কাঙ্ক্ষিত শাহাদাত |
EXCLUSIVE NASHEED
চলে যায় কত দিন কত রাত!
আসে না সে কাঙ্ক্ষিত শাহাদাত!
আঁখি জলে বলি প্রভু তোমাকে
ডেকে নেবে কবে তুমি আমাকে?
শুহাদার সেই মহা কাফেলায়
আমাকেও শামিল করে নাও।
তোমারই আরশের ছায়ায়
আমাকেও একটু ঠাঁই দাও।
🌸🌸🌸
যেথা আছে মুসআব,খুবাইব...
সেথা যেতে হয়ে আছি উদগ্রীব।
সাথি হতে হানজালা,হামজার....
সয় না ব্যাকুল প্রাণে দেরি আর।
তোমারই পথে খুন ঝরাতে
আমাকেও কবুল করে নাও।
সবুজ পখিরা যেথায় উড়ছে,
আমাকেও সেথায় নিয়ে যাও।
🌸🌸🌸
আমার তো মনে চায় শতপ্রাণ
তোমারই পথে করি করবান।
তবুও থাকুক তব নাম।
তবুও থাকুক জয়ী ইসলাম।
শুহাদার সেই মহা মিছিলে
আমারও নামটা লিখে দাও।
আমার তরে ফিরদাউসে
একটি ঘর তুমি রেখে দাও।
🌸🌸🌸
EXCLUSIVE NASHEED
চলে যায় কত দিন কত রাত!
আসে না সে কাঙ্ক্ষিত শাহাদাত!
আঁখি জলে বলি প্রভু তোমাকে
ডেকে নেবে কবে তুমি আমাকে?
শুহাদার সেই মহা কাফেলায়
আমাকেও শামিল করে নাও।
তোমারই আরশের ছায়ায়
আমাকেও একটু ঠাঁই দাও।
🌸🌸🌸
যেথা আছে মুসআব,খুবাইব...
সেথা যেতে হয়ে আছি উদগ্রীব।
সাথি হতে হানজালা,হামজার....
সয় না ব্যাকুল প্রাণে দেরি আর।
তোমারই পথে খুন ঝরাতে
আমাকেও কবুল করে নাও।
সবুজ পখিরা যেথায় উড়ছে,
আমাকেও সেথায় নিয়ে যাও।
🌸🌸🌸
আমার তো মনে চায় শতপ্রাণ
তোমারই পথে করি করবান।
তবুও থাকুক তব নাম।
তবুও থাকুক জয়ী ইসলাম।
শুহাদার সেই মহা মিছিলে
আমারও নামটা লিখে দাও।
আমার তরে ফিরদাউসে
একটি ঘর তুমি রেখে দাও।
🌸🌸🌸
Comment