আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ.
সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার; যিনি আমাদেরকে হিদায়াত দান করেছেন। অসংখ্য দুরুদ ও সালাম নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা হিদায়াতের সন্ধান পেয়েছি।
আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি, ফেসবুকে তানজীমকে ঢাল বানিয়ে নানাভাবে কার্যক্রম পরিচালনা করেন নানা ব্যক্তি, যাদের কাজ তানজীমের উসুলের সাথে যায় না। তানজীম যেসব বিষয়কে ধারণ করে না, যেসব কথা বলে না- তানজীমের গায়ে সেসব বিষয়ের দোষ এঁটে দেওয়া হয়। এসব কারণে সাধারণ মানুষের কাছে তানজীমের ব্যাপারে ভুল চিন্তাভাবনার তৈরি হয়। উম্মাহ দরদী মানুষগুলোর ব্যাপারে বিরূপ মনোভাব অনেকের মনে চলে আসে। যা কোনোভাবেই কাম্য নয়।
এর বাইরে নানা সময়ে অর্থ সংগ্রহ, হিজরতের লোভ দেখিয়ে সাধারণ ভাইদেরকে ফাঁদে ফেলে অনেকে টাকা হাতিয়ে নেয়, আবার অনেক ভাই তাগুতের কারাগারে চলে যায়। এরকম ফাঁদ থেকে ভাইদেরকে সর্বদা সতর্ক থাকা চাই।
আবার অনেক সময় দেখা যায়, তানজীমের ব্যাপারে অনেকে অনেক সংশয় উস্কে দেয়। নানাভাবে তানজীমকে প্রশ্নবিদ্ধ করতে চায়, অন্যান্য মানুষের মুখোমুখি দাঁড় করায়। মানুষের অজ্ঞতার কারণে অনেক সময় তারা এসব ধরতে পারেন না, ভুলটাকেই সঠিক মনে করে বসেন।
উপরোল্লিখিত বিষয়গুলোসহ আরো কিছু বিষয়কে সামনে রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, যেহেতু সকল মানুষ আমাদের ফোরাম হয়ত ভিজিট করতে পারেন না বা করেন না, তাই আমাদের প্রতিনিধিদের সোস্যাল মিডিয়ায় বিচরণ থাকলে উল্লিখিত সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ্। অন্ততপক্ষে ফোরামের প্রতিনিধির ভ্যারিফিকেশনের মাধ্যমে অনেক দুর্ঘটনা ও সংশয় থেকে বাঁচা সহজ হবে ইনশাআল্লাহ্।
আলহামদুলিল্লাহ্, আপনাদের সবার প্রিয় দাওয়াহ ইলাল্লাহ ফোরামের কাজের সাথে সম্পৃক্ত ১ জন সম্মানিত মডারেটর - মুনশি আব্দুর রহমান ভাই ফেসবুকে এক্টিভ হবেন ইনশাআল্লাহ্। যারা ইতিমধ্যে ফেসবুকে আছেন তারা ভাইকে ফলো করতে পারেন এবং অন্যান্যদের কাছে ভাইকে পরিচিত করে দিতে পারেন যাতে অন্যরাও ফোরামের মডারেটর ভাইকে ফলো করতে পারেন ইনশাআল্লাহ্। আর যারা ফেসবুকে নেই, তাদেরকে আমরা ফেসবুকে যেতে উদ্বুদ্ধ করছি না। ফেসবুকে এই আইডির মাধ্যমে বিশেষ এমন কিছু হবে না ইনশাআল্লাহ্ যা থেকে ফোরাম ভিজিটরগণ মাহরুম হবেন। তাই শুধু ভাইকে ফলো করতে ফেসবুকে যেতে আমরা অনুৎসাহিত করছি।
আল্লাহ তায়ালা হকের প্রচার প্রসারে আমাদের এই উদ্যোগকে কবুল করেন, সকল ফিতনা থেকে আমাদের সকলকে হেফাযত করেন। কাজের মাঝে বারাকাহ দান করেন। এই জমিনকে শরীয়াহর পূন্যভুমি হিসেবে কবুল করেন। আমীন ইয়া রব্বাল 'আলামীন।
আইডি লিংক: https://www.facebook.com/profile.php?id=100091672274036
আপনাদের নেক দুয়ায় আমাদের ভুলবেন না।
নিবেদক-
ফোরাম কর্তৃপক্ষ
Comment