আমরা তো আর গান শুনি না বা নাটক দেখি না। এই কারণে মন ফ্রেশ রাখতে দাওয়াহ ফোরামে ভিজিট করি। ফোরামের পাখিদের কিচিরমিচির কলরবে মন ভরে যায়। এভাবেই ফোরামে এসে হৃদয়ের খোরাক অর্জিত হয়।
সমস্যা হলো লেখলেখি কেমন যেন কমে যাচ্ছে। অথচ ঈদের মৌসুমে লেখালেখি বাড়িয়ে দেয়ার কথা। ফোরামের মতো উত্তম একটা জায়গা থাকতে আমাদের কোনেভাবেই ঠিক হবেনা এর সঠিক ব্যবহার না করা। এখানে ফেসবুকের মতো নেই লৌকিকতা। সবার হৃদয় কোমল। সবাই পরস্পরকে নিজের সহোদরের মতো মহব্বত করে।
প্রিয় নুআইম আন নাহহাম ভাইয়া! দীর্ঘকাল যাবত আপনি লিখেন না। অথচ আপনার লেখাগুলো যেমন রুচিশীল ও মার্জিত ছিলো, তেমনি ছিলো আবেগ সৃষ্টিকারী। জানিনা আপনি কোথায় আছেন। এই আঁকুতিমালা সামনে পড়লে ফিরে আসার আবদার।
সুহৃদ আফ্রিদি! নিঃসন্দেহে আপনার লেখাগুলো যেমন উন্নতমানের তেমনি লেখার ফরম্যাট অসাধারণ। প্রিয় ভাই! আপনি ক্লান্ত হবেন না। কারণ, আপনি অনেক নীরব পাঠক তৈরি করেছেন যাদেরর হৃদয়ের পিপাসা মেটাতেও আপনার একটিভ থাকা দরকার।
ভাইয়া আহমাদ আফফান! আপনার 'আমরা কি পারবো সাহাবাদের পর শ্রেষ্ট প্রজন্ম হতে' শীর্ষক লেখার আঁকুতিগুলো এখনো হৃদয়ে গেঁথে আছে। আপনার আইডি-পাসওয়ার্ড ডিলেট হয়ে যাওয়ার বিষয়টা দুঃখজনক, কিন্তু আখি, আপনি মনোবল কমিয়ে দেবেন না। অন্য একটা আইডি খুলুন। হৃদয়ের ভালেবাসাটুকু উজাড় করে লিখুন।
মুহতারাম হাসান আব্দুস সালাম(হাফি), ফোরামে আপনার লেখাগুলো ছিলো মুক্তোঝরানো। যা পড়ার জন্য চাতক পাখির মতো তৃষ্ণাতুর থাকতাম। আপনার ফিরে আসার নিবেদন করছি।
ভাই আবু দানিয়েল উসামা! খেয়াল আছে, শাইখ জিয়াউল হক হাফিযাহুল্লাহকে নিয়ে আপনার লেখা দরদপূর্ণ চিঠিটি? ভুলিনি কিন্তু! আশা করি আপনার আঁকুতিপূর্ণ লিখাগুলো আবার কান্টিনিউ করবেন।
প্রিয় ভাই আবু আহমাদ! ফোরামে আসার পর থেকেই আপনাকে দেখে আসছি। নিঃসন্দেহে আমার ভালোবাসার মানুষদের একজন আপনি। আপনাকে আল্লাহ কবুল করুন।
মুনশী ভাই, মুরব্বী! আপনাকে জানাই ঈদের শুভেচ্ছা।
আরো অনেক মুখ-না-দেখা-নাম ও নাম-না-জানা-মুখ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে হৃদয় নিংড়ানো ভালোবাসা থেকে নিবেদন করবো নিজের মনের ভাবনা, অনুভূতিসমূহ ও জীবনের শিক্ষণীয় অভিজ্ঞতাগুলো ফোরামে শেয়ার করতে।
সমস্যা হলো লেখলেখি কেমন যেন কমে যাচ্ছে। অথচ ঈদের মৌসুমে লেখালেখি বাড়িয়ে দেয়ার কথা। ফোরামের মতো উত্তম একটা জায়গা থাকতে আমাদের কোনেভাবেই ঠিক হবেনা এর সঠিক ব্যবহার না করা। এখানে ফেসবুকের মতো নেই লৌকিকতা। সবার হৃদয় কোমল। সবাই পরস্পরকে নিজের সহোদরের মতো মহব্বত করে।
প্রিয় নুআইম আন নাহহাম ভাইয়া! দীর্ঘকাল যাবত আপনি লিখেন না। অথচ আপনার লেখাগুলো যেমন রুচিশীল ও মার্জিত ছিলো, তেমনি ছিলো আবেগ সৃষ্টিকারী। জানিনা আপনি কোথায় আছেন। এই আঁকুতিমালা সামনে পড়লে ফিরে আসার আবদার।
সুহৃদ আফ্রিদি! নিঃসন্দেহে আপনার লেখাগুলো যেমন উন্নতমানের তেমনি লেখার ফরম্যাট অসাধারণ। প্রিয় ভাই! আপনি ক্লান্ত হবেন না। কারণ, আপনি অনেক নীরব পাঠক তৈরি করেছেন যাদেরর হৃদয়ের পিপাসা মেটাতেও আপনার একটিভ থাকা দরকার।
ভাইয়া আহমাদ আফফান! আপনার 'আমরা কি পারবো সাহাবাদের পর শ্রেষ্ট প্রজন্ম হতে' শীর্ষক লেখার আঁকুতিগুলো এখনো হৃদয়ে গেঁথে আছে। আপনার আইডি-পাসওয়ার্ড ডিলেট হয়ে যাওয়ার বিষয়টা দুঃখজনক, কিন্তু আখি, আপনি মনোবল কমিয়ে দেবেন না। অন্য একটা আইডি খুলুন। হৃদয়ের ভালেবাসাটুকু উজাড় করে লিখুন।
মুহতারাম হাসান আব্দুস সালাম(হাফি), ফোরামে আপনার লেখাগুলো ছিলো মুক্তোঝরানো। যা পড়ার জন্য চাতক পাখির মতো তৃষ্ণাতুর থাকতাম। আপনার ফিরে আসার নিবেদন করছি।
ভাই আবু দানিয়েল উসামা! খেয়াল আছে, শাইখ জিয়াউল হক হাফিযাহুল্লাহকে নিয়ে আপনার লেখা দরদপূর্ণ চিঠিটি? ভুলিনি কিন্তু! আশা করি আপনার আঁকুতিপূর্ণ লিখাগুলো আবার কান্টিনিউ করবেন।
প্রিয় ভাই আবু আহমাদ! ফোরামে আসার পর থেকেই আপনাকে দেখে আসছি। নিঃসন্দেহে আমার ভালোবাসার মানুষদের একজন আপনি। আপনাকে আল্লাহ কবুল করুন।
মুনশী ভাই, মুরব্বী! আপনাকে জানাই ঈদের শুভেচ্ছা।
আরো অনেক মুখ-না-দেখা-নাম ও নাম-না-জানা-মুখ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে হৃদয় নিংড়ানো ভালোবাসা থেকে নিবেদন করবো নিজের মনের ভাবনা, অনুভূতিসমূহ ও জীবনের শিক্ষণীয় অভিজ্ঞতাগুলো ফোরামে শেয়ার করতে।
Comment