যুবক! তুমি কার ডাকে
দেবে আজি সাড়া?
তোমারি বোন কাঁদছে শোকে
বইছে অঝোর অশ্রুধারা!
নিথর দেহে নিঁদহীন চোখে
দেখো রাস্তায় ধুলোমাখা!!
যুবক! তুমি কোন পথে
হাঁকাবে আপন ঘোড়া?
তোমারি ভাই সাগর স্রোতে
মৃতপ্রায় কূল কিনারা হারা!
যাচ্ছে কোথায় নিরুদ্দেশে
ভীষণ উপোষ, স্বজনহারা!!
যুবক! আর নয় ভ্রান্তপথে
দুর্বল হয়ে দিশেহারা!
এবার তুমি উঠো জেগে
সালাউদ্দীনের ঘোড়ার বেগে!
ছুটে চলো দিগ্বিজয়ে
হামযা, খালিদ, তারিক হয়ে!
বিন কাসিমের রণ বেশে
কাঁপন তুলো হিন্দ দেশে!
দিকে দিকে লাগাও নারাহ
জিহাদেই শান্তির ফোয়ারা!!
Comment