লাদেনকে হত্যা করতে সাহায্য করেছিল ভারত?
আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে হত্যায় মার্কিন যুক্তরাষ্ট্রকে সাহায্য করেছিল ভারত। এমন দাবি করেছেন ভারতের জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির প্রাক্তন চেয়ারম্যান তথা প্রাক্তন সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড.** এস ডি প্রধান।
খবরে প্রকাশ, গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাজে বিরক্ত হয়ে পাকিস্তান নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তথ্য আদানপ্রদান শুরু করে দিল্লি। সে সময়ই খবর আসে, ২০০৬–০৭ সালে পাকিস্তানে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছে আল কায়দার দুই নম্বর নেতা আল জাওয়াহারি এবং লাদেনের বিশ্বস্ত সঙ্গী মোল্লা ওমর। এর পর তারা গাড়ি করে রাওয়ালপিন্ডি যায়। সে খবর পান ভারতীয় গোয়েন্দারা। তাদের ধারণা হয়, লাদেন রাওয়ালপিন্ডির আশপাশে লুকিয়ে থাকতে পারেন।
প্রধান বলেছেন, ‘আমরা সেই তথ্য আমেরিকারকে জানাই। সম্ভবত, সেই খবরের ওপর ভিত্তি করে তারা আরো অনুসন্ধান চালিয়ে লাদেনকে খুঁজে বার করতে এবং হত্যা করতে সমর্থ হয়।’* *
তার আরো দাবি, সন্ত্রাস নিয়ে পাকিস্তানের দ্বিচারিতা মার্কিন যুক্তরাষ্ট্রের অজানা নয়। তবে আফগানিস্তানে কৌশলগত স্বার্থের কারণে পাকিস্তানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না আমেরিকা। ২০০৭ সালে সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণ নিয়ে ভারতকে আগাম সতর্ক করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র।*
সুত্র : dailynayadiganta
Comment