কাল আমি আপনি এর মেহমান হবো
প্রিয় আলেম উলামা ও তরুণ তুলাবা!
প্রকৃতিও আজ গেয়ে যাচ্ছে অনাকাংখিত বিচ্ছেদের মর্ম। আবার ফেলে আসা সোনালী দিনগুলোর মধুময় স্মৃতি ও আনন্দঘন মুহূর্তের কুসুম বেদনা। মুহাম্মাদের সাথে ঘটে যাওয়া দৃশ্যগুলো মনের পর্দায় ভেসে উঠে, আখি যুগলকে অশ্রু সিক্ত করে দিচ্ছে, আবার কেন জানি শরীরটাও ভয়ে থরথর করে কাঁপছে, ভাষা নেই মনকে সান্ত্বনা দেবার, কলমে কালি নেই লিখে প্রকাশ করার, এতই বেদনা! এতই যন্ত্রণা!
কথায় বলে,
কোথা যেন শূন্যতা নিঃশব্দে ক্রন্দন,
ঘুমাবো কি করে হুহু করে মন,
অসহনীয় চাপা বেদনায় মনের সোনালী আকাশ ছেয়ে গেছে বিষাদের কালো ছায়ায়।
এ ক্লান্তিলগ্নেও কি সজাগ হবে না আলেম উলামা, তরুণ তুলাবা? গুম, হত্যা, নির্যাতন জালিমদের নিত্যদিনের শোভা হয়ে দাঁড়িয়েছে। ৫৬ হাজার বর্গমাইলের এ রাষ্ট্রটি আজ অন্ধকার প্রকোষ্ঠে রুপান্তরিত হয়েছে, তার ভিতর থেকে আলিমকে জালিম বানিয়ে, তরুণকে ইমানবিহীন বানিয়ে, যুবতীকে নর্তকি বানিয়ে ছেড়ে দেয়ার প্রাণপ্রণ চেষ্টা চালাচ্ছে।
চেষ্টার উন্নতিও ঘটছে বটে, আজ বাবুনগরী, কাল মামুনুল, এর ভিতরে আবার রফিকুল এ প্রকোষ্ঠের মেহমান হচ্ছে।
কবি ভাষায়,,
মিছে এই জীবনের রংধনুটা,
মুছে যাবে একদিন জেনে নাও।
থাকতে সময় খোদার রাহে,
নিজের জীবনটা সপে দাও।
যদি না হয় তা,,কাল আমি আপনি এর মেহমান হবো।
সন্দেহের কোন অবকাশ নেই।
প্রিয় আলেম উলামা ও তরুণ তুলাবা!
প্রকৃতিও আজ গেয়ে যাচ্ছে অনাকাংখিত বিচ্ছেদের মর্ম। আবার ফেলে আসা সোনালী দিনগুলোর মধুময় স্মৃতি ও আনন্দঘন মুহূর্তের কুসুম বেদনা। মুহাম্মাদের সাথে ঘটে যাওয়া দৃশ্যগুলো মনের পর্দায় ভেসে উঠে, আখি যুগলকে অশ্রু সিক্ত করে দিচ্ছে, আবার কেন জানি শরীরটাও ভয়ে থরথর করে কাঁপছে, ভাষা নেই মনকে সান্ত্বনা দেবার, কলমে কালি নেই লিখে প্রকাশ করার, এতই বেদনা! এতই যন্ত্রণা!
কথায় বলে,
কোথা যেন শূন্যতা নিঃশব্দে ক্রন্দন,
ঘুমাবো কি করে হুহু করে মন,
অসহনীয় চাপা বেদনায় মনের সোনালী আকাশ ছেয়ে গেছে বিষাদের কালো ছায়ায়।
এ ক্লান্তিলগ্নেও কি সজাগ হবে না আলেম উলামা, তরুণ তুলাবা? গুম, হত্যা, নির্যাতন জালিমদের নিত্যদিনের শোভা হয়ে দাঁড়িয়েছে। ৫৬ হাজার বর্গমাইলের এ রাষ্ট্রটি আজ অন্ধকার প্রকোষ্ঠে রুপান্তরিত হয়েছে, তার ভিতর থেকে আলিমকে জালিম বানিয়ে, তরুণকে ইমানবিহীন বানিয়ে, যুবতীকে নর্তকি বানিয়ে ছেড়ে দেয়ার প্রাণপ্রণ চেষ্টা চালাচ্ছে।
চেষ্টার উন্নতিও ঘটছে বটে, আজ বাবুনগরী, কাল মামুনুল, এর ভিতরে আবার রফিকুল এ প্রকোষ্ঠের মেহমান হচ্ছে।
কবি ভাষায়,,
মিছে এই জীবনের রংধনুটা,
মুছে যাবে একদিন জেনে নাও।
থাকতে সময় খোদার রাহে,
নিজের জীবনটা সপে দাও।
যদি না হয় তা,,কাল আমি আপনি এর মেহমান হবো।
সন্দেহের কোন অবকাশ নেই।
Comment