আমি আমার ক্রোধকে লাগাম পরিয়ে রেখেছি;
একটি সময়ের অপেক্ষায় -
যেদিন আমার হাতে খেলা করবে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র!
হয়ত সেদিন মরবো নাহয় মারবো।
প্রতিটি রক্তের হিস্যা নেবো।
এ হিস্যা, অত্যাচার আর নিপীড়নের
সকল মানবতার হিস্যা।
আমি আমার চোখকে সিক্ত করেছি
তাদের বয়ে যাওয়া রক্ত ধারায়
এই চোখ কখনো হবে না ক্লান্ত
এই হাত কখনো হবে না শ্রান্ত
যতদিন প্রতিশোধ আসবে না কাঙ্ক্ষিত;
আমি আমার আবেগকে পরিয়েছি শেকল
কণ্ঠকে করেছি রুদ্ধ
হাতে তুলে নিয়েছি রণতূর্য
শানিত করছি মজলুমদের আর্তনাদে।
ধরার যত জালিমরা বারাক তাদের জুলুম
এ জুলুম হবে ক্ষান্ত
সেদিন প্রতিটি রক্তের হিস্যা নেয়া হবে।
প্রতিটি রক্তের।
একটি সময়ের অপেক্ষায় -
যেদিন আমার হাতে খেলা করবে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র!
হয়ত সেদিন মরবো নাহয় মারবো।
প্রতিটি রক্তের হিস্যা নেবো।
এ হিস্যা, অত্যাচার আর নিপীড়নের
সকল মানবতার হিস্যা।
আমি আমার চোখকে সিক্ত করেছি
তাদের বয়ে যাওয়া রক্ত ধারায়
এই চোখ কখনো হবে না ক্লান্ত
এই হাত কখনো হবে না শ্রান্ত
যতদিন প্রতিশোধ আসবে না কাঙ্ক্ষিত;
আমি আমার আবেগকে পরিয়েছি শেকল
কণ্ঠকে করেছি রুদ্ধ
হাতে তুলে নিয়েছি রণতূর্য
শানিত করছি মজলুমদের আর্তনাদে।
ধরার যত জালিমরা বারাক তাদের জুলুম
এ জুলুম হবে ক্ষান্ত
সেদিন প্রতিটি রক্তের হিস্যা নেয়া হবে।
প্রতিটি রক্তের।
Comment