বিসমিল্লাহ, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসুলিল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন -
যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধন সম্পদ ব্যয় করে, তার উদাহরণ একটি বীজের মত, যা থেকে সাতটি শীষ জন্মায়। প্রত্যেকটি শীষে একশ করে দানা থাকে। আল্লাহ অতি দানশীল, সর্বজ্ঞ। যারা স্বীয় ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, আর ব্যয় করার পর সে অনুগ্রহের কথা প্রকাশ করে না এবং কষ্টও দেয় না, তাদেরই জন্যে তাদের পালনকর্তার কাছে রয়েছে পুরস্কার এবং তাদের কোন আশংকা নেই, তারা চিন্তিতও হবে না। (সূরা বাকারা: ২৬১-২৬২)
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন -
যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধন সম্পদ ব্যয় করে, তার উদাহরণ একটি বীজের মত, যা থেকে সাতটি শীষ জন্মায়। প্রত্যেকটি শীষে একশ করে দানা থাকে। আল্লাহ অতি দানশীল, সর্বজ্ঞ। যারা স্বীয় ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, আর ব্যয় করার পর সে অনুগ্রহের কথা প্রকাশ করে না এবং কষ্টও দেয় না, তাদেরই জন্যে তাদের পালনকর্তার কাছে রয়েছে পুরস্কার এবং তাদের কোন আশংকা নেই, তারা চিন্তিতও হবে না। (সূরা বাকারা: ২৬১-২৬২)
মুসলিম উম্মাহর সম্মানিত মা ও বোনেরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহ মাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আজকে আমার এই চিঠি দ্বীনের সম্মানিতা মা বোনদের উদ্দেশ্যে পেশ করা। আল্লাহই তাউফিক দাতা। কি নিয়ে আমার এই চিঠি?
চিঠির বিষয়টি হচ্ছে – “ইনফাক ফি সাবিলিল্লাহ”।
আসুন কুরআনের আলোকে “ইনফাক ফি সাবিলিল্লাহ” এর গুরুত্ত জেনে নেই।
ডাউনলোড
ওয়ার্ড ফাইল
পি ডি এফ ফাইল
Comment