PDA

View Full Version : আহমাদ শাহ মাসুদের শাইখ উসামার পেছনে গুপ্তচরবৃত্তি - Let Ameen Speakআবু মুহাম্মাদ
11-03-2016, 04:49 AM
আমিনকে বলতে দাও


মোল্লা উমার (রাহিমাহুল্লাহ), উসামা বিন লাদেনকে (রাহিমাহুল্লাহ) সতর্কতার জন্য জালালাবাদ থেকে কান্দাহারে সরে যেতে বলেন কারণ আহমদ শাহ মাসুদ আমেরিকার সাথে গোপন পরিকল্পনা করেছিল বিন লাদেনকে ধরে আমেরিকার হাতে তুলে দেয়ার। মৃত্যু পর্যন্ত আহমদ শাহ মাসুদ আমেরিকার সাথে ষড়যন্ত্রে লিপ্ত ছিল বিন লাদেনকে তাদের হাতে তুলে দেয়া নিয়ে। ৯/১১ নিয়ে কংগ্রেসের প্রকাশ করা এক রিপোর্টে বলা হয়,

অক্টোবরের শেষে কাউন্টার টেররিজম বিভাগের একদল অফিসার পাঞ্জশির উপত্যকায় মাসুদের সাথে সাক্ষাতের জন্য যায়। এই সফর ছিল খুবই ঝুঁকিপূর্ণ যা পরবর্তিতে আরো কয়েকবার করা হয়েছিল। মাসুদ আমেরিকাকে সাহায্য করতে বিন লাদেনের কার্যক্রমে গুপ্তচরবৃত্তি করতে রাজি হয় এবং সুযোগ পেলে বিন লাদেনকে আমেরিকার হাতে তুলে দিতেও অঙ্গীকারবদ্ধ হয়।

জর্জ টেনেট, সেন্ট্রাল ইন্টেলিজেন্সের সাবেক পরিচালক বলেন, আমেরিকার ইন্টেলিজেন্স আহমদ শাহ মাসুদের সাথে কাজ করে। তারা বিন লাদেনের পেছনে গুপ্তচরবৃত্তিকে ৯/১১ থেকেও বেশি গুরুত্ব সহকারে দেখা হয়। ৯/১১ এট্যাকের আগেই আহমদ শাহ মাসুদের মৃত্যু তাদের এই নীলনকশা ভেস্তে দেয়।

@LetAmeenSpeakBengali


http://i.imgur.com/tB0MXMv.jpg

মোল্লা হাসসান
11-03-2016, 08:17 AM
ছবিটা কি মাসুদের?

আবু মুহাম্মাদ
11-03-2016, 03:26 PM
জি ভাই। যাজাকাল্লাহ আখি।

abu_mujahid
11-03-2016, 05:26 PM
আবু মুহাম্মাদ ভাই, আপনি "আমিনকে বলতে দাও" এই নামে একটি আইডি খুলে ফেলুন ইনশাআল্লাহ। "আমিনকে বলতে দাও" এই সিরিজের লেখাগুলো অসাধারণ লাগে। একটা পড়লে আরেকটা পড়তে ইচ্ছে করে। আপনিতো এই আইডি দিয়ে অন্যান্য পোষ্টও করেন, তাই এই সিরিজের লেখাগুলো খুঁজে পেতে একটু কষ্ট হয়।

ঘোড় সাওয়ার
11-03-2016, 06:49 PM
আল্লাহ তায়ালা আমাদের সকলকে এ ধরণের গুপ্তচর থেকে হেফাজত করুন । আমীন।

Shabab Abdullah
11-03-2016, 09:20 PM
প্রকাশ্য আমেরিকার দালাল এই মু্রতাদ আমাদের শিবির ভাইদের কাছে বীর মুজাহিদ , কারন এই মুরতাদ শারীয়াহ বাদ দিয়ে গনতন্ত্রকে আঁকড়ে ধরেছিল

আবুল ফিদা
11-03-2016, 09:21 PM
আল্লাহ তায়ালা আমাদের সকলকে এ ধরণের গুপ্তচর থেকে হেফাজত করুন । আমীন।
আমীন!!!!!!!!!!!!!!!!!!!

আবু দুজানা
11-04-2016, 02:36 AM
হ্যা তারই...

আবু মুহাম্মাদ
11-04-2016, 02:59 AM
আবু মুহাম্মাদ ভাই, আপনি "আমিনকে বলতে দাও" এই নামে একটি আইডি খুলে ফেলুন ইনশাআল্লাহ।

যাজাকাল্লাহ আখী। আর ভাই এই লেখা গুলো কিন্তু আমার নয়। শুরু থেকেই খুরাসানের যুদ্ধে অংশ গ্রহন করা এক মুজাহিদ ভাই, যিনি এখন আহত হয়ে পড়ে আছেন। তিনি নিজের দেখা ভিবিন্ন বিষয়ে লিখে থাকেন। তিনি লিখেন আরবীতে। কিন্তু গুরুত্বের দিকে লক্ষ্য করে ৬/৭ টি ভাষায় অনুবাদ হয়ে থাকে। বাংলাগুলো এই ফোরামে দেয়া হচ্ছিল না। আমিও অপেক্ষা করছিলাম। শেষে যখন দেখি কেহই দিচ্ছে না, তখন আমিই দেয়া শুরু করলাম।