যদি সন্ত্রাসী বলে কভু মোর গলে রাষ্ট্র পরায় ফাঁসি, (২)
আমি ফাঁসির মঞ্চে গেয়ে যাব গান দ্বীনটাকে ভালোবাসি। (২)
কত শহীদান দিয়ে গেছে প্রাণ এ দ্বীনের অকাতরে, (২)
দ্বীন টাকে ভালোবেসে হান্নান গিয়েছিল কারাগারে, (২)
আমি দ্বীনটাকে বড় ভালোবাসি তাই মানি না দেশের নীতি, (২)
আমি করিনাকো ভয়-ভীতি-(২)
আমি জীবনের পথে কেঁদে কেঁদে ফিরি মরণের পথে হাসি।(২)
ঐ
অন্যায় আর অবিচারে ভরা যে দেশের ঘরে ঘরে, (২)
সে দেশের কবি হয়ে বিপ্লবী স্বজাতির সাথে লড়ে। (২)
আমি নিয়মের গান গেয়ে গেয়ে তাই অনিয়ম ভেঙ্গে চলি, (২)
আমি মুক্তির কথা বলি,-২
আমি সর্বনাশের রক্ত ঝরাতে হয়েছি সর্বনাশী। (২)
ঐ
সত্য বলার আছে অধিকার যা কিছু হোক না কেন, (২)
মিথ্যার সাথে করি নি আপোষ করব না কোন দিনও। (২)
যদি হুংকার ছাড়ি তাহলেও পারি তবু বলি গানে গানে, (২)
বলি মানুষের কানে কানে, (২)
আমি মানার গোলামি ছেড়ে হতে চাই না মানার সংগ্রামী। (২)
ঐ
আমি ফাঁসির মঞ্চে গেয়ে যাব গান দ্বীনটাকে ভালোবাসি। (২)
কত শহীদান দিয়ে গেছে প্রাণ এ দ্বীনের অকাতরে, (২)
দ্বীন টাকে ভালোবেসে হান্নান গিয়েছিল কারাগারে, (২)
আমি দ্বীনটাকে বড় ভালোবাসি তাই মানি না দেশের নীতি, (২)
আমি করিনাকো ভয়-ভীতি-(২)
আমি জীবনের পথে কেঁদে কেঁদে ফিরি মরণের পথে হাসি।(২)
ঐ
অন্যায় আর অবিচারে ভরা যে দেশের ঘরে ঘরে, (২)
সে দেশের কবি হয়ে বিপ্লবী স্বজাতির সাথে লড়ে। (২)
আমি নিয়মের গান গেয়ে গেয়ে তাই অনিয়ম ভেঙ্গে চলি, (২)
আমি মুক্তির কথা বলি,-২
আমি সর্বনাশের রক্ত ঝরাতে হয়েছি সর্বনাশী। (২)
ঐ
সত্য বলার আছে অধিকার যা কিছু হোক না কেন, (২)
মিথ্যার সাথে করি নি আপোষ করব না কোন দিনও। (২)
যদি হুংকার ছাড়ি তাহলেও পারি তবু বলি গানে গানে, (২)
বলি মানুষের কানে কানে, (২)
আমি মানার গোলামি ছেড়ে হতে চাই না মানার সংগ্রামী। (২)
ঐ
Comment