ফোরামে পোষ্ট ও কমেন্ট করা সম্পর্কে সম্মানিত মেম্বার ও ভিজিটর ভাইদের প্রতি জরুরী কিছু দিক-নির্দেশনা:
ইন্নাল হামদা লিল্লাহ, ওয়াসসালামু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা‘দ
মুহতারাম ভাইয়েরা- আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.
সম্প্রতি ফোরামে ভাইদের উপস্থিতির মাত্রা বৃদ্ধি পাওয়াতে আমরা আল্লাহ তা‘আলার শোকর আদায় করছি এবং আনন্দ প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা।
পর কথা হলো-
ফোরামের পোষ্ট ও কমেন্ট সংক্রান্ত আরো কিছু জরুরী বিষয় পয়েন্ট আকারে আপনাদের সমীপে নিবেদন করার ইচ্ছা করছি। আশা করি সকল ভাই মনোযোগ সহকারে পড়বেন ও আমল করার চেষ্টা করবেন, ইনশা আল্লাহ।
১. আমরা পোষ্ট ও কমেন্ট করার সময় ফোরামের রুলস তথা নীতিমালার আলোকে করার চেষ্টা করব। বিশেষ করে লিঙ্ক দেওয়ার ব্যাপারে।
ফোরামের রুলস দেখতে নিচের লিংকে ক্লিক করুন-
২. আমরা সবাই বাংলায় পোষ্ট ও কমেন্ট করার চেষ্টা করব। এর অনেক যুক্তিসঙ্গত কারণ রয়েছে। তন্মধ্যে কিছু উল্লেখ করছি-
ক) আমাদের ফোরামের অধিকাংশ ভিজিটর-ই বাংলাভাষী।
খ) আরবী, উর্দূ, ইংলিশ ও বাংলিশ লেখা সবাই পড়তে ও বুঝতে পারে না।
গ) ভিন্ন ভাষায় সহায়তা চেয়ে পোষ্ট বা কমেন্ট করলে সবাই না বুঝার দরুন উত্তর দিতে পারেন না, প্রভৃতি।
৩. এক শব্দের কমেন্ট পরিত্যাগ করব। যেমন, মাশাআল্লাহ, সুন্দর, দারুন, চমৎকার, ভাল ইত্যাদি।
৪. শুধু জাযাকাল্লাহ লিখে কমেন্ট না করে বাটন ব্যবহার করার প্রতি উৎসাহিত করছি। যেহেতু আমাদের ফোরামে আরবী জাযাকাল্লাহু খাইরান অপশন লেখা বাটন সংযুক্ত করা আছে। এ ব্যাপারে পূর্বে আলাদা পোষ্টও দেয়া হয়েছে। যার লিঙ্ক: https://dawahilallah.com/showthread.php?10515
৫. পোষ্ট দিয়ে কেউ হারিয়ে যাব না। আপনার পোষ্টে ভাইয়েরা কি বলছেন? তা দেখুন ও সম্ভব হলে রিপ্লাই দিন। অনেক সময় দেখা যায়, কোন কিছু জানতে চেয়ে বা আবেদন করে পোষ্ট দিয়েছেন, তারপর রিপ্লাইও দেওয়া হয়েছে। কিন্তু পোষ্টদাতার কোন খবর নেই! ভাইয়েরা- এমন যাতে না হয়। সবাই সতর্ক থাকি।
৬. কোন কিছু জানতে চেয়ে পোষ্ট দিলে শিরোনামের শুরুতে অবশ্যই কোন বিষয়ে জানতে চাচ্ছেন, তা উল্লেখ করবেন। যেমন: আইটি বিষয়ে প্রশ্ন, ফতোয়া জানতে চেয়ে প্রশ্ন অথবা মাসআলা জানতে চেয়ে প্রশ্ন ইত্যাদি।
৭. অনেক দিনের পুরোনো পোষ্ট, যার এখন উল্লেখযোগ্য ফায়েদা বা মূল ফোরাম/প্রথম পেইজে আনার দরকার নেই, এমন পোষ্টে কমেন্ট করবেন না। আর করলেও এপ্রোভ করা হবে না।
৮. পোষ্ট ও কমেন্ট সাজিয়ে গুছিয়ে করার চেষ্টা করুন। যেনতেনভাবে করবেন না। এক্ষেত্রে বানান, ভাষা ও উপস্থাপনা ইত্যাদির প্রতি সবিশেষ খেয়াল রাখুন। এজন্য পোষ্ট বা কমেন্ট করার আগে ও পরে নিজেরা পড়ে দেখুন- কোন অসঙ্গতি আছে কি না? পাশাপাশি অফিসিয়াল রিলিজগুলোতে কিভাবে সাজিয়ে পোষ্ট দেওয়া হচ্ছে, তা অনুসরণ করুন। তবে লিঙ্কের ক্ষেত্রে রুলস ফলো করুন। এর দ্বারা আমাদের ফোরামের মান উন্নয়ন হবে, ইনশা আল্লাহ।
৯. যে সকল প্রশ্নের উত্তর অফলাইনে পাওয়া যাবে, বা আপনারা একটু ফিকির করে খুঁজলে ফোরামেই পেয়ে যাবেন, এমন বিষয়ে পোষ্ট ও কমেন্ট করা থেকে বিরত থাকুন।
১০. আপনারা যে কোন বিষয় জানতে চেয়ে পোষ্ট দেন, চাই তা আমভাবে বা একক মাশওয়ারাতেই হোক। তা আপনাদের ভাইদের নজরে থাকে এবং যথাসম্ভব দ্রুত জবাব দিতে চেষ্টা করেন। তথাপি যদি কখনো দেরী হয়, তাহলে দয়া করে অপেক্ষা করুন…ধৈর্য ধারণ করুন…নিয়মিত খোঁজ রাখুন। ইনশা আল্লাহ, আমাদের সাধ্যানুযায়ী উত্তর পাবেন বলেই আশা রাখি। এজন্য বারবার কমেন্ট করা ও বিরক্তি প্রকাশ করা কখনোই কাম্য নয়।
১১. পোষ্টের সাথে মিল রেখে কমেন্ট করুন। অনেক ভাইদের দেখা যাচ্ছে যে, পোষ্টের সাথে কমেন্টের মিল নেই। এটা দুঃখজনক বলেই মনে হচ্ছে।
মনে রাখবেন- এই ফোরাম আপনাদের নিজেদের ফোরাম। তাই নিজেদের মনে করে নিয়মিত ব্রাউজ করুন, পোষ্ট ও কমেন্ট করুন এবং অন্য ভাইকে উৎসাহ-উদ্দীপনা দিন। ইনশা আল্লাহ, এর দ্বারা আমাদের ভাইয়েরা আরো অনুপ্রাণিত হবেন এবং আরো সুন্দর সুন্দর রিলিজ নিয়ে আমাদের সামনে হাজির হবেন। আর আমরাও আপনাদের সার্বিক অংশগ্রহন দেখে উজ্জীবিত হবো, ইনশা আল্লাহ।
************
আপনাদের নেক দু‘আয় আপনাদের মুজাহিদ ভাইদের কথা ভুলে যাবেন না।
ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.
ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.
Comment