আযাদীর গান
দ্দ্বীন বিজয়ের আনতে প্রভাত , রঞ্জিত কর দাজলা-ফুরাত।
রুখতে জালিম হানতে আঘাত, একসাথে সব রাখ হাতেহাত।
বিশ্বাসীরা গর্জে উঠুক, বিশ্বে আবার শান্তি আনুক।
লক্ষ্য মায়ের আর্ত থামুক, মাজলুমানের বিজয় আসুক।
রণাঙ্গনে দাওরে সাড়া , পরাও ওদের হস্তে কড়া।
বীর সেনাদল দাও মহড়া, সান্ত্রী জাগ দাও পাহাড়া।
যুদ্ধ পানে চল রনবীর , আন কেটে সব উদ্ধত শীর।
নীড় ভেঙ্গেছে বিশ্ব খুনির , নাম মুছে ফেল নষ্ট জাতীর।
ভাঙ্গরে কপাট বন্দীশালার , দে খুলে সব রুদ্ধ দুয়ার।
মুক্ত থাকুক জীবন সবার, পাক ফিরে সব ন্যাজ্যাধিকার।
গড়তে সবার সর্গ জীবন, নাও মেনে নাও ঐশী শাসন।
সুপ্ত হবে তপ্ত ভূবন, বিশ্ব হবে পুষ্প কানন।
রুখতে জালিম হানতে আঘাত, একসাথে সব রাখ হাতেহাত।
বিশ্বাসীরা গর্জে উঠুক, বিশ্বে আবার শান্তি আনুক।
লক্ষ্য মায়ের আর্ত থামুক, মাজলুমানের বিজয় আসুক।
রণাঙ্গনে দাওরে সাড়া , পরাও ওদের হস্তে কড়া।
বীর সেনাদল দাও মহড়া, সান্ত্রী জাগ দাও পাহাড়া।
যুদ্ধ পানে চল রনবীর , আন কেটে সব উদ্ধত শীর।
নীড় ভেঙ্গেছে বিশ্ব খুনির , নাম মুছে ফেল নষ্ট জাতীর।
ভাঙ্গরে কপাট বন্দীশালার , দে খুলে সব রুদ্ধ দুয়ার।
মুক্ত থাকুক জীবন সবার, পাক ফিরে সব ন্যাজ্যাধিকার।
গড়তে সবার সর্গ জীবন, নাও মেনে নাও ঐশী শাসন।
সুপ্ত হবে তপ্ত ভূবন, বিশ্ব হবে পুষ্প কানন।
কবি মুকিত খান
Comment