র*্যাবের গোয়েন্দা প্রধান আবুল কালাম আজাদের ইন্তেকাল
র*্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র*্যাবের গোয়েন্দা প্রধান আবুল কালাম আজাদ গত রাতে সম্মিলিত শামরিক হাসপাতাল সিএমএইচএ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্প্রতি সিলেটে উগ্রবাদীদের সাথে সংঘর্ষের সময় বোমা বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। চিকিৎসার জন্যে তাকে সাথে সাথে সিঙ্গাপুরে নেয়া হয়। পরে তাকে দেশে ফিরিয়ে এনে সিএমএইচে ভর্তি করা হয়।
সময় টিভি গত রাত পৌনে ১টায় ব্রেকিং নিউজে আবুল কালাম আজাদের মৃত্যু সংবাদ প্রচার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত জানা জায়নি। বাংলানিউজ জানায়, গত রাত ১২টা ৫ মিনিটের দিকে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। র*্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এই তথ্য জানিয়েছেন।
Results 1 to 2 of 2
-
03-31-2017 #1
আলহামদুলিল্লাহ, র*্যাবের গোয়েন্দা প্রধান অবশেষে জাহান্নামে চলে গিয়েছে।
Last edited by ibnmasud2016; 03-31-2017 at 01:06 PM.
-
03-31-2017 #2
সেনানিবাসে বাদ জুমা আজাদের জানাজা
র*্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র*্যাব) গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের জানাজা আজ শুক্রবার বাদ জুম্মা ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। পরে বেলা তিনটায় তাঁর মরদেহ র*্যাব সদর দফতরে নেওয়া হবে। পরে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে।
গত শনিবার সিলেটের দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানার কাছে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন আবুল কালাম আজাদ। বিস্ফোরিত বোমার স্প্লিন্টার তাঁর বাঁ চোখের ভেতর ঢুকে গিয়েছিল। প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর কয়েক দফা অস্ত্রোপচার করা হয়। সেখান থেকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় রোববার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে বুধবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকায় এনে সিএমএইচের আইসিইউতে ভর্তি করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার পরে সিএমএইচের চিকিৎসকেরা র*্যাবের গোয়েন্দাপ্রধান আবুল কালাম আজাদকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে আজ সকালে তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য আনা হয়। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত লাশের ময়নাতদন্ত করা হয়।
Similar Threads
-
বুকটা ফেটে যাচ্ছে ।। চোখে জল আসছে ।। আরে সয্য হচ্ছে না।।
By আবুল ফিদা in forum উম্মাহ সংবাদReplies: 18Last Post: 03-15-2019, 03:11 PM -
জিহাদ ছেড়ে অন্য কাজে মশগুল হওয়া।
By Abu musa in forum আল কোরআনReplies: 6Last Post: 06-08-2017, 01:06 PM -
অনেক বিষয়ই আছে যা আমাদের বোধগম্য হয় না ।। আবু বাসীর তারতুসী
By কাল পতাকা in forum আল কোরআনReplies: 3Last Post: 02-20-2016, 07:32 AM