Announcement

Collapse
No announcement yet.

আফগানিস্তানে বিদেশি সেনার বিরুদ্ধে হামলার ঘোষণা তালিবানের#ইনকিলাব

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • আফগানিস্তানে বিদেশি সেনার বিরুদ্ধে হামলার ঘোষণা তালিবানের#ইনকিলাব

    আফগানিস্তানে বিদেশি সেনার বিরুদ্ধে হামলার ঘোষণা তালিবানের


    | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

    ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানে তালিবান যোদ্ধারা শুক্রবার সে দেশে অবস্থিত বিদেশি সৈন্যদের বিরুদ্ধে বসন্তকালীন আক্রমণ অপারেশন মনসুরি শুরু করার ঘোষণা দিয়েছে। নিহত তালিবান নেতা মোল্লা আখতার মনসুরের নামে এ অভিযানের নামকরণ করা হয়েছে। সংগঠনটির এক বিবৃতিতে জানানো হয়, আফগান ও বিদেশি বাহিনী এবং তাদের গোয়েন্দা অবকাঠামোর বিরুদ্ধে এ অভিযান চালানো হবে। তারা আরও জানায়, দেশটির অর্ধেকেরও বেশি অঞ্চল তারা নিয়ন্ত্রণ করে। গতফেব্রুয়ারি মাসে এক মার্কিন প্রতিবেদনে আফগান সরকার দেশটির জেলাগুলোর ৫২শতাংশ নিয়ন্ত্রণ করে বলে যে দাবি করা হয়েছিল, তা তারা প্রত্যাখ্যান করে।তারা বলে, নতুন এ অভিযান হবে পূর্বের অভিযানগুলোর চেয়ে আলাদা। এবার তারাদুই ভাবে অর্থাৎ, রাজনৈতিক ও সামরিক অভিযানচালাবে। তালিবান নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সরকারি ভবনসমূহ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আরও নিরাপদ করবে এবং নাগরিকদের সামাজিক ও আইনি নিরাপত্তা জোরদার করবে। গত সপ্তাহে বালখ প্রদেশে এক আফগান সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিল তালেবান যোদ্ধারা। ওই হামলায় ১৪০ জন নিহত ও ১৬০ জন আহত হয়েছিল। সংগঠনটি জানায়, তারা এ আক্রমণের নাম দিয়েছে বসন্তকালীন আক্রমণ। সাবেক তালেবান নেতা মোল্লা আখতার মনসুর গত বছর এক মার্কিন বিমান হামলায় নিহত হন। তার নামেই এ অভিযানের নামকরণ করা হয়েছে। ডিপিএ।

  • #2
    জাজাকাল্লাহ ,সংবাদটা শোনে খুব ভাল লাগল| আল্লাহ আফগান মুজাহিদ ভাইদের বসন্তকালীন আক্রমণ সফল ও ইখলাসের সাথে কবুল করুন| আমীন...

    Comment


    • #3
      জাঝাকাল্লাহ ,সংবাদটা শুনে খুব ভাল লাগল| আল্লাহ আফগান মুজাহিদ ভাইদের বসন্তকালীন আক্রমণ সফল ও ইখলাসের সাথে কবুল করুন| আমীন...!!!
      كتب عليكم القتال وهو كره لكم

      Comment


      • #4
        মার্কিন "হাফিংটন পোস্ট" নামীয় এক সংবাদ মাধ্যম স্বীকার করেছে ৪২শতাংশের বেশি এলাকায় আফগান পুতুল সরকারের নিয়ন্ত্রণ হারিয়েছে এবং সেগুলোতে ইমারাতে ইসলামিয়ার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্যে শুধুমাত্র বিগত বছরে আফগান পুতুল নিয়ন্ত্রিত এলাকার ১০শতাংশের বেশি তালেবান মুজাহিদীনরা নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন।

        Comment


        • #5
          তাকবীর আল্লাহু আকবার।
          হে আল্লাহ তোমার বাংলাদের কেও এভাবে কবুল কর আমিন।

          Comment

          Working...
          X