ক্ষমা করতে শিখুন।
একজন আর্দশ মুমিন তার ভাইকে ক্ষমা করে দেয়, কখনো মনে ক্ষোভ চলে এলেও নিজেকে নিয়ন্ত্রণ করে। ক্ষমা করার বিনিময় সে আল্লাহ তায়ালার কাছে ছাওয়াবের আশা রাখে। যারা আপন ভাইয়ের দোষ ক্ষমা করে আল্লাহ তায়ালা তাকে ভালবাসেন আল্লাহ তায়ালা বলেন,
وَالکاضِمِينَ الغَيض وَالعافِينَ عَنِ النَّاسِ وَاللّهُ يُحِبُّ المُحسِنِينَ
যারা নিজেদের রাগ সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে তারা সৎর্কমশীল আর আল্লাহ সৎর্কমশীলদের ভালোবাসেন (সুরা আলে ইমরান ৩:১৩৪)
আনেক(অনেক) সময় মানুষ রাগকে সংবরণ করে ফেলে, কিন্তু হিংসা বিদ্বেষের আগুন তার হৃদয়ে দাউ দাউ করে জ্বলে উঠে, যা পরে শত্রুতার পরিণত হয় প্রকাশ্য রাগ পরিণত হয় গোপন বিদ্বেষ। অথচ শত্রুতা ও হিংসা বিদ্বেষের চেয়ে রাগ তুলনা মূলক ভালো।প্রকৃত মুসলিম রাগ সংবরণ করার সাথে সাথে, ভাইকে ক্ষমাও করে দেয়। ফলে তার ভিতর হিংসা বিদ্বেষ ও শত্রুতা বাসা বাঁধতে পারে না।
প্রিয় ভাই! আপনি যখন রেগে যান তখন আপনার মনের উপর একটি ভারি বোঝা চেপে বসে। এবং ক্ষোধের আগুন আপনার ভিতরটাকে পুড়িয়ে ফেলতে চায়,কিন্তু আপনি যদি উদার মনে আপনার ভাইকে ক্ষমা করে দেন, তবে আপনার মন এমনিতেই হালকা হয়ে যায় আপনার মনে প্রশান্তি ফিরে আসবে।
হাদিসে মুমিন ভাইকে ক্ষমা করে দেওয়ার অনেক ফজিলত এসেছে সহিহ মুসলিমে রসূল(সা ইরশাদ করেন,
وَماَزَادَاللّهُ عَبدًابَعفوٍ الّاعِزًا وَمَاتَوَاضَعَ أَحَدٌللّه إلّا رَفَعَهُ اللّهُ
কেউ কাউকে ক্ষমা করে দিলে তাঁর বিনিময়ে আল্লাহ তায়ালা তাঁর সম্মান বাড়িয়ে দেন এবং কেউ কারও প্রতি আল্লাহর জন্য বিনয় প্রদর্শন করলে আল্লাহ তায়ালা তার মর্যাদা বৃদ্বি করে দেন। (মুসলিম ২৫৮৮)
একজন আদর্শ মুমিনের অন্তরে হিংসা বিদ্বেষের কোন স্থান নেই,আল্লাহর ক্ষমাও ভালবাসা পাওয়ার জন্য, সে উদার মনে তাঁর মুমিন ভাইদেরকে ক্ষমা করে দেয়।মুসলিম ভাইয়ের দেওয়া কষ্ট অকাতরে সহ্য করে, আখেরাতে পুরষ্কারের আশায় সবর করে,আল্লাহ তায়ালা বলেন,
وَلَمَن صَبَرَ وَغَفَرَ إنَّ ذَلِكَ لَمِن عَزمِ الأُمُورِ
আর যে সবর করে এবং ক্ষমা করে তা-নিশ্চয় দৃঢ়সংকল্পের কাজ। (সুরা শুরা ৪২:৪৩)
প্রিয় ভাই! কত দিনের-ই বা দুনিয়া কখন কার ডাক এসে যায় বলা তো যায় না। কেন আপনি একজন ভাইয়ের প্রতি অনর্থক রাগ পুষে রাখবেন, সবাইকে উদার মনে ক্ষমা করে দিন।নিজেকে ভার মুক্ত করুন,আপনার মুমিন ভাইদের প্রাণ ভরে ভালোবাসুন। আল্লাহ তায়ালা সকল মুমিন ভাইকে ক্ষমার গুণ অর্জন করার তাওফিক দিন, মুসলিমদের মধো পারস্পরিক ভালবাসা ও হৃদ্যতা সৃষ্টি করে দিন ইয়া রব্বাল আলামিন।
