vai burtumane bramunbariai aomilg kokorera akrumon calace!!! vai dueakurekeo bagla koron !!!!!!!!!!!!!!!!
Announcement
Collapse
No announcement yet.
mosafir2
Collapse
X
-
ব্রাহ্মণবাড়িয়ায় বড় মাদ্রসায় ছাত্রলীগের হামলা: হাফেজ নিহত, বিজিবি মোতায়েন
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় ছাত্রলীগ সশস্ত্র হামলা চালিয়েছে। এতে হেদায়াতুন্নাহু জামাতের (শ্রেণীর) ছাত্র হাফেজ মাসউদ আহমদ নিহত হয়েছেন। এ ছাড়াও অর্ধশতাধিক মাদ্রাসা ছাত্রসহ সাংবাদিক-পুলিশ-এলাকাবাসীও আহত হয়েছেন।
সোমবার বিকালে শহরের রেলগেট এলাকার জেলা পরিষদ মার্কেটের বিজয় টেলিকমের মালিক ও সরকার দলীয় সন্ত্রাসী রনি আহমেদ জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্র মোশাররফকে মারধর করে।
এ ঘটনার খবর পেয়ে একদল মাদ্রাসা ছাত্ররা বিজয় টেলিকমে গিয়ে একজন তালবে এলেমের গায়ে হাত তোলার দুঃসাহসের কৈফিয়ত তলব করে। তখন আশেপাশের দোকানদার নিয়ে রনি মাদ্রাসা ছাত্রদের উপর আক্রমণ চালায় এবং অশ্লীল গালাগাল করে। তখন মাদ্রাসা ছাত্ররা রনিকে কয়েকটি থাপ্পড় দেয়।
এ ঘটনার পরপরই পার্শ্ববর্তী শিমরাইলকান্দি থেকে ছাত্রলীগের সশস্ত্র ক্যাডারদের নিয়ে জামিয়া ইউনুছিয়া মাদ্রাসা ঘেরাও করে গুলি ও ককটেল ছুড়তে থাকে৷ এ সময় সন্ত্রাসী হামলা থেকে নিরস্ত্র মাদ্রাসা ছাত্রদের প্রাণ বাঁচাতে মাদ্রাসার মাইক থেকে এলাকাবাসীর সাহায্য চাওয়া হলে কান্দিপাড়ার জনসাধারণ মাদ্রাসা রক্ষায় ছুটে আসে। তখন জনরোষ থেকে ছাত্রলীগকে রক্ষায় পুলিশ এলাকাবাসীদের ধাওয়া করে। পুলিশ মাদ্রাসা লক্ষ্য করে টিয়ার গ্যাস, রাবার বুলেট ও গুলি ছোঁড়ে বলেও স্থানীয় একাধিত সূত্রের দাবি।
জানা গেছে, সংঘর্ষ চলার সময় দেশটিভির মাসুক হৃদয়, এসএ টিভির মনিরুজ্জামান পলাশ ও একুশে টিভির মীর শাহীন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামিয়া ইউনুছিয়া মাদ্রাসা সংলগ্ন টিএ রোডে ছাত্রলীগের নেতাকর্মীরা সমবেত হয়। টিএ রোড-মাদ্রাসা রোডে অর্ধশত হাতবোমার বিস্ফোরণ, বাড়িঘরে ইটপাটকেল নিক্ষেপের মধ্যদিয়ে আক্রমণ শুরু করে তারা। এতে এলাকার নারী-শিশুরা আতংকিত হয়ে পড়ে। এ সময় বেশ কিছু বাড়ির জানালার কাচ ভাংচুর করা হয়।
একপর্যায়ে মাদ্রাসাছাত্ররা মাদ্রাসা বিল্ডিং, আশপাশের ছাদে ওঠে ইটপাটকেল নিক্ষেপ করে ছাত্রলীগকে প্রতিহত করার চেষ্টা করে।
রাত ১১টার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হয় বলে জানিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, সংঘর্ষে ২০ জনেরও বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত কনস্টেবল রাজিব চন্দ্র দাশকে ঢাকায় পাঠানো হয়েছে।
