বিসমিল্লাহির রাহমানির রাহীম।
যে আল্লাহর বড়ত্ব ও মহত্বের প্রতি দৃষ্টি দিবে, সে তাঁর সম্মানিত বিষয়সমূহকে সম্মান করবে এবং তাঁর যথাযথ মূল্যায়ন করবে, তাঁর আদেশ- নিষেধকে বড় মনে করবে এবং তাঁর একটি ছোট অবাধ্যতাও তার কাছে ভারী মনে হবে। সে আল্লাহকে এমন ভয় করবে ;যেনো একটি আস্ত পাহাড় তার উপর পতিত হবে।
আমরা যদি আল্লাহর বড়ত্ব অনুধাবন করি, তাঁর প্রতি যে দাসত্ব, আনুগত্য ও বিনয় প্রদর্শন করা আবশ্যক ; তা উপলব্ধি করি এবং তাঁর যথাযথ হক বুঝতে সক্ষম হই; তাহলে আমরা নিজেদের মন থেকে বেশি বেশি হিসাব নিতে পারব। আমাদের প্রতি আল্লাহর নিয়ামতরাজি আমাদের পক্ষ থেকে তাঁর অবাধ্যতার পরিমাণ মিলিয়ে দেখতে পারব৷ এবং আমাদের প্রতি তাঁর হক ও আমরা আমাদের আখিরাতের জন্য কী অগ্রে প্রেরণ করেছি; তাও মিলিয়ে দেখতে পারব।
From যেমন ছিলেন তারা।
যে আল্লাহর বড়ত্ব ও মহত্বের প্রতি দৃষ্টি দিবে, সে তাঁর সম্মানিত বিষয়সমূহকে সম্মান করবে এবং তাঁর যথাযথ মূল্যায়ন করবে, তাঁর আদেশ- নিষেধকে বড় মনে করবে এবং তাঁর একটি ছোট অবাধ্যতাও তার কাছে ভারী মনে হবে। সে আল্লাহকে এমন ভয় করবে ;যেনো একটি আস্ত পাহাড় তার উপর পতিত হবে।
আমরা যদি আল্লাহর বড়ত্ব অনুধাবন করি, তাঁর প্রতি যে দাসত্ব, আনুগত্য ও বিনয় প্রদর্শন করা আবশ্যক ; তা উপলব্ধি করি এবং তাঁর যথাযথ হক বুঝতে সক্ষম হই; তাহলে আমরা নিজেদের মন থেকে বেশি বেশি হিসাব নিতে পারব। আমাদের প্রতি আল্লাহর নিয়ামতরাজি আমাদের পক্ষ থেকে তাঁর অবাধ্যতার পরিমাণ মিলিয়ে দেখতে পারব৷ এবং আমাদের প্রতি তাঁর হক ও আমরা আমাদের আখিরাতের জন্য কী অগ্রে প্রেরণ করেছি; তাও মিলিয়ে দেখতে পারব।
From যেমন ছিলেন তারা।
Comment