একজন আর্দশ মুমিন তার ভাইকে ক্ষমা করে দেয়, কখনো মনে ক্ষোভ চলে এলেও নিজেকে নিয়ন্ত্রণ করে। ক্ষমা করার বিনিময় সে আল্লাহ তায়ালার কাছে ছাওয়াবের আশা রাখে। যারা আপন ভাইয়ের দোষ ক্ষমা করে আল্লাহ তায়ালা তাকে ভালবাসেন আল্লাহ তায়ালা বলেন,
وَالکاضِمِينَ الغَيض وَالعافِينَ عَنِ النَّاسِ وَاللّهُ يُحِبُّ المُحسِنِينَ
যারা নিজেদের রাগ সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে তারা সৎর্কমশীল আর আল্লাহ সৎর্কমশীলদের ভালোবাসেন (সুরা আলে ইমরান ৩:১৩৪)
আনেক(অনেক) সময় মানুষ রাগকে সংবরণ করে ফেলে, কিন্তু হিংসা বিদ্বেষের আগুন তার হৃদয়ে দাউ দাউ করে জ্বলে উঠে, যা পরে শত্রুতার পরিণত হয় প্রকাশ্য রাগ পরিণত হয় গোপন বিদ্বেষ। অথচ শত্রুতা ও হিংসা বিদ্বেষের চেয়ে রাগ তুলনা মূলক ভালো।প্রকৃত মুসলিম রাগ সংবরণ করার সাথে সাথে, ভাইকে ক্ষমাও করে দেয়। ফলে তার ভিতর হিংসা বিদ্বেষ ও শত্রুতা বাসা বাঁধতে পারে না।
প্রিয় ভাই! আপনি যখন রেগে যান তখন আপনার মনের উপর একটি ভারি বোঝা চেপে বসে। এবং ক্ষোধের আগুন আপনার ভিতরটাকে পুড়িয়ে ফেলতে চায়,কিন্তু আপনি যদি উদার মনে আপনার ভাইকে ক্ষমা করে দেন, তবে আপনার মন এমনিতেই হালকা হয়ে যায় আপনার মনে প্রশান্তি ফিরে আসবে।
হাদিসে মুমিন ভাইকে ক্ষমা করে দেওয়ার অনেক ফজিলত এসেছে সহিহ মুসলিমে রসূল(সা ইরশাদ করেন,
وَماَزَادَاللّهُ عَبدًابَعفوٍ الّاعِزًا وَمَاتَوَاضَعَ أَحَدٌللّه إلّا رَفَعَهُ اللّهُ
কেউ কাউকে ক্ষমা করে দিলে তাঁর বিনিময়ে আল্লাহ তায়ালা তাঁর সম্মান বাড়িয়ে দেন এবং কেউ কারও প্রতি আল্লাহর জন্য বিনয় প্রদর্শন করলে আল্লাহ তায়ালা তার মর্যাদা বৃদ্বি করে দেন। (মুসলিম ২৫৮৮)
একজন আদর্শ মুমিনের অন্তরে হিংসা বিদ্বেষের কোন স্থান নেই,আল্লাহর ক্ষমাও ভালবাসা পাওয়ার জন্য, সে উদার মনে তাঁর মুমিন ভাইদেরকে ক্ষমা করে দেয়।মুসলিম ভাইয়ের দেওয়া কষ্ট অকাতরে সহ্য করে, আখেরাতে পুরষ্কারের আশায় সবর করে,আল্লাহ তায়ালা বলেন,
وَلَمَن صَبَرَ وَغَفَرَ إنَّ ذَلِكَ لَمِن عَزمِ الأُمُورِ
আর যে সবর করে এবং ক্ষমা করে তা-নিশ্চয় দৃঢ়সংকল্পের কাজ। (সুরা শুরা ৪২:৪৩)
প্রিয় ভাই! কত দিনের-ই বা দুনিয়া কখন কার ডাক এসে যায় বলা তো যায় না। কেন আপনি একজন ভাইয়ের প্রতি অনর্থক রাগ পুষে রাখবেন, সবাইকে উদার মনে ক্ষমা করে দিন।নিজেকে ভার মুক্ত করুন,আপনার মুমিন ভাইদের প্রাণ ভরে ভালোবাসুন। আল্লাহ তায়ালা সকল মুমিন ভাইকে ক্ষমার গুণ অর্জন করার তাওফিক দিন, মুসলিমদের মধো পারস্পরিক ভালবাসা ও হৃদ্যতা সৃষ্টি করে দিন ইয়া রব্বাল আলামিন।
Comment