উদাত্ত আহবান ।। ফার্সী ও পশতু ভাষায় লিখিত গুরুত্বপূর্ণ কিছু রিসালা অনুবাদ করা দরকার ।। আগ্রহী ভাইয়েরা সাড়া দিন!
الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.
প্রিয় দ্বীনি ভাইয়েরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমত ও দয়ায় খোশহালে আছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন-
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
অর্থাৎ সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না।- সূরা মায়েদা: ২
অন্য আয়াতে আল্লাহ তা‘আলা বলেছেন-
إِن تَنصُرُوا اللَّهَ يَنصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ অর্থাৎ যদি তোমরা আল্লাহকে সাহায্য কর, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা দৃঢ়প্রতিষ্ঠ করবেন।- সূরা মুহাম্মাদ: ৭
বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-
الْمُؤْمِنُ الْقَوِيّ خَيْرٌ وَأَحَبّ إِلَى اللهِ مِنَ الْمُؤْمِنِ الضّعِيفِ، وَفِي كُلٍّ خَيْرٌ، احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ، وَاسْتَعِنْ بِاللهِ وَلَا تَعْجَزْ، وَإِنْ أَصَابَكَ شَيْءٌ، فَلَا تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا، وَلَكِنْ قُلْ قَدَرُ اللهِ وَمَا شَاءَ فَعَلَ، فَإِنّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشّيْطَانِ
অর্থাৎ দুর্বল মুমিন অপেক্ষা সবল মুমিন শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে বেশি প্রিয়। (তবে) প্রত্যেকের মাঝেই কল্যাণ আছে। তোমাকে যা উপকার দিবে সে বিষয়ে লালায়িত হও, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। অক্ষম অকর্মণ্য হয়ো না। কোনো (অবাঞ্ছিত) বিষয়ে আক্রান্ত হলে বলো না- যদি আমি এই করতাম তাহলে এই এই হত; বরং বলবে, আল্লাহর ফয়সালা; তিনি যা চান তা-ই করেন। কারণ, ‘যদি’ কথাটা শয়তানের কাজের পথ খুলে দেয়।” -সহীহ মুসলিম, হাদীস ২৬৬৪
প্রিয় ভাইয়েরা- এখানে হাদীসের তৃতীয় বাক্যটির প্রতি লক্ষ্য করুন-
احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ، وَاسْتَعِنْ بِاللهِ وَلَا تَعْجَزْ
“যা কিছু তোমাকে উপকৃত করে তার ব্যাপারে লালায়িত হও। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। অক্ষম হয়ো না।”
তো ভাইয়েরা- তেমনই একটি উপকারী কাজের তাকাযা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তা হলো- ফার্সী ও পশতু ভাষায় লিখিত গুরুত্বপূর্ণ কিছু রিসালা অনুবাদ করার কাজে কিছু অনুবাদক ভাই দরকার। যাদের এই ভাষা জানা আছে, তারা এই মহৎ কাজে এগিয়ে আসলে ভাল হয়। সদকায়ে জারিয়া হিসাবে আপনার এই খেদমত বাকি থাকবে, ইনশা আল্লাহ।
আমার দ্বীনি বন্ধুগণ, এই দ্বীনি তাকাযা পূরণার্থে এগিয়ে আসুন! সাড়া দিন! এক্ষেত্রে অলসতা ও ত্রুটি করবেন না। আপনি আপনার সাধ্যের শেষ সীমা পর্যন্ত চেষ্টা-প্রচেষ্টা ব্যয় করবেন আর এর সাথে অবশ্যই আল্লাহর সাহায্য প্রার্থনা করবেন এবং তাঁরই উপর ভরসা করবেন। কারণ সব বিষয়ে আমরা তাঁরই শরণাপন্ন হতে হবে।
শেষ কথা: যাদের পক্ষে এই কাজে অংশগ্রহন করা সম্ভব, তারা অতি দ্রুত একক মশওয়ারাহতে ম্যাসেস দিয়ে যোগাযোগ করুন! দুনিয়া ও আখিরাতের উপকারী কাজে আগ্রহী হোন! লালায়িত হোন! নেক কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিন! ইনশা আল্লাহ, আল্লাহ আপনাদের সাহায্য করবেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা আপনাদেরকে তাওফীক দান করুন! আপনাদের ইলম ও আমলে বারাকাহ নসীব করুন! জান্নাতের সবুজ পাখি হিসাবে কবুল করুন! উভয় জাহানের সার্বিক কল্যাণ দান করুন!
**************
وآخر دعوانا أن الحمد لله رب العالمين، وصلى الله على نبينا محمد
Comment