গোয়েন্দাগিরি করছে ফেসবুক
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করেন কি করেন না তাতে কিছু আসে যায় না; আপনার ওপর গোয়েন্দাগিরি করছে ফেসবুক। সম্প্রতি বেলজিয়াম প্রাইভেসি কমিশন (বিপিসি) এই অভিযোগের আঙ্গুল তুলেছে ফেসবুকের দিকে।
ব্যবহারকারীদের ওপর ফেসবুকের এমন গোয়েন্দাগিরির বিষয়টিকে নাসার সঙ্গে তুলনা করেছেন বিপিসির প্রতিনিধি ফ্রেডিরিক ডুবুসেরে। তার মতে, নাসা হুইসেলব্লোয়ারের মাধ্যমে সারা বিশ্বের মানুষ ওপর গোয়েন্দাগিরি করে। এই খবর যখন প্রকাশ পেয়েছিল সবাই হতাশ হয়েছিল। ফেসবুকও ভিন্ন উপায়ে একই কাজ করছে।
বিপিসির অভিযোগ, সারা ইউরোপ ও বেলজিয়ামের প্রাইভেসি আইনের বিরুদ্ধে কাজ করছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি। প্রমাণ হিসেবে বিপিসি জানায়, অব্যবহারকারী হয়েও যারা বিজ্ঞাপনের কারণে ফেসবুকে যুক্ত হয়েছিল, পরবর্তী সময়ে তাদের ওপর গোয়েন্দাগিরি করেছে ফেসবুক। এ জন্য ফেসবুককে প্রতিদিন আড়াই লাখ ডলার জরিমানা করা উচিৎ বলে হুমকি দিয়েছে বিপিসি।
এদিকে অভিযোগ উড়িয়ে দিয়েছেন ফেসবুকের প্রতিনিধি পল লেফেবরে। তার মতে, বিপিসি যে প্রতিবেদন বা অভিযোগ তুলেছে তা সম্পূর্ণ মিথ্যা। কারণ ফেসবুক এ ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত নয়।
দ্য রিপোর্ট
www.bd-monitor.net/newsdetail/detail/37/159409
Results 1 to 3 of 3
Thread: গোয়েন্দাগিরি করছে ফেসবুক
-
10-07-2015 #1
- Join Date
- May 2015
- Location
- WORLD
- Posts
- 168
- جزاك الله خيرا
- 139
- 138 Times جزاك الله خيرا in 66 Posts
গোয়েন্দাগিরি করছে ফেসবুক
যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়। এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী। (১১০ঃ১-৩)
-
10-11-2015 #2
- Join Date
- May 2015
- Location
- WORLD
- Posts
- 168
- جزاك الله خيرا
- 139
- 138 Times جزاك الله خيرا in 66 Posts
ফেসবুকে নিরাপদ নয় তথ্য
ইউরোপের নাগরিকদের তথ্য ফেসবুক ও গুগলের মতো মার্কিন টেক কোম্পানি গুলোর কাছেও নিরাপদ নয় বলে রায় দিয়েছে দ্য ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস।
তারা জানায়, মার্কিন সরকার তাদের কাছ থেকে ইউরোপিয়ানদের ব্যক্তিগত তথ্য নিতে পারে। আদালত জানায়, সেফ হার্বার নিয়মেই ২০০০ সাল থেকে ইউরোপের তথ্য যুক্তরাষ্ট্রে যাচ্ছিলো। এতে করে তাদের ব্যবসায়িক সম্পর্ক আরো দৃঢ় হতে পারতো। কিন্তু মার্কিন সামরিক কমকর্তা এডওয়ার্ড স্নোডেন বলেন যে দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থা ফেসবুকের মাধ্যমে এসব তথ্য সহজেই পেয়ে যায়। এরপরই অস্ট্রিয়ান আইনজীবী ম্যাক্স স্ক্রিমস ফেসবুককে কাঠগড়ায় দাঁড় করান। আয়ারল্যান্ডের সেই মামলাটি ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিসে পাঠানো হয়।
সূত্র: স্ক্রলইনযখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়। এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী। (১১০ঃ১-৩)
-
10-11-2015 #3
- Join Date
- May 2015
- Location
- WORLD
- Posts
- 168
- جزاك الله خيرا
- 139
- 138 Times جزاك الله خيرا in 66 Posts
স্যাটেলাইট দিয়ে গোয়েন্দাগিরি করছে ফেইসব
আফ্রিকার প্রত্যন্ত ও ইন্টারনেট সুবিধাবঞ্চিত অঞ্চলের মানুষকে ইন্টারনেট সুবিধার আওতায় আনতে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা চালুর পরিকল্পনা এঁটেছে ফেইসবুক। এ জন্য ফ্রান্সের স্যাটেলাইট সেবাদাতা প্রতিষ্ঠান ইউটেলস্যাটের সঙ্গে জোটও বেঁধেছে প্রতিষ্ঠানটি। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মধ্যেই 'এএমওএস-৬' নামের স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে। স্যাটেলাইটটির মাধ্যমে পূর্ব, পশ্চিম ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ মিলবে। প্রতিষ্ঠানটির বিনা মূল্যের ইন্টারনেট সেবা প্রকল্পের আওতায় এ প্রকল্প পরিচালিত হবে।
যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়। এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী। (১১০ঃ১-৩)
Similar Threads
-
কিছু অভাব অভিযোগের কথা নিয়ে এসেছিলাম কিন্
By কাল পতাকা in forum ইসলামের ইতিহাসReplies: 1Last Post: 05-12-2016, 11:27 PM -
আপনি গোয়েন্দাদের টার্গেটে আছেন
By musafir2 in forum তথ্য প্রযুক্তিReplies: 3Last Post: 10-11-2015, 01:08 AM -
মুজাহিদীনদের টার্গেটগুলো হচ্ছেঃ
By Umar Faruq in forum মানহাযReplies: 1Last Post: 09-03-2015, 07:40 AM -
টাকা দিয়ে ফিতরা আদায় জায়েযের গ্রহনযোগ্য &#
By Hazi Shariyatullah in forum শরিয়াতের আহকামReplies: 1Last Post: 07-17-2015, 11:19 AM -
ভাইয়েরা, ফেসবুক পেজগুলো শেয়ার করুন !
By Alpha1 in forum চিঠি ও বার্তাReplies: 2Last Post: 07-16-2015, 10:24 PM