এক ভাই দ্বীনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। একদিন কথা প্রসঙ্গে তাকে বললাম, “আপনি তো অনেক ত্যাগ স্বীকার করেছেন, মাশাআল্লাহ!” তিনি বললেন, “ভাই, অন্য ভাইদের ত্যাগের ইতিহাস শোনার পর নিজের ত্যাগকে কিছুই মনে হয় না।”
আজ বিজয়ের দিনে আমি এসব কথা কেন বলছি? কারণ, এই বিজয় এসেছে এমনই লক্ষ প্রাণের ত্যাগের বিনিময়ে। আমি আমার সামনে দ্বীনের জন্য যে ত্যাগের উদাহরণ দেখেছি, তা-ই আমাকে অভিভূত করে। আর রক্ত, খুলি বিলিয়ে যারা বিজয় এনেছেন, যাদের ত্যাগের বিনিময়ে আজ আফগানিস্তানকে তার বৈধ শাসকগণ ফিরে পেতে যাচ্ছেন, যাদের রক্ত দিয়ে আজ ইসলামি পুনঃজাগরণের এক নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে, তাদের ত্যাগের ব্যাপারে চিন্তা করতেও যে সাহসের প্রয়োজন, সে সাহস আমি করতে পারি না।
আজ অনেক কথাই বলার ছিল। কিছু সমস্যার কারণে আর লিখতে পারছি না। বিজয়ের আনন্দ আর হারানো রত্নদের ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমাদের এই মাটিতেও যেন বিজয়ের স্বাদ আস্বাদন করতে পারি, এজন্য নিজের রক্ত-মাংশ যেন বিলিয়ে দিতে পারি, রবের দরবারে সেই কামনা করি।
আজ বিজয়ের দিনে আমি এসব কথা কেন বলছি? কারণ, এই বিজয় এসেছে এমনই লক্ষ প্রাণের ত্যাগের বিনিময়ে। আমি আমার সামনে দ্বীনের জন্য যে ত্যাগের উদাহরণ দেখেছি, তা-ই আমাকে অভিভূত করে। আর রক্ত, খুলি বিলিয়ে যারা বিজয় এনেছেন, যাদের ত্যাগের বিনিময়ে আজ আফগানিস্তানকে তার বৈধ শাসকগণ ফিরে পেতে যাচ্ছেন, যাদের রক্ত দিয়ে আজ ইসলামি পুনঃজাগরণের এক নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে, তাদের ত্যাগের ব্যাপারে চিন্তা করতেও যে সাহসের প্রয়োজন, সে সাহস আমি করতে পারি না।
আজ অনেক কথাই বলার ছিল। কিছু সমস্যার কারণে আর লিখতে পারছি না। বিজয়ের আনন্দ আর হারানো রত্নদের ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমাদের এই মাটিতেও যেন বিজয়ের স্বাদ আস্বাদন করতে পারি, এজন্য নিজের রক্ত-মাংশ যেন বিলিয়ে দিতে পারি, রবের দরবারে সেই কামনা করি।
Comment