ হওয়ার না। বরং হতে পারে তা ১ ঘন্টা, হতে পারে তা ২ ঘন্টা। আমরা জানি না। এখানে অবস্থাক্রম একটু চিন্তা করেন ইনশাল্লাহ। ১ মিনিটের মধ্যে আপনার সমস্ত শরীর জমে যাবে। এরপর সময় যত গড়াবে আপনার পুরো শরীর ধীরে ধীরে জমে যাবে। অর্থাৎ শরীরের বিভিন্ন মাসল যেমন আমরা হাতের আঙ্গুল ভাজ করে বিভিন্ন জিনিস ধরি বা দুই পা দুই দিকে প্রসারিত করতে পারি এগুলো আর করতে পারব না। এবং ১৫/২০ মিনিটের মধ্যে আপনাকে 'ফ্রস্ট বাইট' নামক একটা অবস্থায় নিয়ে যাবে। এই অবস্থাটা হয় যদি কেউ বরফের সংস্পর্শে দীর্ঘ সময় অতিবাহিত করে। শরীরের এই অবস্থায় পুরো শরীর অনেকটা কংকালের মত হয়ে যায়। শরীরের কোন অঙ্গের কোন চলৎশক্তি থাকে না। এসময় যদি কোন একটা শক্ত লাঠি দিয়ে আঘাত করা হয় ত সেই আঘাত করা জায়গাটা দেখা যাবে ঝুর ঝুর করে ভেঙ্গে পরছে যেমনটা ঘটে যদি আপনি চিপস এর প্যাকেট চাপ দেন ত ভিতরের সব চিপস গুড়ো হয়ে যাবে অনেকটা এমন।
    অর্থাৎ হাদিস অনুযায়ী যদি কেউ আমরা আমল করতে যাই এবং তাঁর সামনে যদি এই পরিস্থিতি দাড়ায় যে তাঁকে বরফের উপর হামাগুড়ি দিয়ে যেতে হবে এটা ছাড়া গতি নাই তাঁর অর্থ দাঁড়াল সেই দলের সাথে সাক্ষাৎ করা সেই ভাইয়ের জন্য প্রায় অসম্ভব যদি না আল্লাহ্* খাস করে অন্য কোন একটা ব্যবস্থা না করে দেন।

    ভাই আমি অন্য কোন ভাইয়ের কি অবস্থা জানি না কিন্তু এটা চিন্তা করার পর থেকেই দেখতেছি আমি বেশ ভীত। এই অবস্থায় পরলে মনে হয় না আমার কদম সামনে বাড়বে। আমার ঈমানের যে হালত তাতে ত যেদিন শুনি হরতাল সেই দিনই ঘর থেকে বের হতে পারি না।। না জানি কি হয় এই শঙ্কায়। তাহলে যখন চোখের সামনে নিশ্চিত মৃত্যু এটা দেখব তখন কি কদম সামনে বাড়বে??

    হে আল্লাহ্* আপনি আমাদের হেফাজত করেন আর এমন কোন পরীক্ষার সম্মুখীন কইরেন না যাতে মুখ থুবরে পরতে হয় আর পিছনে রয়ে যাওয়া গান্ধা লোকদের কাতারে শামিল হতে হয়।।

  • #2
    জাযাকাল্লাহ ভাই

    https://dawahilallah.com/node/5358
    Last edited by Mustakim; 10-29-2016, 11:56 PM.
    "আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের জান ও মাল এই মূল্যে যে, তাদের জন্য রয়েছে জান্নাত। তারা যুদ্ধ করে আল্লাহর রাহেঃ অতঃপর মারে ও মরে। তওরাত, ইঞ্জিল ও কোরআনে তিনি এ সত্য প্রতিশ্রুতিতে অবিচল। আর আল্লাহর চেয়ে প্রতিশ্রুতি রক্ষায় কে অধিক? সুতরাং তোমরা আনন্দিত হও সে লেন-দেনের উপর, যা তোমরা করছ তাঁর সাথে। আর এ হল মহান সাফল্য।"(সূরাঃতাওবা,আয়াতঃ১১১)

    Comment

    Working...
    X