পর্ব ০৫ - কোন ডিস্ট্রো কোন DE ব্যবহার করে এবং নতুনরা কোনটা দিয়ে শুরু করবে?
================================================== =====================
ইতোমধ্যে আমরা ডিস্ট্রো এবং DE জেনেছি। লিনাক্সের বিভিন্ন অপারেটিং সিস্টেম হচ্ছে ডিস্ট্রো আর সেসব ডিস্ট্রোতে যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (GUI) থাকে সেগুলো হচ্ছে DE। এখন প্রশ্ন হচ্ছে:
# কোন ডিস্ট্রো কোন DE ব্যবহার করে?
# একই ডিস্ট্রোতে একাধিক DE ব্যবহার করা যাবে কি?
আমরা জেনেছি, কিছু আছে মাদার ডিস্ট্রো আর কিছু আছে মাদার ডিস্ট্রোর উপর ভিত্তি করে করে বানানো ডেরিভেটিভ ডিস্ট্রো।
যেমন Debian একটি মাদার ডিস্ট্রো, এর উপর ভিত্তি করে বানানো হয়েছে Ubuntu। আবার Ubuntu এর উপর ভিত্তি করে বানানো হয়েছে Linux Mint। লিনাক্সের জগতে Debian, Ubuntu এবং Linux Mint : এই তিনটির প্রচলন অনেক বেশি।
Linux Mint এর আরও একটি সংস্করণ আছে যেটি সরাসরি Debian এর উপর ভিত্তি করে বানানো। এর নাম Linux Mint Debian Edition (LMDE)।
আমরা Debian, Ubuntu এবং Linux Mint সম্পর্কে জানবো ইনশাআল্লাহ।
Debian: অত্যন্ত স্থিতিশীল (Stable) একটি ডিস্ট্রো। একবার ইনস্টল দিলে অনেক দিন চালাতে পারবেন, ক্র্যাশ করবে না, নষ্ট হবে না। এর নিরাপত্তা ব্যবস্থা ভালো। যদি একটি নিরাপদ ও স্থিতিশীল ডিস্ট্রো চান তাহলে ডেবিয়ান। তবে ডেবিয়ানের ইনস্টলেশন প্রক্রিয়া একটু জটিল। নতুনরা ডেবিয়ান দিয়ে শুরু না করলে পারেন। নতুনদের জন্য Ubuntu বা Linux Mint সহজ।
ডেবিয়ান ডিফল্ট হিসেবে GNOME ডেস্কটপ ব্যবহার করে। তবে আপনি ভিন্ন DE-ও ব্যবহার করতে পারবেন। ডেবিয়ান ইনস্টলের সময় DE নির্বাচনের সুযোগ দেয়। GNOME, KDE Plasma, XFCE, Cinnamon, MATE সবগুলোর লিস্ট সামনে আসবে। আপনি চাইলে যেকোনোটাই ইনস্টল করতে পারবেন। চাইলে একাধিক বা সবগুলোও নির্বাচন করতে পারবেন। সেক্ষেত্রে জায়গা একটু বেশি লাগবে। তবে সবগুলো তো আর একসথে চালাতে পারবেন না। ডিফল্ট হিসেবে কোনটা চালাতে চান নির্বাচন করে দিতে হবে। ডেবিয়ান যখন চালু করবেন, ডিফল্ট হিসেবে দেয়া ডেস্কটপ চালু হবে। আরেক DE ব্যবহার করতে চাইলে লগ আউট করে সে DE-তে প্রবেশ করবেন।
Ubuntu: Ubuntu তুলনামূলক সহজ। তবে এর নিরাপত্তা Debian এর চেয়ে কম। এর অর্থ এই নয় যে, এটি অনিরাপদ। এটি তো মূলত Debian থেকেই বানানো হয়েছে। তাই এটিও নিরাপদ।
Ubuntu ডিফল্ট হিসেবে GNOME ডেস্কটপ ব্যবহার করে। Ubuntu এর বিভিন্ন সংস্করণ আছে।
একটি আছে যেটি KDE Plasma ব্যবহার করে। এর নাম Kubuntu - কুবুন্টু। Ubuntu এর শুরুতে KDE এর K যুক্ত করে নাম রাখা হয়েছে Kubuntu।
