কবিতা: তুলে নাও আমার অস্ত্র
শায়খ আইমান আয যাওাহিরী
শায়খ আইমান আয যাওাহিরী
احمل سلاحي يا أخي لا تسلبنّه
তুলে নাও আমার অস্ত্র হে ভাই, ছিনিয়ে নিও না।
والجرح مني داوِه لا تنكأنه
আমি জখমি হয়েছি, আঘাত হেনো না।
وانبذ وساوس من يوسوس كفرنه
কুমন্ত্রণাদাতাদের ছুড়ে ফেলো, অস্বীকার করো তাদের কুমন্ত্রণা
وفحيح داعي الشر سب وفجرنه
এবং হিসহিসানি অন্যায় আহ্বানকারীদের, ধ্বংস ও বিস্ফোরিত করো তাদের।
انا مسلم ومرابط في خندقي
আমি মুসলিম, রিবাতের সঙ্গী আমার খন্দক।
امضيت العمر احمل بندقي
আমার জীবন ফুরিয়ে আসছে, তুলে নাও আমার বন্দুক।
أدعو الى حق كصبح مشرق
আমি সত্যের দিকে আহ্বান করি - ঊষার ন্যায় উজ্জ্বল।
فانبذ دعاة تشرذم وتفرق
ছুড়ে ফেলো দলাদলি এবং বিভক্তির দিকে আহ্বানকারীদের।
القدس نادت يا أخي فانهض وقم
কুদস তোমায় ডাকছে হে ভাই, জাগো এবং উঠে দাঁড়াও।
نصطف متحدين نوفي بالذمم
একসাথে সারিবদ্ধ হয়ে চলো প্রতিশ্রুতি পূর্ণ করি।
ونصد كالبنيان مسعور الحمم
প্রতিরোধ করি প্রাচীরের ন্যায়, হিংস্র মরণাঘাত।
فتحالف الشيطان قد حشد الامم
চেয়ে দেখো! শয়তানের জোট জড়ো করেছে বহু জাতি।
احمل سلاحك واقتف اثار الشهيد
অস্ত্র তুলে নাও, এবং অনুসরণ করো শহীদের পদাঙ্ক।
وتمدني بالدم ان نزف الوريد
আমাকে ভাসিয়ে দাও রক্তে যদি ফুরিয়ে আসে জলাধার।
نصطف متحدين في وجه اليهود
চলো সারিবদ্ধ হয়ে রুখে দাঁড়াই ইয়াহুদের।
القدس وجهتنا بها الفتح المجيد
কুদস আমাদের গন্তব্য, সেখানে রয়েছে মর্যাদা ও বিজয়।
جاوب أخي داعي التآخي والصلاح
সাড়া দাও হে ভাই! ভ্রাতৃত্ব এবং সততার আহ্বানকারীর।
وانبذ دعاوى كل فتان ملاحي
ছুড়ে ফেলো প্রত্যেক ফিতনাবাজ তিক্ততা সৃষ্টিকারীকে।
بدماي أوثركم وان نزفت جراحي
রক্ত দিয়েও তোমাদের সামনে রাখব, শুকিয়ে যাক আমার ক্ষতগুলো।
فاذا سقطت مجندلا فاحمل سلاحي
যখন অচেতন হয়ে লুটিয়ে পড়বো, আমার অস্ত্রখানা তুলে নিও।
Comment