আমি যে চির অজেয়
ঝুটা কানুনের নিগড় আমাকে করিতে পারেনি জয়
কত নমরুদ , কত ফেরাউন,কত শাদ্দাদ ও কারুণ
আসিয়াছে মোর এই চলাপথে হইয়া বাধা দারুণ
পুড়ি নাই আমি নমরুদী হুতাশনে
বিকাইনি আমি বিপুল কারুণী ধনে।
শাদ্দাদের ঐ অহংকারী মাথা বালুতে মিশেছে শেষে।
ফিরাউন গেছে নীল দরিয়ায় ভেসে ।
নমরুদ শিরে পড়েছে পয়যার
আমি মুসলিম
আল্লাহকে ছাড়া করিনা কারো তাসলীম
বল সবাই উচ্চকন্ঠে
নারায়ে তাকবীর !!
কাজী নজরুল ইসলাম
ঝুটা কানুনের নিগড় আমাকে করিতে পারেনি জয়
কত নমরুদ , কত ফেরাউন,কত শাদ্দাদ ও কারুণ
আসিয়াছে মোর এই চলাপথে হইয়া বাধা দারুণ
পুড়ি নাই আমি নমরুদী হুতাশনে
বিকাইনি আমি বিপুল কারুণী ধনে।
শাদ্দাদের ঐ অহংকারী মাথা বালুতে মিশেছে শেষে।
ফিরাউন গেছে নীল দরিয়ায় ভেসে ।
নমরুদ শিরে পড়েছে পয়যার
আমি মুসলিম
আল্লাহকে ছাড়া করিনা কারো তাসলীম
বল সবাই উচ্চকন্ঠে
নারায়ে তাকবীর !!
কাজী নজরুল ইসলাম
Comment