মডারেটর ভাইদের দৃষ্টি আকর্ষণ
মহান আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য জাযায়ে খাইরের দুআ করি । আল্লাহ তাআলা যেন আপনাদের সকল মেহনতকে কবুল করেন । আমীন ।অনেক দিন ধরেই বিষয়টা লিখব লিখব ভাবছি । কিন্ত সাহস হচ্ছিল না । কিন্ত তারপরও আজ লিখেই ফেললাম । আশা করি ভাইয়েরা বিষয়টি নিয়ে একটু ভাববেন ।
আল্লাহ তাআলা আমাদের সামনে হক কে স্পষ্ট করে দিয়েছেন ইনশাআল্লাহ । কিন্ত তারপরও সমাজে চলতে গিয়ে জিহাদ , গণতন্ত্র , ইসলামী রাজনীতিতে গণতন্ত্রের ব্যবহার, উলামায়ে কেরামের হিকমত,ইমাম মাহদী , মালহামা , শাম ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় । কিন্তু সেগুলোর সন্তোষজনক উত্তর না জানা থাকায় মনে এক ধরনের সংশয় সৃষ্টি হয় । মাসউল ভাইদের থেকেও স্বভাবতই সবসময় সব প্রশ্নের অন্তর প্রশান্তকারী উত্তর পাওয়া যায় না ।
তাই আমার একটি নগণ্য আবেদন এই যে , যদি ফোরামে প্রশ্ন - উত্তরের জন্য আলাদা এমন কোনো বিভাগ তৈরী করা হয় যাতে শুধুমাত্র মডারেটর ভাইয়েরা সম্ভব হলে মুজাহিদীন শাইখগণ উত্তর প্রদানের দায়িত্বটি আঞ্জাম দিবেন তবে আমাদের মত ছোটরা বড়ই উপকৃত হতাম । আমার মনে হয় এই ধরণের সমস্যা অনেকেরই হয় । তাই পুনরায় আবেদন করছি । জাযাকুমুল্লাহ খাইরান ।
লেখায় যদি কোনো বেআদবি মূলক আচরণ বা অনাস্হার বহিঃপ্রকাশ থাকে তবে মেহেরবানি করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । আপনাদের প্রতি আস্থা পূর্বেও ছিল , এখনও আছে , ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ ।
Comment