ইসলামি সভ্যতার ক্ষেত্রে আকিদার প্রয়োজনীয়তা।
সত্যবাদী মুজাহিদ হচ্ছে যারা প্রথমেই নিজের মধ্যে দৃঢ়ভাবে ইসলামি আকিদাকে ধারণ করে,যাতে শত্রুর বিরুদ্ধে যোদ্ধাবাজ পবিত্র অন্তর নিয়ে বিজয়ী হতে পারে।"
মানুষ অনেক সময়ই বিজয়,নতুন ইতিহাস রচনা বা নতুন সভ্যতা রচনা করার ক্ষেত্রে মূল জিনিসকে এড়িয়ে চলে।বিজয়,সভ্যতার বিনির্মাণ সবকিছুই আকিদা নির্ভর।আর প্রযুক্তি,জ্ঞান-বিজ্ঞান শুধু ঐ সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়।এ ব্যাপারে শাইখ নাসির আল ফাহাদের উত্তম একটা বিবৃতি আছে।তিনি বলেন
"ইসলাম সেই সময়ে রোমান এবং পারস্য সাম্রাজ্যের উপর বিজয়ী হয়েছে যখন তারা উন্নতির শিখরে অবস্থান করছিলো।অন্যদিকে মুসলিমরা জ্ঞান,বিজ্ঞান,প্রযুক্তি সবদিক থেকেই শত্রুদের থেকে হাজারগুণ পিছিয়ে ছিল।এই বিজয়ের একমাত্র কারণ মুসলমানদের দৃঢ় বিশ্বাস,রাসুলুল্লাহ সাঃ এর আদর্শ,আবু বকরের দৃঢ়তা,উমার রাঃ এর নেতৃত্ব,সাহসিকাতা,আবু হুরায়রা রাঃ এর হাদিস,ইবনে আব্বাস রাঃ এর মত মুফাচ্ছির এবং খালিদ বিন ওয়ালিদের মত সাহসী কমান্ডার।ইসলাম কখনোই আল ফারাবি,আল বেরুনী,ইবনে সিনা বা রসায়ন এবং জ্যোতির্বিজ্ঞানের সাহায্যে বিজয় লাভ করেনি।"
ইউরোপীয় ঐতিহাসিকগণও একই কথায় লিখেছেন "রোম,পারস্যের উপর বিজয়ের একমাত্র কারণ আরবের মুসলমানদের তাদের নবি সাঃ এর উপর নাজিলকৃত ধর্মের উপর দৃঢ় বিশ্বাস।"
আর এটাই বাস্তব।মুসলমানরা কখনো অস্ত্র এবং সংখ্যাধিক্যে বিজয় লাভ করেনি।বরং তারা সত্য দ্বীনের শিক্ষাকে অন্তর ও বাহ্যিক আমলে রূপান্তরের মাধ্যমে বিজয়ী হয়েছেন।কিন্তু যখন থেকেই তারা তাওহীদকে ছেড়ে দিয়েছে,তখন থেকেই তাদের পরাজয় এবং লাঞ্চনার যুগ শুরু হয়েছে।যদিও জ্ঞান-বিজ্ঞানে মুসলমানেরা কখনোই পিছিয়ে পড়েনি।কিন্তু আকিদার উপর দৃঢ়তাহীন বিজ্ঞান,প্রযুক্তি,অস্ত্র,অর্থ মুসলমানদের কোনো কাজেই লাগেনি।
আক্বিদার উপর দৃঢ়তা বিজয়ের পূর্বশর্ত।
লেখক হারিস আল আদনান
সত্যবাদী মুজাহিদ হচ্ছে যারা প্রথমেই নিজের মধ্যে দৃঢ়ভাবে ইসলামি আকিদাকে ধারণ করে,যাতে শত্রুর বিরুদ্ধে যোদ্ধাবাজ পবিত্র অন্তর নিয়ে বিজয়ী হতে পারে।"
মানুষ অনেক সময়ই বিজয়,নতুন ইতিহাস রচনা বা নতুন সভ্যতা রচনা করার ক্ষেত্রে মূল জিনিসকে এড়িয়ে চলে।বিজয়,সভ্যতার বিনির্মাণ সবকিছুই আকিদা নির্ভর।আর প্রযুক্তি,জ্ঞান-বিজ্ঞান শুধু ঐ সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়।এ ব্যাপারে শাইখ নাসির আল ফাহাদের উত্তম একটা বিবৃতি আছে।তিনি বলেন
"ইসলাম সেই সময়ে রোমান এবং পারস্য সাম্রাজ্যের উপর বিজয়ী হয়েছে যখন তারা উন্নতির শিখরে অবস্থান করছিলো।অন্যদিকে মুসলিমরা জ্ঞান,বিজ্ঞান,প্রযুক্তি সবদিক থেকেই শত্রুদের থেকে হাজারগুণ পিছিয়ে ছিল।এই বিজয়ের একমাত্র কারণ মুসলমানদের দৃঢ় বিশ্বাস,রাসুলুল্লাহ সাঃ এর আদর্শ,আবু বকরের দৃঢ়তা,উমার রাঃ এর নেতৃত্ব,সাহসিকাতা,আবু হুরায়রা রাঃ এর হাদিস,ইবনে আব্বাস রাঃ এর মত মুফাচ্ছির এবং খালিদ বিন ওয়ালিদের মত সাহসী কমান্ডার।ইসলাম কখনোই আল ফারাবি,আল বেরুনী,ইবনে সিনা বা রসায়ন এবং জ্যোতির্বিজ্ঞানের সাহায্যে বিজয় লাভ করেনি।"
ইউরোপীয় ঐতিহাসিকগণও একই কথায় লিখেছেন "রোম,পারস্যের উপর বিজয়ের একমাত্র কারণ আরবের মুসলমানদের তাদের নবি সাঃ এর উপর নাজিলকৃত ধর্মের উপর দৃঢ় বিশ্বাস।"
আর এটাই বাস্তব।মুসলমানরা কখনো অস্ত্র এবং সংখ্যাধিক্যে বিজয় লাভ করেনি।বরং তারা সত্য দ্বীনের শিক্ষাকে অন্তর ও বাহ্যিক আমলে রূপান্তরের মাধ্যমে বিজয়ী হয়েছেন।কিন্তু যখন থেকেই তারা তাওহীদকে ছেড়ে দিয়েছে,তখন থেকেই তাদের পরাজয় এবং লাঞ্চনার যুগ শুরু হয়েছে।যদিও জ্ঞান-বিজ্ঞানে মুসলমানেরা কখনোই পিছিয়ে পড়েনি।কিন্তু আকিদার উপর দৃঢ়তাহীন বিজ্ঞান,প্রযুক্তি,অস্ত্র,অর্থ মুসলমানদের কোনো কাজেই লাগেনি।
আল হিদায়াহ মিডিয়া
Al HIDAYAH MEDIA
Al HIDAYAH MEDIA
পরিবেশিত
Presents
শিরোনাম
Titled
Titled
আক্বিদার উপর দৃঢ়তা বিজয়ের পূর্বশর্ত।
লেখক হারিস আল আদনান
সম্পূর্ণ PDF
Comment