Announcement

Collapse
No announcement yet.

অধিকাংশের দোহাই যারা দেয় তাদের জন্য এই পোস্ট

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • অধিকাংশের দোহাই যারা দেয় তাদের জন্য এই পোস্ট

    অধিকাংশদের ব্যাপারে আল্লাহ্ বলেছেন ►
    ■►“তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের অনুসরন করো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করে ফেলবে, তারা কেবল আন্দাজ-অনুমানের অনুসরন করে চলে তারা মিথ্যাচার ছাড়া আর কিছুই করে না” [সূরা
    আনআম : ১১৬]
    ■►‘’তাদের অধিকাংশ কেবল ধারনার অনুসরন করে; সত্যের মোকাবেলায় ধারনা কোন কাজে আসে না’’ [সূরা ইউসুফ : ৩৬]
    ■►“অধিকাংশ মানুষ ঈমান আনার পপরও মুশরিক’’ [সূরা ইউসুফ: ১০৬]
    ■►“অধিকাংশ মানুষ প্রকৃত ব্যাপার সম্পর্কে অবগনয়” [সূরা ইউসুফ : ৬৮]
    ■►“অধিকাংশই নির্বোধ” [সূরা মায়িদাহ ১০৩]
    ■►“অধিকাংশ লোকই অবগত নয়” [সূরা আনআম :৩৭]
    ■►“বলুন, আমার পালনকর্তা যাকে ইচ্ছা রিযিক বাড়িয়ে দেন এবং পরিমিত দেন। কিন্তু অধিকাংশ মানুষ তা বোঝে না। (সাবা-৩৬)
    ■►“অধিকাংশরাই অজ্ঞ” [সূরা আনআম : ১১১]
    ■►“অধিকাংশই জানে না” [সূরা আরাফ : ১৩১]
    ■►“তুমি যতই প্রবল আগ্রহ ভরেই চাও না কেন, মানুষদেঅধিকাংশই ঈমান আনবেনা” [সূরা ইউসুফ :১০৩]
    ■►“আমি তোমার নিকট সুস্পষ্ট আয়াত নাজিল করেছি, ফাসিকরা ছাড়া অন্য কেউ তা অস্বীকার করে না; বরং তাদের অধিকাংশই ঈমান রাখে না” [সূরা বাকারাহ: ৯৯-১০০]
    ■►“আমি তো তোমাদের কাছে সত্য নিয়ে গিয়েছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশই ছিলে সত্য অপছন্দকারী” [সূরা যুখরুফ :৭৮]
    ■►“তাদের অধিকাংশকেই আমি প্রতিশ্রুতি পালনকারী পাইনি, বরং অধিকাংশকে ফাসিকই পেয়েছি” [সূরা আরাফ : ১০২]
    ■►“আমি কি তোমাদের জানাব কাদের নিকট শয়তানরা
    অবতীর্ণ হয়? তারা অবতীর্ণ হয় প্রত্যেকটি চরম মিথ্যুক ও
    পাপীর নিকট। ওরা কান পেতে থাকে আর তাদের
    অধিকাংশই মিথ্যাবাদী’’ [সূরা শু’আরা :২২১-২২৩]
    ■►“তোমার রবের পক্ষ থেকে তোমার উপর যা কিছু নাযিল হয়েছে তা সত্য, কিন্তু অধিকাংশ মানুষ ঈমান আনবে না।[সুরা আর রাদ-০১]
    ■►“তারা তাদের পিতৃ-পুরুষদের বিপথগামী পেয়েছিল। অতঃপর তাদেরই পদাংক অনুসরন করে ছুটে চলেছিল। এদের আগের লোকদের অধিকাংশই গুমরাহ হয়ে গিয়েছিল” [সূরা সাফফাত : ৬৯-৭১]
    ■►তাদের অধিকাংশের জন্যে শাস্তির বিষয় অবধারিত হয়েছে। সুতরাং তারা বিশ্বাস স্থাপন করবে না। (ইয়াসিন-৭)
    ■►আরবী ভাষায় কুরআন,জ্ঞানসম্পন্ন মানুষদের জন্য সুসংবাদবাহী ও সাবধানকারী। কিন্তু ওদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে, কাজেই ওরা শুনবে না” [সূরা ফুসসিলাত :১-৪]
    ■■►অধিকাংশ লোকের ব্যাপারে বহু আয়াত আছে। সুতরাং হে আমার মুসলিম ভাই আসুন আমরা “অধিকাংশের” অজুহাত বাদ দিয়ে কুরআন ও সুন্নাহর অনুস্মরন করি। দল ভারী মানেই যে তারা সবাই সঠিক,, এটা ভাবা মূর্খামি ছাড়া আর কিছুই হতে পারেনা,,,আপনি যদি বলেন যে এতো কোটি কোটি লোক এই কাজটি করছে তারা কি সবাই ভুল। সবাই যা করবে তাই ঠিক। আপনার কথা যদি এটাই হয়। তাহলে কি কিয়ামতের দিন আপনি বলবেন নাকি যে ৭৩ কাতার মানুষের মধ্যে ৭২ কাতারই জাহান্নামে যাবে,, তাহলে আমিও তাদের সাথে যাব,, সেটাই কি ঠিক হবে,,?
    আপনার ভিবেক কাজে লাগান।

  • #2
    জাযাকাল্লাহ

    Comment


    • #3
      আমিন ইয়্যাকা

      Comment


      • #4
        জাজাকাল্লাকা আহসানাল জাজা

        Comment


        • #5
          ما شاء الله
          হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে সাআদাতের জীবন এবং শাহাদাতের মৃত্যু দান করুন।

          Comment


          • #6
            আমিন ওয়া ইয়্যাকা

            Comment


            • #7
              জাঝাকাল্লাহ্ খায়রান

              Comment


              • #8
                masalllah, sondor post, jazakallah kahiran

                Comment


                • #9
                  আমিন ওয়া ইয়্যাকা

                  Comment

                  Working...
                  X