উম্মতের জন্য ক্রন্দন
আমীরুল মুজাহিদীন শাইখ আইমান আল জাওয়াহিরী হাফিযাহুল্লাহ
অনুবাদক: মুহাম্মাদ আজলান
হে আমার উম্মাতি, জাতিসমূহের মাঝে কি তোমার জন্য তরবারির মর্যাদা বা কলমের সম্মান আছে? আমি তোমার সামনে লজ্জায় চোখ নত করি, গতকালের স্মৃতি আমাকে লজ্জিত করে। আমার চোখের পানি প্রায় উপচে পড়ে, বেদনার গর্বের অবশিষ্টাংশ নিয়ে খেলা করে। কত রক্তাক্ত যন্ত্রণা আমার মুখে তোমার প্রশংসার নিশ্চুপ প্রার্থনাকে শ্বাসরুদ্ধ করেছে। কোন ক্ষত এমন অহংকারে আঘাত করেছে, যে তার আরোগ্য হয়নি, এখনো রক্তক্ষরণ হচ্ছে? ইসরায়েলের পতাকা কি উড়ছে মসজিদের পবিত্র ছায়ায়, জন্মস্থানের আঙিনায়? কীভাবে তুমি অপমানের দিকে চোখ বন্ধ করলে, অভিযোগের ধুলোবালি থেকে নিজেকে মুক্ত করলেনা? তুমি কি এমন ছিলে না, যখন অন্যায় আঘাত হানত, তুমি ছিলে আগুনের ঢেউ বা রক্তের স্রোত? তুমি কেন এগিয়ে গেলে, আবার পিছিয়ে এলে, প্রতিশোধ নিলে না, ক্ষতিপূরণও পেলে না? শোনো শোকের কান্না, আর আনন্দ করো! দেখো এতিমদের রক্ত, আর হাসো! নেতাদের তাদের কামনার মাঝে ছেড়ে দাও, তারা তুচ্ছ লাভের জন্য নিজেদের ধ্বংস করুক। কত মূর্তি তৈরি হলো, যারা মূর্তির পবিত্রতাও বহন করেনি। নেকড়েকে তার আক্রমণের জন্য দোষ দেওয়া যায় না, যদি রাখাল নিজেই ভেড়ার শত্রু হয়। অভিযোগ বন্ধ করো, কারণ একটি কথা ছাড়া, টাকার দাসরা শাসনের মধ্যে থাকত।আমীরুল মুজাহিদীন শাইখ আইমান আল জাওয়াহিরী হাফিযাহুল্লাহ
অনুবাদক: মুহাম্মাদ আজলান
ভিডিও লিংক:
Comment