Announcement

Collapse
No announcement yet.

'চোখের পানি'-কোনো সাধারণ পানি নয়।

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 'চোখের পানি'-কোনো সাধারণ পানি নয়।

    'চোখের পানি' — কোনো সাধারন পানি নয়!
    .
    চোখের পানি নিয়ে উইলিয়াম ফ্রে নামে একজন বিজ্ঞানী প্রায় ১৫ বছর গবেষণা করেছেন। গবেষণা শেষে তিনি বলেছেন,
    .
    চোখের পানি কোনো সাধারণ কিছু নয়।
    .
    — এটি পানি, শ্লেষ্মা, তেল, ইলেক্ট্রোলাইট-এর এক জটিল মিশ্রণ।
    — এটি ব্যাকটেরিয়া প্রতিরোধী, যা চোখকে ইনফেকশন থেকে রক্ষা করে।
    — এটি কর্নিয়াকে মসৃণ করে, যা পরিষ্কার দৃষ্টির জন্য অত্যাবশ্যকীয়।
    — এটি কর্নিয়াকে যথেষ্ট আর্দ্র রাখে এবং অক্সিজেন সরবরাহ দেয়।
    — এটি চোখের জন্য ওয়াইপার হিসেবে কাজ করে, যা চোখকে ধুয়ে ধুলোবালি থেকে পরিষ্কার করে।
    .
    চোখের পানি যদি শুধুই পানি হতো, তাহলে তা ঘর্ষণের কারণে চোখ শুকিয়ে জ্বালা পোড়া করত। শীতকালে তাপমাত্রা শূন্য ডিগ্রি হলে পানি শুকিয়ে জমে বরফ হয়ে যেত! আবার চোখের পানি যদি শুধুই এক ধরনের তেল হতো, তাহলে তা চোখের ধুলাবালি পরিষ্কার না করে উলটো আরও ঘোলা করে দিত।
    .
    চোখের পানির মধ্যে প্রকৃতির লক্ষ উপাদান থেকে এমন বিশেষ কিছু উপাদান ব্যবহার করা হয়েছে, যার এক বিশেষ মিশ্রণ একই সাথে পরিষ্কার, মসৃণ এবং জীবাণু মুক্ত করতে পারে এবং অক্সিজেন সরবরাহ করতে পারে।
    .
    চোখের পানির এই ব্যাপারটা চিন্তা করলেই আল্লাহ্'র প্রতি কৃতজ্ঞতায় মস্তক অবনত হয়ে যায়।
    .
    সুবহানাল্লাহ্!
    .
    এক চোখের পানিতেই আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা কত-শত অনুগ্রহ দেখিয়েছেন, কত সুক্ষ্ম, কত পরিকল্পনা করে সৃষ্টি করেছেন! একটু উনিশ থেকে বিশ হলেই ঘ্যাচাং! ভাবনার মোড়কে আটকানো অসম্ভব!
    .
    সুবহানাল্লাহ্*! আলহামদুলিল্লাহ! আল্লাহু আকবার!
    .
    فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
    .
    "অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?" [সূরাহ আর-রহমান,আয়াত : ১৩]
    সংগৃহীত.
    ইসলামের জন্যে এমন লোকদের প্রয়োজন, যারা এই দ্বীনকে আঁকড়ে ধরে থাকবে।
    =আল্লামা জুনাঈদ বাবুনগরী হাঃফিঃ

  • #2
    সুবহানাল্লাহ! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার নি'আমতের পরিপূর্ণ মূল্যায়ন করার তাওফিক দান করুন,আমীন।
    বিবেক দিয়ে কোরআনকে নয়,
    কোরআন দিয়ে বিবেক চালাতে চাই।

    Comment


    • #3
      সুবহানাল্লাহ ৷ আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে অন্তরে আল্লাহর বড়ত্বই বৃদ্ধি পায় ৷
      আল্লাহ আমাদেরকে তার নিয়ামতের কদর করার তাওফিক দান করুক ৷ আমীন ৷
      আমি জঙ্গি, আমি নির্ভীক ৷
      আমি এক আল্লাহর সৈনিক ৷

      Comment

      Working...
      X