অনলাইনে অনুবাদের কাজে আগ্রহী ভাইদের প্রতি আবেদন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তায়ালার জন্য। সালাম ও দুরুদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্ললাম, তাঁর সাহাবী, পরিবারবর্গ ও কিয়ামত পর্যন্ত যারা হকের উপর থাকবেন ও চেষ্টা করবেন তাদের উপর।
প্রিয় ভাই, আজ আপনাদের কাছে একটি আহবান নিয়ে এসেছি। করোনা ভাইরাস সংকটে পুরো বিশ্ব আজ স্থবির। বাংলাদেশেও চলছে লকডাউন। সমস্ত মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বন্ধ। বন্ধ অধিকাংশ অফিসও। যদিও এখন পর্যন্ত সাধারণ ছুটি ১৪/০৪/২০২০ পর্যন্ত করা হয়েছে, তবে পরিস্থিতি এই ছুটি আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে। চলমান পরিস্থিতির কারণে অধিকাংশ মানুষই নিজ নিজ বাসস্থানে আছেন। অনেকদিন পর মানুষজন লম্বা একটা অবসর সময় পেয়েছেন।
প্রিয় ভাই, এই অবস্থায় শুধু আমরা মুসলিমরা একা না। গোটা বিশ্বের কাফের- মুশরিকরাও আজ নিজ নিজ বাড়িতে বন্দী। বাড়িতে থেকেও তাদের সময় কাটছে গুনাহের মধ্যে। আর আমাদের সময় কাটছে ইবাদত ও ইস্তেগফারে। প্রিয় ভাই, ইবাদত ও ইস্তেগফারের বাইরে যে সময়টা আপনি পাচ্ছেন সেটা কি এই মাজলুম উম্মাহের জন্য দেয়া যায় না?
অনেক ভাইরা আফসোস করতেন সময় নেই বলে। আজ আপনার রব আপনাকে অবসর দিয়ে পরীক্ষা করে নিচ্ছে আপনার সেই আফসোস সত্যি ছিল কিনা? তাই ভাইয়েরা, এই অবসর সময়টাকে আমরা সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করি। যে সকল ভাইরা অনুবাদের কাজ করতে আগ্রহী তাদেরকে একক মাশোয়ারাতে যোগাযোগ করার আবেদন করা যাচ্ছে। পূর্বে যে সকল ভাইরা অনুবাদের কাজ করেছেন, বা কাজের জন্য আগ্রহ দেখিয়েছিলেন তাদেরও আবার একক মাশোয়ারাতে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।
আল্লাহ আমাদের সময়ের মূল্য বুঝার তাওফিক দান করুন। আমাদেরকে কবুল করে নিন। মুসলিম উম্মাহকে বালা- মুসিবত থেকে হেফাযত করুন। আমিন- ইয়া রাব্বাল আলামিন।
****************
Comment