সংঘর্ষে থানার এএসপি তাপস রঞ্জন ঘোষ, পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন, কনস্টেবল মো. সামদানি, মিজানুর রহমান, রাজিব মিয়াও আহত হন বলেও জানান ওসি।
এই তাগুত পত্রিকায় সংবাদটি প্রকাশের পর মুসলিমদের মন্তব্য
Masud Miah ·
Narayanganj University College
ভাই নায়ক সুলতান ও আবদুল হাননান ভাই মুখে আর লিখলে হবে না।আমাদের সকল মুসলমান ভাইদের সাথে এর মোকাবিলা করতে হবে।কেননা আসতে আসতে আরও ভয়াবহ রুপ ধারন করবে।আর বেশি দিন নায় মনে হয় বাংলাদেশ থেকে সব মাদরাসা বনদ করে দিবে।
Like · Reply · 49 mins
Mohammad Rahman ·
Kazi Azimuddin College 1992
85% muslim live in Bangladesh. Don't forget that. When all muslim start take action than no one can save the fucker leeg. Be minded that.
Like · Reply · 57 mins
Star Plus
পি্রয় দেশবাসি বলুনত জংগি কেনতৈয়ার হয় ।এখন পর্শ্ন মন্তি্র আসাদুজ্জামান মহোদয়ের কাছে বলুনত জংগি কেন তৈয়ার হয় । উত্তর মহোদয় আপারা ইচছা করেই জংগি তৈয়ার করছেন ।যে নিরিহ হাফেজের হত্তা কারি আওয়ামি কেডার ওপুলিশ কেডার অর্থাত কোর্সেডার দের নিসন্দেহে যেন কিছুই হবেনা এটা নিশ্চিত্ ।কিন্তু জংগি তৈয়ার হবে এটাও নিশ্চিত । এতে আমাদের দেশের পরিনতি ও হবে ভয়াবহ ।অনুরোধ করছি আল্লারওয়াস্তে আমাদেরকে শান্তি দিন । আর এরসাথে এই ছাএ হাফেজকে আল্লাহ তায়ালা শাাহাদাত্ দান করূন আমীন ।
Like · Reply · 2 · 1 hr
Star Plus
যেকনো মূলে্ল হত্তাকারিদেরকে নির্মূল করাহোক
Like · Reply · 1 · 2 hrs
Mohammad Shorif ·
Works at Facebook
আল্লাহর গজপ পরবে আমি বাবাহিনির ওপর
Like · Reply · 2 hrs
মুহাম্মদ এনায়েত উললাহ মজুমদার ·
Works at Islami andolon bangladesh
আললাহ র লানত
Like · Reply · 2 hrs
জান বাজ হৃদয় ·
Studying at Student
joy kutta joy gura...... ter mane bangldeshe taslimader kukur bibaho na holeo awamiligei hajer hajer kuttar bassa ase...
Like · Reply · 2 · 3 hrs
Abdul Latif ·
BCC
হে আল্লাহ! এই জালিমদের তুমি ধ্বংস কর।এদের প্রতিহত করার জন্য আমাদের শক্তি ও সাহস দাও । আমার ভাই মাসুদকে শোহাদায়ে মর্যাদা দাও!
Like · Reply · 3 · 3 hrs
Reza Mahmud ·
Works at Jamia madania baridhara
Allah awamiligke hedayet dawdawdaw
Like · Reply · 1 · 5 hrs
Elias Binnajem
হে আল্লাহ! এই জালিমদের তুমি ধ্বংস কর।এদের প্রতিহত করার জন্য আমাদের শক্তি ও সাহস দাও । আমার ভাই মাসুদকে শোহাদায়ে উহুদের মর্যাদা দাও!
Comment
Comment