بسم الله الرحمن الرحيم
আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
প্রিয় দীনি ভাই এবং বোন,
অনাকাঙ্গিত ভুলের জন্য আমরা আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা মহান আল্লাহ সর্বপ্রকার ভুল-ক্রুটি হতে আশ্রয় প্রার্থনা করছি।
সন্মানিত মডারেটর Umar Abdur Rahman ভাইকে ধন্যবাদ আমাদের ভুলটি চিহ্নিত করার জন্য। মডারেটর ভাই এর বার্তা পেয়ে আমরা মর্মাহত। তা এই কারণে যে রাসুল (সাঃ) এর ভাষ্যমতে খারেজী কুকুর এবং এর নির্দেশদাতাদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই। তা সত্ত্বেও তাদের এক প্রিয় আলেমের ডকুমেন্ট আমরা ভুলক্রমে প্রকাশ করেছি। এর জন্য আমরা অন্তরে জখম নিয়ে আবারো দুঃখ প্রকাশ করছি।
আমরা যারা মিডিয়ার কাজ করি, আমরা আমাদের মিডিয়ার দায়িত্বশীলদের নির্দেশনাক্রমে যাবতীয় কাজ সম্পাদন করে থাকি।
উপরিক্ত ডকুমেন্ট এর অনুবাদ এর কাজ আমরা করিনি। আমরা কেবলমাত্র পরিবেশন এর কাজ করেছি। আমাদেরও যথাযথ ভাবে যাচাই বাছাই করে প্রকাশ করা উচিত ছিল। আমাদের মনে রাখা উচিত যে, কেউই ভুল-ক্রুটির উর্ধ্বে নয়।
আমাদের এও মনে রাখতে হবে, " একজন মুমিন একই গর্তে দুইবার পতিত হয় না।" (বুখারীঃ ১৫৪), বার বার ভুল করা মুমিনের বৈশিষ্ট্য নয়। এই বৈশিষ্ট্যকে সামনে রেখে পরবর্তীতে সতর্কতা অবলম্বন করে আমরা কাজ করবো। ইন শাহ আল্লাহ। আমাদের একমাত্র সাহায্যকারী মহান আল্লাহ।
আমরা মহান আল্লাহর নিকট দোয়া করি যেন, মহান আল্লাহ আমাদের কথা ও কাজে ইখলাস দান করুন । হে আল্লাহ আপনি ইসলামকে, মুসলমানদেরকে, এবং মুজাহিদীনিদেরকে সাহায্য করুন, বিজয় দান করুন।
আমীন।
Comment