সৌদি পুলিশ ৪৮ হাজার বিয়ারের ক্যান আটক করেছে যা পেপসির মোড়ক দিয়ে ঢাকা ছিল।
একটি পাচারকারী দল ৪৮ হাজার বিয়ার ক্যান নিয়ে সৌদি আরবের আল-বাহতা বর্ডার দিয়ে সৌদিতে পাচার করতে চেষ্টা করেছিল। তারা চালাকি করে বিয়ারের বোতলগুলো পেপসির মোড়ক দিয়ে ঢেকে দিয়েছিল কিন্তু তাদের প্রচেষ্টা ব্যার্থ হয়।
প্রথমে ট্রাকটাকে দেখে মনে হচ্ছিল পেপসির ক্যান দিয়েই বোঝাই করা কিন্তু পরিক্ষা করার পরে তাদের কৌশল ধরা পরে।
বর্ডারের প্রধান বলেন, পাচারকারীরা অভিনব কৌশলে পাচার করার চিন্তা করেছিল কিন্তু আমাদের লোকের সবসময়ই ধরার জন্য প্রস্তুত।
সুত্রঃ সৌদি গেজেট
একটি পাচারকারী দল ৪৮ হাজার বিয়ার ক্যান নিয়ে সৌদি আরবের আল-বাহতা বর্ডার দিয়ে সৌদিতে পাচার করতে চেষ্টা করেছিল। তারা চালাকি করে বিয়ারের বোতলগুলো পেপসির মোড়ক দিয়ে ঢেকে দিয়েছিল কিন্তু তাদের প্রচেষ্টা ব্যার্থ হয়।
প্রথমে ট্রাকটাকে দেখে মনে হচ্ছিল পেপসির ক্যান দিয়েই বোঝাই করা কিন্তু পরিক্ষা করার পরে তাদের কৌশল ধরা পরে।
বর্ডারের প্রধান বলেন, পাচারকারীরা অভিনব কৌশলে পাচার করার চিন্তা করেছিল কিন্তু আমাদের লোকের সবসময়ই ধরার জন্য প্রস্তুত।
সুত্রঃ সৌদি গেজেট
Comment