শতাব্দীর মহানায়ক
[শায়খ উসামা রহ: স্মরণে]
-------------------
বুঝে গেছি আমি যত বয়ে যায় দিন
তুমি ছিলে এক নি:সীম ধ্রুবতারা
শোধ হবে নাকো তোমার বিপুল ঋণ
বয়ে যেতে হবে ঋণের পরম্পরা
শান্ত সৌম্য দীর্ঘ তোমার কায়া
হৃদয়ে স্বপ্ন সাগরের মত নীল
দুচোখে তোমার বেদনার গাঢ় ছায়া
ঢেকে রাখে তাকে স্বপ্নেরা ঝিলমিল
তুমি ডাক দিলে বহু চেনা স্বর শুনে
প্রিয়হারা এই উম্মাহ জেগে ওঠে
নতুন স্বপ্নে বিজয়ের দিন গুণে
মরু উদ্যানে ক্রিসেনথিমাম ফোটে!
অতিচেনা সেই মধুর কণ্ঠস্বরে
আজও তুমি যেন ঘুম থেকে ডেকে তুলো
শহরে ও গ্রামে, মাঠে ঘাটে বন্দরে-
বেজে ওঠে ডাক-চলো ময়দানে চলো..
জোছনা-শিশিরে স্নাত হয়ে থাকো তুমি
মরোনাই তুমি,কখনও মরবেনা..
ফুলে ভরে যাক সমাধি সবুজভূমি
সুরভি ছড়াক অযুত হাসনাহেনা...
_____
[শায়খ উসামা রহ: স্মরণে]
-------------------
বুঝে গেছি আমি যত বয়ে যায় দিন
তুমি ছিলে এক নি:সীম ধ্রুবতারা
শোধ হবে নাকো তোমার বিপুল ঋণ
বয়ে যেতে হবে ঋণের পরম্পরা
শান্ত সৌম্য দীর্ঘ তোমার কায়া
হৃদয়ে স্বপ্ন সাগরের মত নীল
দুচোখে তোমার বেদনার গাঢ় ছায়া
ঢেকে রাখে তাকে স্বপ্নেরা ঝিলমিল
তুমি ডাক দিলে বহু চেনা স্বর শুনে
প্রিয়হারা এই উম্মাহ জেগে ওঠে
নতুন স্বপ্নে বিজয়ের দিন গুণে
মরু উদ্যানে ক্রিসেনথিমাম ফোটে!
অতিচেনা সেই মধুর কণ্ঠস্বরে
আজও তুমি যেন ঘুম থেকে ডেকে তুলো
শহরে ও গ্রামে, মাঠে ঘাটে বন্দরে-
বেজে ওঠে ডাক-চলো ময়দানে চলো..
জোছনা-শিশিরে স্নাত হয়ে থাকো তুমি
মরোনাই তুমি,কখনও মরবেনা..
ফুলে ভরে যাক সমাধি সবুজভূমি
সুরভি ছড়াক অযুত হাসনাহেনা...
_____
Comment