লাজনাতুত দাওয়াহ ওয়াল ইরশাদের সাবেক সহকারী শায়েখ মওলবী আব্দুল গফুর রহিমাহুল্লাহর ওফাত উপলক্ষে ইমারাতে ইসলামীর শোক বার্তা।
আমরা মুসলিম উম্মাহকে অত্যান্ত দুঃখ ও কষ্টের সাথে জানাচ্ছি যে, ইমারাতে ইসলামীর দক্ষিন-পশ্চিম প্রদেশসমূহের লাজনাতুত দাওয়াহ ওয়াল ইরশাদের সাবেক সহকারী শায়েখ মওলবী আব্দুল গফুর রহিমাহুল্লাহ গত রবিবার হৃদয়রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ইমারাতে ইসলামী শায়েখকে হারানোর এই মর্মান্তিক বেদনা ও দুঃখ তাঁর পরিবারের সাথে ভাগাভাগি করে নিচ্ছে। এবং জিহাদের পথে তাঁর সংগ্রাম, খিদমতসমূহ ও চেষ্টা- প্রচেষ্টাকে আমরা মুল্যাবান মনে করি।
আমরা আল্লাহ তায়ালার কাছে আমাদের এই শায়েখ মওলবী আব্দুল গফুর রহিমাহুল্লাহর জন্য ক্ষমা ও মাগফিরাত ও জান্নাতে সুউচ্চ মর্যাদা প্রার্থনা করছি। তাঁর পরিবার ও আত্মীয়স্বজনের জন্য সবর ও সান্ত্বনার দুয়া করছি।
ইমারাতে ইসলামী আফগানিস্তান
১১/০৮/২০১৬ ইংরেজি
http://www.up-00.com/?Ch59
প্রকাশনা ও পরিবেশনা
প্রকাশকাল
২০ আগস্ট ২০১৬ ইংরেজি
আপনাদের নেক দুয়ায় আমাদের ভুলবেননা!
Comment