যখন মুজাহিদগনের সাহসীকতা ও বীরত্বপূর্ন কাহিনী শুনে খুব আবেগের সাথে হযরত এ কবিতা আবৃতি করেছিলেন।
যদি স্বাধীনতা প্রকাশের নাম বিদ্রোহ হয়,
যদি অন্যার বিরোধী হওয়ার নাম বিদ্রোহ হয়,
যদি একটি স্বাধীর স্বভাবের নাম বিদ্রোহ হয়,
তাহলে আমি এক বিদ্রোহী আমার ধর্মই বিদ্রোহ।
হযরত আরো বলেন।
যখন কাহিনী শুনলাম দৃঢ বিশ্বাস জন্মাল এ কথার উপর যে,
যে মরতে জানে না সে বাচঁতে জানে না।
দুনিয়াতে স্বাধীনচেতা মানুষের দু'টোই ঠিকানা,
আযাদ ভূমির সিংহাসন বা আযাদীর মর্যাদার সিংহাসন।
যদি স্বাধীনতা প্রকাশের নাম বিদ্রোহ হয়,
যদি অন্যার বিরোধী হওয়ার নাম বিদ্রোহ হয়,
যদি একটি স্বাধীর স্বভাবের নাম বিদ্রোহ হয়,
তাহলে আমি এক বিদ্রোহী আমার ধর্মই বিদ্রোহ।
হযরত আরো বলেন।
যখন কাহিনী শুনলাম দৃঢ বিশ্বাস জন্মাল এ কথার উপর যে,
যে মরতে জানে না সে বাচঁতে জানে না।
দুনিয়াতে স্বাধীনচেতা মানুষের দু'টোই ঠিকানা,
আযাদ ভূমির সিংহাসন বা আযাদীর মর্যাদার সিংহাসন।