Announcement

Collapse
No announcement yet.

New statement of ansar al islam !! (detailed version)

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • #16
    আলহামদুলিল্লাহ, সুন্নাহই সমাধান। এরই প্রমাণ মুরতাদ স্বরাষ্ট্রমন্ত্রী এর নীচের কথাগুলোঃ

    বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন, তবে কোনো ধর্মের উপর আঘাত দিয়ে লেখা সরকার সহ্য করে না।
    সমকামিতার বিষয়ে ধর্ম ও সমাজে ‘নিষেধ’ আছে জানিয়ে তার বিরোধিতাও করেছেন তিনি

    “আমরা বলেছি, অনেক ব্লগার ব্লগে লেখেন। দু’একজন ব্লগার যে সমস্ত কথা লেখেন, ধর্মের বিপক্ষে লেখেন, যেগুলো আমাদের সংবিধানে স্পষ্টভাবে নিষেধ আছে। সব মানুষ এখানে যার যার বিশ্বাস, যার যার ধর্ম নিয়ে থাকবে।কোনো বিশ্বাস, কোনো ধর্মের উপর এখানে আঘাত করতে পারবে না। এটা ক্রিমিনাল অফেন্স।”

    ব্লগে লেখালেখি নিয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক এক বক্তব্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি প্রধানমন্ত্রীর সেই মেসেজ আজকেও দিতে চাই যে তাদের (ব্লগার) লেখায় সংযত হওয়া উচিত। কোনো ব্লগ লেখক এ ধরনের লিখে দেশকে একটা পরিস্থিতির শিকার করবে, সেটা আমরা হতে দেব না।”

    জুলহাজ মান্নান সমকামীদের অধিকারের বিষয়ে সোচ্চার ছিলেন। সমকামী ও হিজড়াদের অধিকার আদায়ের লক্ষ্যে রূপবান নামে একটি সাময়িকী সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
    এর বিরোধিতা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আন -নেচারাল সেক্সের যে একটা আন্দোলন সৃষ্টি করার প্রয়াস পাচ্ছে। এটা আমাদের ধর্মে, আমাদের সমাজে নিষেধ রয়েছে। এটা একটা ক্রিমিনাল অফেন্সও বটে।”

    এই যদি হয় সরকারের অবস্থান, তাহলে রূপবানের প্রকাশনা বন্ধ করা হয়নি কে- এক সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন, “পত্রিকাটি যখন বের হয়, তখন তো তারা বলেনি যে তারা এই ধরনের লিখবে। এখন লিখছে, আমরা এগুলো বন্ধ করব।”



    1. বৃহস্পতিবারের বৈঠকে বিসওয়াল এই বিষয়ে কিছু বলেছেন কি না- জানতে চাইলে আসাদুজ্জামান কামাল সাংবাদিকদের বলেন, “তারা বলছে, জঙ্গিরা আস্তে আস্তে বিদেশের সাথে কানেক্টেড হচ্ছে।”

    2. বিসওয়াল সাংবাদিকদের বলেন, “আইএস, আল কায়েদার মতো সন্ত্রাসী সংগঠনগুলো এখানকার বিভিন্ন সন্ত্রাসী ঘটনায় যে দায়িত্ব স্বীকার করে আসছে, সেটিকে আমরা বিবেচনায় নিয়ে থাকি। “কারণ, এসব সংগঠন হয় সন্ত্রাসী ঘটনা ঘটাচ্ছে কিংবা এখানকার সংগঠনগুলোর সঙ্গে একটা যোগসূত্র স্থাপনের চেষ্টা চালাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই।”
    বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন যাতে ঘাঁটি গাঁড়তে না পারে, সেজন্য ঢাকার সঙ্গে ওয়াশিংটন একসঙ্গে কাজ করবে বলে তিনি জানান।

    3. সন্ত্রাসীদের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে আগাম তথ্য থাকলে তা দিতে বিসওয়ালের প্রতি আহ্বান জানিয়ে সাড়া পেয়েছেন বলে আসাদুজ্জামান কামাল জানান।

    4. এক ইতালীয় ও এক জাপানি হত্যার পর জুলহাজকে হত্যার পেছনে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত করার উদ্দেশ্য ছিল কি না, তা জানতে চান বিসওয়াল।
    “আমরা তাদের স্পষ্ট করে বলেছি, এ হত্যাকাণ্ডগুলো যারা করছে, তা অন্য ধরনের হত্যাকাণ্ড। তা আমরা শনাক্ত করেছি। এগুলো বিদেশিদের করার জন্য হত্যাকাণ্ড নয়,” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    source: http://bangla.bdnews24.com/banglades...1147378.bdnews

    Comment

    Working...
    X