তুমি দুই হারামের আঙিনায় বসে করছো বন্দেগী
কা’বার পাশে নামায রোজায় কাটছে জিন্দেগী
ভাবছো মনে এ জীবনে ধন্য তুমি বটে
এ ভুবনে এমন ভাগ্য আর কি কারো জোটে
দেখতে যদি মোদের আমল জিহাদের ময়দানে
জানতে ঠিকই তোমার আমল তুচ্ছ বহু গুনে
তুমি দুহাত তুলে অশ্রু জলে ভেজাও দুটি গাল
মোরা আঘাত পেয়ে রক্ত ঢেলে শরীর করি লাল
তোমার ঘোড়া বেকার ঘুরে ক্লান্ত হয় বৃথা
মোদের ঘোড়া জিহাদ ছাড়া যায় না কভু কোথা।
তুমি আগরবাতির সুগন্ধিতে মনটা রাখো তাজা
মনের মতো পরিবেশে করো নামাজ রোজা।
অতো সোজা নয়কো মোটেও জিহাদের ময়দান।
শত্রু মাঝে ঘোড়া মোদের সদা ধাবমান।
ঘোড়ার ক্ষুরে আসে উড়ে ধুলিকণার ঝড়
পবিত্র সেই ধুলার গন্ধে সুগন্ধি আমার।
শোনো রসুল বলেন, যিনি হলেন সত্যবাদী অতি
তার কথা মিথ্যা হওয়ার নেইকো কোনো ভীতি
মুজাহিদের পায়ের ধূলো জাহান্নামের ধোয়ায়
মিলবে নাকো কভু জেনো হাদীসেতে পায়।
এসো কুরআনের বাণী বিচারক মানি তোমার আমার মাঝে
সত্য কাহিনী, শহীদ মরেনি, রিযিক পায় সে সকাল সাঝে।
.
.
.
............
Comment