ইসলাম একটি জীবন বিধান। আপনি কিভাবে ঘুমাবেন, খাবেন, হাটবেন এমন কি টয়লেট করবেন তাও ইসলাম বলে দিয়েছে।এখন "দেশ প্রেম" বলতে কোন দেশ? ১/ দেশে আল্লাহর আইন শরিয়া অনুসরণ করে ২/ মানুষের খায়েশ বা ইচ্ছা অনুসরণ করে। যদি বলেন ইসলামিক দেশ তাহলে বলব, ইসলাম এ কথা বলে না যে,আমার দেশ ভাল থাকুক অন্য সকল দেশ জলে যাক বরং ইসলাম বলে সকলে ভাল থাকুক পৃথিবীতে ও আখিরাতে। ইসলামিক দেশের কোন নির্দিষ্ট স্থান নাই কোন পাসপোর্ট নাই।ইসলামিক দেশ দুইটি বিষয় অনুসরণ করে ক/ মুসলমান খ/কাফের।মুসলমান জাকাত দিবে তাও আবার বছরে একবার আর কাফির জিযিয়া দিবে সকলের জন্যও ধার্য করা হয় না, কোন ভেট বা কর দিতে হয় না,কেহ অন্যায় করলে শরিয়া অনুসরন করে বিচার হবে,সে কাফের নাকি মুসলমান তা বিবেচনা করা হবে না। মানুষের খায়েশ বা ইচ্ছা অনুসরণকারী এলাকায় ইচ্ছা মাফিক আইন তৈরী করবেন আবার ইচ্ছা হলেও ক্ষমতা থাকলে আইন পরিবর্তন করবেন বিচার চাইতে যাবেন নিজের অর্থ খরচ করবেন সময় নষ্ট করবেন কিন্তু বিচার পাবেন না,তাদের প্রধান লক্ষ হল আমাদের সার্থ আগে, অন্য দেশ কি হবে জানার কোন প্রয়োজন নাই আমি বাচলেই সব হল অর্থাৎ সার্থপরতা। এখন আপনি যদি ইচ্ছা অনুসরণকারী দেশকে ভালবাসেন, আপনি সেই দেশের আইনকে ভালবাসলেন। সেই দেশের জন্য যদি যুদ্ধ করেন ও মারা যান আপনি ইচ্ছা অনুসরণকারী দেশের জন্য মারা গেলেন অর্থাৎ সার্থপর দেশের জন্য মারা গেলেন,সুদ প্রতিষ্টা করার জন্য মারা গেলেন,পতিতালয় প্রতিষ্টা করার জন্য মারা গেলেন,ড্রাগ বা মদ(যেহেতু লাইসেন্স দেওয়া হয়)খাওয়ার জন্য যুদ্ধ করে মারা গেলেন ইত্যাদী......। এখন আপনি বলেন? ইসলামে জাতীয়তাবাদ বলে কোন কিছু কি আছে? নাকি সকলে সমান? আপনি কোন এলাকার আমেরিকার নাকি নাইজেরিয়ার ইসলামের কাছে তার কোন মূল্য নাই আপনি প্রধানের মেয়ে নাকি মেতরের ছেলে তারও কোন মূল্য নাই।মূল্য আপনার ইমানের। আরে ভাই, দেশ তো ১৭০০ ইং তে তৈরী হয়েছে।আপনি যদি নিজের ইচ্ছা অনুসরণ করে চলাকে ইমানের অঙ্গ বলেন। মহান ক্ষমতার মালিক আমাদের জন্য আলাদা একটি সংবিধান(আল কোরআন ও সুন্নাহ) দিত না।আপনি কি আল্লাহ যা নিষেধ করেছেন তাকে ইমানের অঙ্গ বলছেন?!!!
বলুন তো ভাই জাতীয়তাবাদ হারাম নাকি হালাল ?!!
বলুন তো ভাই জাতীয়তাবাদ হারাম নাকি হালাল ?!!
Comment