PDA

View Full Version : শতাব্দীর মহানায়ক:শায়েখ উসামা রহ: স্মরণেubada ibnus samit
02-25-2019, 10:56 AM
শতাব্দীর মহানায়ক
[শায়খ উসামা রহ: স্মরণে]
-------------------

বুঝে গেছি আমি যত বয়ে যায় দিন
তুমি ছিলে এক নি:সীম ধ্রুবতারা
শোধ হবে নাকো তোমার বিপুল ঋণ
বয়ে যেতে হবে ঋণের পরম্পরা

শান্ত সৌম্য দীর্ঘ তোমার কায়া
হৃদয়ে স্বপ্ন সাগরের মত নীল
দুচোখে তোমার বেদনার গাঢ় ছায়া
ঢেকে রাখে তাকে স্বপ্নেরা ঝিলমিল

তুমি ডাক দিলে বহু চেনা স্বর শুনে
প্রিয়হারা এই উম্মাহ জেগে ওঠে
নতুন স্বপ্নে বিজয়ের দিন গুণে
মরু উদ্যানে ক্রিসেনথিমাম ফোটে!

অতিচেনা সেই মধুর কণ্ঠস্বরে
আজও তুমি যেন ঘুম থেকে ডেকে তুলো
শহরে ও গ্রামে, মাঠে ঘাটে বন্দরে-
বেজে ওঠে ডাক-চলো ময়দানে চলো..

জোছনা-শিশিরে স্নাত হয়ে থাকো তুমি
মরোনাই তুমি,কখনও মরবেনা..
ফুলে ভরে যাক সমাধি সবুজভূমি
সুরভি ছড়াক অযুত হাসনাহেনা...
_____

আলোর মিনার
02-25-2019, 11:44 AM
চমৎকার সৃষ্টি ৷ অসাধারণ উপহার ৷ নৈপুণ্যতার শৈল্পিক সংমিশ্রণ ৷

অন্তস্থলে চিত্রিত মহা নায়কের যে প্রতিচ্ছবি, সম্মান ভক্তি আর ভালোবাসার এক অপুরুপ মিলন,তার বর্ণনা এমনি হওয়ার ছিলো ৷

যাজাকাল্লাহ খাইরান ভাই ৷ চালিয়ে যান ইনশাআল্লাহ ৷ আল্লাহ সহায় হোন ৷

হাসসান সাবিত
02-25-2019, 04:56 PM
যাহার স্মরণ প্রেরণা জোগায় হৃদয়ে মুমিনদের!
নামটি যাহার ভিত নেড়ে দেয় কুফফার বিশ্বের!
আলোচনা তার ছড়িয়ে পড়ুক মুখে মুখে সকলের!
ঘুমিয়ে পড়া এ মুসলিম জাতি জেগে উঠে যেন ফের!

Abo Muhammod
02-28-2019, 08:39 PM
মাশাআল্লাহ ভাই খুব সুন্দর হয়েছে।
লেখাটা পড়ে মনে হলো, লেখাটা হেফাজত করে রাখা প্রয়োজন। তাই এভাবে রেখে দিলাম এবং আপনাদের সাথেও শিয়ার করলাম।

https://a.top4top.net/p_1154dnqmg1.jpg

মোবাইলে দেখার জন্য :https://a.top4top.net/p_1154dnqmg1.jpg

কালো পতাকাবাহী
03-01-2019, 09:11 AM
মাশা-আল্লাহ!
খুব সুন্দর হয়েছে...
উবাদা ইবনুস সামীত ও হাসসান সাবীত ভাইকে আল্লাহ সুব. উত্তম যাঝা দান করুন,আমীন।

musab bin sayf
03-20-2019, 06:07 PM
মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে ভাই
ভাই কেমন যেন শায়খ উসামা রহি এর একটি প্রতিছচবি ভেসে উঠল আমার এ অন্তরে
আললাহ তায়ালা আপনার প্রতিটি কবিতাহ কে তাগুতের বিরুদ্ধে একেকটি বোমা বানাক


আমীন আমীন আমীন