আরেকটি আছে যেটি XFCE ব্যবহার করে। এর নাম Xubuntu - যুবুন্টু। Ubuntu এর শুরুতে XFCE এর X যুক্ত করে নাম রাখা হয়েছে Xubuntu।
এছাড়ারও উবুন্টুর আরও বিভিন্ন সংস্করণ আছে।
Ubuntu-Kubuntu-Xubuntu এই তিনটার যেকোনোটাই ব্যবহার করতে পারেন। তবে Xubuntu যেহেতু XFCE ব্যবহার করে তাই এটি সবচেয়ে লাইটওয়েট তথা হালকা। কম রেমে ভালো স্পিড। মূলত দুর্বল পিসিগুলোও যেন উবুন্টু ব্যবহার করতে পারে সেজন্যই যুবুন্টু বানানো হয়েছে। উবুন্টু-কুবুন্টু এই দুটিুর তুলনায় যুবুন্টুর স্পিড বেশি।
Linux Mint: এটি উবুন্টুর উপর ভিত্তি করে বানানো হয়েছে, তাই উবুন্টুর মতোই সহজ। লিনাক্স মিন্টের Cinnamon Edition, Xfce Edition, MATE Edition - তিনো এডিশন আছে। এর মধ্যে Xfce Edition সবচেয়ে ফার্স্ট-দ্রুত। এমনকি এটি Xubuntu থেকেও ফার্স্ট।
সরাসরি Debian এর উপর ভিত্তি করে লিনাক্স মিন্টের যে ভার্সনটি বানানো হয়েছে, অর্থাৎ Linux Mint Debian Edition (LMDE)- সেটি Cinnamon ডেস্কটপ ব্যবহার করে। লিনাক্স মিন্টের মূল এবং সবচেয়ে ফিচার সমৃদ্ধ এডিশন কিন্তু Cinnamon Edition। আপনি বলতে পারেন: লিনাক্স মিন্ট মূলত Cinnamon ব্যবহার করে, তবে Xfce এবং MATE ভার্সনও আছে। যেমন Ubuntu মূলত GNOME ব্যবহার করে, তবে Xfce ও অন্যান্য ভার্সনও আছে।
নতুনরা কোনটি দিয়ে শুরু করবেন?
লিনাক্স মিন্ট Xfce Edition কিংবা Xubuntu দিয়ে শুরু করতে পারেন ইনশাআল্লাহ। উভয়টাই তুলনামূল সহজ এবং ভালো স্পিড। এ দুটির কোনো একটি শিখে ফেললে আপনি Debian-ও ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ।
লিনাক্স মিন্টের সাইট: https://linuxmint.com/
যুবুন্টুর সাইট: https://xubuntu.org/
সাইটে ঢুকে ডাউনলোড অপশন থেকে ISO ফাইল ডাউনলোড করতে পারবেন। যদি পারেন হ্যাশচেক দিয়ে নিয়েন। হ্যাশচেক নিশ্চিত করবে ফাইলটি হ্যাকার দ্বারা আক্রান্ত হয়নি, তাতে কোনো পরিবর্তন হয়নি; নির্মাতারা যে ফাইল দিয়েছেন আপনারা ঠিক সে অফিসিয়াল ফাইলটিই ডাউনলোড করেছেন।
বি.দ্র.
হ্যাকারদের পছন্দের ডিস্ট্রো "কালি লিনাক্স" Xfce ডেস্কটপ ব্যবহার করে।
নিরাপত্তাভিত্তিক ডিস্ট্রো "টেইলস ওএস" Gnome ডেস্কটপ ব্যবহার করে।
উভয়টি ডেবিয়ানের উপর ভিত্তি করে বানানো।
======================================
যা শিখলাম
- একেক ডিস্ট্রো একেক DE ব্যবহার করে।
- কোনো কোনো ডিস্ট্রো একাধিক DE ইনস্টলের সুযোগ দেয়।
- ডেবিয়ান থেকে উবুন্টু এবং উবুন্টু থেকে লিনাক্স মিন্ট বানানো হয়েছে।
- ডেবিয়ান তুলনামূক বেশি স্ট্যাবল এবং সিকিউর। তবে উবুন্টু তুলনামূলক সহজ, নতুনদের জন্য উপযোগী।
- লিনাক্স মিন্ট Xfce Edition এবং Xubuntu বিগিনারদের জন্য সহজ হতে পারে।
Comment