কাফেলা পথ হারিয়েছে মরুভূমিতে বহুদিন হল। ছুটছে মরীচিকা থেকে মরীচিকার পেছনে। পথ হারিয়ে গন্তব্য ভুলে যাওয়া ক্বওমের অবস্থা এমন দাড়িয়েছে আবর্জনা আর সুগন্ধির মাঝে পার্থক্য করাও অসম্ভব হয়ে এগেছে। অধিকাংশই হাল ছেড়ে দিয়েছে। গন্তব্যহীন ছুটে চলা, অপমান আর লাঞ্ছনাকে মেনে নিয়েছে ভবিতব্য হিসেবে। পথ খুজে ফেরা দূরে থাক, গন্তব্যে পৌছনো দূরে থাক, তারা বেছে নিয়েছে নিজ অবস্থানের চারপাশেই ঘুরপাক খাবার।
.
কিন্তু কোন মতে অস্তিত্ব টিকিয়ে রাখার আদর্শকে প্রত্যাখ্যান করে, পরাজিত মানসিকতাকে অস্বীকার করে, অধিকাংশের নিষ্ক্রিয়- জড়তাকে পেছনে ফেলে এগিয়ে যাবার সিদ্ধান্ত নিল একটি দল। মরুর বুক চিরে, গনগণে আগুনের নিচে, লু হাওয়াকে তুচ্ছ করে, পিপাসাকে উপেক্ষা করে এগিয়ে চললো গন্তব্যের দিকে। সত্য প্রতিশ্রুতির ভরসায়।
.
শত প্রতিকূলতা সহ্য করে তার এগিয়ে চললেন। ইঞ্চি ইঞ্চি করে এগোলেন। বছরের পর বছর। সময়ের সাথে বাধাবিপত্তি বৃদ্ধি পেল। গন্তব্যের যতো কাছে তারা যেতে সক্ষম হলেন ততোই বাড়তে লাগল প্রতিকূলতা। কিন্তু এ ক্ষুদ্র কাফেলা এগিয়ে চললো, হাল ছাড়লো না, পথ হারালো না। তারা এগিয়ে চললো।
.
আজ সফর শেষ হবার পথে। কিন্তু ভোর হবার আগেই রাতের অন্ধকার সবচেয়ে গাড় হয়ে আসে। গন্তব্যে পৌছনোর ঠিক আগেই সফরকে সবচেয়ে দীর্ঘ মনে হয়। আর এই মুহুর্তগুলোকেই মনে হয়ে সবচেয়ে দীর্ঘ, সবচেয়ে অসহনীয়। এসমসয়টাতেই প্রতিকূলতা সবচেয়ে বেশি। কিন্তু যারা এ কাফেলার অংশ তারা জানেন হাল ছাড়ার, পথ চলা থামানোর কিংবা ধৈর্য হারা হবার কোন সুযোগ নেই।
.
নিশ্চিত যে সাফল্য, সুনিশ্চিত যে পুরস্কার কিভাবে ক্ষণিকের মোহ, মুহুর্তের আবেগ, অসেচতনতা, কিংবা দুনিয়ার তুচ্ছাতিতুচ্ছ কষ্টের জন্য তাকে উপেক্ষা করা যায়? যখন এ দুনিয়া এক মাছির ডানার চাইতেও মূল্যহীন?
.
তাই সুসংবাদ গ্রহণ করুন, আর নিজেকে প্রস্তুত করুন, ধৈর্য ধারণ করুন। দৃঢ়তার সাথে ঝাঁপিয়ে পড়ুন কাজে, নিজেক সাজিয়ে নিয়ে প্রস্তুত হন দুটি কল্যাণময় ফলাফলের যেকোন একটিকে বেছে নেওয়ার জন্য। বাতাসের বারুদ আর বিজয়ের আগমনের গন্ধ কি আপনাদের উদগ্রীব করছে না? রক্তকে আন্দোলিত করছে না?
.
সফর আরো দৃঢ়তা চায়, গন্তব্য সামান্য দূরে।
ডাউনলোড লিঙ্ক না পেলে আর্কাইভে লগ-ইন করুন। ইনশা'আল্লাহ ডাউনলোড করতে পারবেন। আর্কাইভ আইডি না থাকলে এই আই ডি/পাসওয়ার্ড ব্যবহার করুন -
(মডারেটর ভাইরা সকল পোস্টেই এই আইডি/পাসওয়ার্ড শেয়ার করতে পারেন যাতে ভাইয়েরা আর্কাইভ থেকে ডাউনলোড করতে পারে, অধিকাংশ পোস্টের কন্টেন্টই আর্কাইভ থেকে ডাউনলোড করতে গেলে Item not available দেখায়)
লগ ইন আই ডি - kbnszsys@grr.la
পাসওয়ার্ড - asdf1234
ইউটিউবে দেখুন:
দু'আর দরখাস্ত...
Comment