আবু যর (রাযি বলেছেন, আমি রাসুল (সা.) এর নিকটে
একদিন উপস্থিত ছিলামস এবং আমি তাকে বলতে শুনেছি, এমন
কিছু রয়েছে যেটির ব্যাপারে আমি আমার উম্মাহ এর জন্য
দাজ্জালের অপেক্ষাও অধিক ভয় করি।
তখন আমি ভীত হয়ে পড়লাম, তাই আমি বললাম,
হে আল্লাহর রাসুল (সা.) এটি কোন জিনিস, যার ব্যপারে
আপনি উম্মতের জন্য দাজ্জালের চাইতেও অধিক ভয় করেন?
তিনি (সা.) বললেন 'পথভ্রষ্ট আলিমগণ।'
মুসনাদের আহমাদ, হাদীস নং, ২০৩৩৫
পথভ্রষ্ট আলিমগণ থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন।
Comment