(ইমেজ লোড হতে সময় লাগতে পারে! অপেক্ষা করুন)
সেই একই দাসত্ব, ভিন্ন রুপে!!
এই ভূমি থেকে ব্রিটিশরা চলে গেছে কিন্তু রেখে গেছে তাদের আদর্শিক জারজ সন্তানদের। সাদা চামড়ার ইংরেজরা চলে গেছে, কিন্তু রেখে বাদামী চামড়ার ইংরেজদের।
ইষ্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে যে গোলামীর শুরু তা আজও চলছে, যদিও উপলব্ধি করছে না অনেকেই...
শুধু এক আয়তকার টুকরো কাপড়ের রঙ বদলে গেছে। ইউনিয়ন জ্যাক বদলে, চাঁদ তাঁরা এসেছে, চাঁদ তাঁরা বদলে এসেছে লাল-সবুজ।
কিন্তু বদলায়নি আর কিছুই।
এই সেনাবাহিনীগুলো তাদেরই জীবন, সম্পদ ও স্বার্থ রক্ষা করতে আজও যুদ্ধ করে যাদের স্বার্থ রক্ষা করতো ব্রিটিশ সেনাবাহিনী।
এই সেনাবাহিনী ঐ একই আদর্শের জন্যই যুদ্ধ করে যে আদর্শের জন্য যুদ্ধ করতো ব্রিটিশ সেনাবাহিনী।
... এবং,
আলো ও অন্ধকারের সৃষ্টিকর্তা যিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের জ্ঞান রাখেন, যিনি সকল কিছুই জানেন অথচ আমরা কিছুই জানি না - সেই মহান আল্লাহ্* সুবহানাহু তা'আলা কুর'আনুল কারিমে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لا تَتَّخِذُوا الْيَهُودَ وَالنَّصَارَى أَوْلِيَاءَ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ فَإِنَّهُ مِنْهُمْ إِنَّ اللَّهَ لا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ
"হে মুমিনগণ, তোমরা ইহুদী ও খ্রিষ্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। আর তোমাদের মধ্য থেকে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, নিশ্চয়ই সে তাদেরই একজন।
নিশ্চয়ই আল্লাহ যালিম সম্প্রদায়কে হিদায়াত দেন না।" [সূরা মায়েদা, ৫: ৫১]
Comment