إِنَّ الْحَمْدَ لِلّٰهِ بِسْمِ اللهِ والصلاة والسلام على رسول الله، وعلى آله واصحابه ومن والاه
আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আবারো তাওহীদ ও জিহাদের কাজে নিয়োজিত এই ফোরামকে সচল করার তাওফিক দিয়েছেন। নিশ্চয়ই আমরা নিজ যোগ্যতায় এই কাজ করতে পারি নি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার নুসরতেই এই কাজ করা সম্ভব হয়েছে, আলহামদুলিল্লাহ।
প্রিয় তাওহীদবাদী ভাইদের প্রতি অশেষ শুকরিয়া আদায় করছি যারা তাদের দুয়া ও মুনাজাতে আমাদেরকে শরীক রেখেছেন, আমাদের প্রতি আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করেছেন, বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়েছেন। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আশা করছি আপনাদের ভালোবাসা ও আন্তরিকতা দিনকে দিন আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা আমাদের এই ভালোবাসা ও আন্তরিকতাকে দ্বীনের জন্য কবুল করুন। আমীন।
ফোরামের শুন্যতা আমাদের সকলকেই ছুঁয়ে গেছে। তবে এই সুযোগে ইসলাম ও জিহাদের শত্রুরা তাওহীদবাদী ভাইদেরকে ধোঁকা দেয়ার জন্য নানাভাবে চেষ্টা চালিয়েছে, চালিয়ে যাচ্ছে। এজন্য সকলকে সর্বাত্মক সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করছি। দাওয়াহ ইলাল্লাহর মতই ফেইক ফোরাম বানিয়ে, অনলাইনে বিভিন্ন অফিসিয়াল প্লাটফর্মের নাম করে ব্যক্তি ও আইডি প্রচার করে তারা ভাইদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, করছে। এজন্য কিছু সতর্কতার ব্যাপারে সবাইকে আবারো স্মরণ করিয়ে দেয়া জরুরি মনে করছি।
- => ফোরামের লিঙ্কটি ভালোভাবে দেখে প্রবেশ করবেন। ফেইক ফোরাম থেকে নিরাপদ থাকবেন।
- => কোন ব্যক্তি বা গ্রুপ যদি নিজেকে যেকোন বিষয়ের অফিসিয়াল কিছু দাবী করে তাহলে তার কাছে এর স্বপক্ষের দলিল তালাশ করুন এবং তা যাচাই করে নিন।
- => কেউ যদি নিজেকে তানজীমের কেউ বলে উন্মুক্ত পরিচয় দিয়ে কোন সুবিধা গ্রহণ করতে চায় তাহলে শুধু এই দাবির কারণেই তাকে বিশ্বাস করবেন না, বরং তার ব্যাপারে যাচাই করে নিবেন।
- => তানজীমের সমর্থক ও তানজীমের সদস্যের মধ্যে বিভিন্ন বিষয়ে পার্থক্য আছে। বিশেষ করে তানজীমের আচরণবিধি অনুসরণের ক্ষেত্রে। তাই কোন সমর্থককে তানজীমের মুখপাত্র ভেবে তার কোন ভুলকে তানজীমের ভুল মনে না করা, বা তার কোন কথাকে সরাসরি তানজীমের কথা হিসেবে না নেয়া। অনেক সময় সমর্থকরা তানজীমের অবস্থান না জেনে, কর্মপন্থা না বুঝে অনেক কাজ করেন যার ফলে সাধারণ মানুষ তানজীমের ব্যাপারে ভুল ধারণা করেন। আবার অনেক সময় জাসুস সমর্থকের রূপ দিয়ে মানুষকে ধোঁকা দেয়। এজন্য এবিষয়ে বিশেষ সতর্কতা জরুরি।
- => তানজীমের বাংলাদেশী অফিসিয়াল ফোরামের "একক মাশোয়ারা" আপনাদের যেকোন মাশোয়ারার জন্য উন্মুক্ত আছে। ধোঁকায় না পরে "একক মাশোয়ারা" কে ব্যবহার করুন।
- => কেউ যদি কোন প্রকারের অর্থ লেনদেনের ব্যাপারে আপনাকে কোন লোভ দেখায়, যেমন- মুজাহিদদের কাছে পৌছে দিবে, হিজরত করাবে, তানজীমে যুক্ত করাবে ইত্যাদি নানা প্রলোভন; তাহলে নিশ্চিত থাকুন সে আপনাকে ধোঁকা দিচ্ছে এবং আপনার ক্ষতি করার প্রচেষ্টায় আছে। জেনে রাখুন, তানজীম কারো থেকে এভাবে অর্থ সংগ্রহ করে না, এভাবে কাউকে কোন আশ্বাসও দেয় না।
- => যেকোন অনলাইন বুকশপ থেকে জিহাদি বই কেনার আগে সতর্ক থাকুন, নিরাপত্তার বিষয়গুলো মাথায় রাখুন। হতেও পারে এভাবে জাসুস আপনার ঠিকানা বের করে ফেলবে। তাই অফলাইনে কেনার চেষ্টা করতে পারেন বা পিডিএফ পড়তে পারেন। আর অর্ডার যদি করতেই হয় তাহলে যথাযথ নিরাপত্তা অনুসরণ করে এরপর অর্ডার করবেন।
এগুলোর বাইরেও সময়ে সময়ে আরো যেসব সতর্কতা প্রয়োজন তা জানিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ।
দ্বীনের প্রতিষ্ঠার পথে আমাদের সকলের সকল মেহেনতকে আল্লাহ তায়ালা কবুল করুন। বেশি বেশি দ্বীনের জন্য কাজ করার তাওফিক দান করুন। আমাদেরকে শাহাদাতের মৃত্যু দেয়ার মাধ্যমে ধন্য করুন। আমীন ইয়া রব্বাল 'আলামীন।
Comment