একদা এক ইঁদুর লক্ষ্য করলো যে,বাড়িতে ইঁদুর মারার ফাঁদ পাতা হয়েছে,ইঁদুর বেশ ভয় পেয়ে গেল ।
ফাঁদটি অকেজো করার জন্য সে ঐ বাড়িতে থাকা মুরগির সাহায্য চাইল,
মুরগি ঘটনা শুনে জবাব দিল,ফাঁদটি আমার কোন ক্ষতি করবে না,সুতরাং আমি এ ব্যাপারে তোমাকে কোন সাহায্য করতে পরবো না ।
ইঁদুরটি হতাশ হয়ে বাড়িতে থাকা ছাগলের সাহায্য চাইল,ছাগল ফাঁদের কথা শুনে বলল,
ঐ ফাঁদ আমাদের তথা বড়দের জন্য নয় ।
ইঁদুরটি সবশেষে বাড়িতে থাকা গরুর কাছে সাহায্যের জন্য গেল,সবকথা শুনে গরু বলল,
এটা ইঁদুরের ফাঁদ আমার মত বড় প্রাণীর কোন ক্ষতি করতে পারবে না ।
ইঁদুর নিরাশ হয়ে নিজের ঘরে ফিরে গেল,
রাতের বেলা বাড়ির গৃহিণী ফাঁদের শব্দ শুনে এগিয়ে গিয়ে ফাঁদে হাত দিতেই,
ফাঁদে পড়া বিষাক্ত সাপ তার হাতে কামড় দেয় ।
তার চিৎকারে গৃহকর্তার ঘুম ভেঙে গেল,
ডাক্তার ডেকে নিয়ে আসল ।
চিকিৎসা শুরু হলো,কিন্তু অবস্থা মটেও ভালো না,চিকিৎসক তাকে মুরগির স্যুপ খাওয়াতে বলল, সেজন্য সেই মুরগিটিকে জবাই করা হল ।
অবস্থা আরো খারাপ হতে থাকল।দুর দুরান্ত থেকে তাকে দেখতে স্বজনরা আসতে লাগলে,
তাদেরকে আপ্যয়ন করানোর জন্য ছাগলটিকে জবাই করা হল,
একটা সময় চিকিৎসার জন্য বেশি অর্থের দরকার হল,নিরুপায় হয়ে বাড়ির কর্তা নিজে গরুটিকে কসাইখানায় বিক্রি করলেন ।
একসময় বাড়ির গৃহিণী সুস্থ হয়ে গেলেন ।
আর এই সমস্ত কিছু ইঁদুরটি তার ছোট্ট ঘর থেকে পর্যবেক্ষণ করলো।
শিক্ষাঃ -
বর্তমান সময়ে আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা অন্য মুসলিমের বিপদে এগিয়ে আসতে চান না । তারা মনে করেন বিপদ আরেকজনের আমার তো কিছুই না ।
সুতরাং এই বিষয়ে আমি কথা বলবো না ।
কিন্তু তারা ভুলে যান মুসলমান সবাই একটা প্রাচীরের মত । যার এক অংশকে অপর অংশ শক্তিশালী করে ।
ফাঁদটি অকেজো করার জন্য সে ঐ বাড়িতে থাকা মুরগির সাহায্য চাইল,
মুরগি ঘটনা শুনে জবাব দিল,ফাঁদটি আমার কোন ক্ষতি করবে না,সুতরাং আমি এ ব্যাপারে তোমাকে কোন সাহায্য করতে পরবো না ।
ইঁদুরটি হতাশ হয়ে বাড়িতে থাকা ছাগলের সাহায্য চাইল,ছাগল ফাঁদের কথা শুনে বলল,
ঐ ফাঁদ আমাদের তথা বড়দের জন্য নয় ।
ইঁদুরটি সবশেষে বাড়িতে থাকা গরুর কাছে সাহায্যের জন্য গেল,সবকথা শুনে গরু বলল,
এটা ইঁদুরের ফাঁদ আমার মত বড় প্রাণীর কোন ক্ষতি করতে পারবে না ।
ইঁদুর নিরাশ হয়ে নিজের ঘরে ফিরে গেল,
রাতের বেলা বাড়ির গৃহিণী ফাঁদের শব্দ শুনে এগিয়ে গিয়ে ফাঁদে হাত দিতেই,
ফাঁদে পড়া বিষাক্ত সাপ তার হাতে কামড় দেয় ।
তার চিৎকারে গৃহকর্তার ঘুম ভেঙে গেল,
ডাক্তার ডেকে নিয়ে আসল ।
চিকিৎসা শুরু হলো,কিন্তু অবস্থা মটেও ভালো না,চিকিৎসক তাকে মুরগির স্যুপ খাওয়াতে বলল, সেজন্য সেই মুরগিটিকে জবাই করা হল ।
অবস্থা আরো খারাপ হতে থাকল।দুর দুরান্ত থেকে তাকে দেখতে স্বজনরা আসতে লাগলে,
তাদেরকে আপ্যয়ন করানোর জন্য ছাগলটিকে জবাই করা হল,
একটা সময় চিকিৎসার জন্য বেশি অর্থের দরকার হল,নিরুপায় হয়ে বাড়ির কর্তা নিজে গরুটিকে কসাইখানায় বিক্রি করলেন ।
একসময় বাড়ির গৃহিণী সুস্থ হয়ে গেলেন ।
আর এই সমস্ত কিছু ইঁদুরটি তার ছোট্ট ঘর থেকে পর্যবেক্ষণ করলো।
শিক্ষাঃ -
বর্তমান সময়ে আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা অন্য মুসলিমের বিপদে এগিয়ে আসতে চান না । তারা মনে করেন বিপদ আরেকজনের আমার তো কিছুই না ।
সুতরাং এই বিষয়ে আমি কথা বলবো না ।
কিন্তু তারা ভুলে যান মুসলমান সবাই একটা প্রাচীরের মত । যার এক অংশকে অপর অংশ শক্তিশালী করে ।
Comment