জাতীয়তাবাদ ও আমাদের ধ্বংস।
আজকে দুপুরে একটি প্রোগ্রামে গিয়েছিলাম মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে, প্রোগ্রাম শেষে যখন খাবারের পর্ব চলছিলো তখন দায়িত্বরত একজন খাদেমকে (যিনি ছিলেন বাংলাদেশি) একজন মালয় লোক "বাঙ্গালী বলে গালাগালি শুরু করেছে থেমেছে প্রায় ৬০ সেকেন্ড পর"। কি কারণে করেছে তা জানার ও ইচ্ছে হয়নি।
মনের ভিতরটা এতোটা হাউমাউ করে কেঁদে উঠেনি কখনো। আমার বিবেকে বড়ই নারা দিয়েছে বিষয়টা, ভেবেছিলাম উঠে গিয়ে প্রতিবাদ করি বা কি হয়েছে তা জিজ্ঞেস করি, কিন্তু না আর যাইনি বড়ই ঘৃণা চলে এসেছিলো। তারপর থেকে ভাবছি জাতীয়তাবাদ নিয়ে একটি স্টাটাস লিখবো। আমাদের এই নোংরা ব্যবহারের জন্য আমাদের শিক্ষাই দায়ী।
আমি একটু সমাজবিজ্ঞানে চলে যাচ্ছি অল্পের জন্য, যেহেতু জাতীয়তাটা সমাজবিজ্ঞানের ই একটি অধ্যায়। আধুনিক সামাজিক বিজ্ঞানীদের মতে জাতীয়তা এক প্রকার যথা দেশীয় জাতীয়তা যেমন আমার পাসপোর্টে লেখা আছে আমার জাতীয়তা বাংলাদেশি।
আধুনিক সামাজিক বিজ্ঞানীরা দুটি জাতীয়তাকে পাশ কেঁটে যায় (১) মানুষ। অন্যান্য প্রাণীদের থেকে মানুষে জাত ভিন্ন। (এই ব্যাপারে মাইবুঝি কিতাব যারা পরেছেন তারা আরো সহজে বুঝতে পারবেন।
(২)ধর্ম তাত্ত্বিক জাতীয়তা, যেমন আমি মুসলিম। সারা বিশ্বের মুসলিমরা একই দেহের ন্যায়। আমার জাতীয়তা আমি মুসলিম। আশ্চর্য এর কথা হলো সমাজবিজ্ঞানীরা এই জাতীয়বাদটি নিয়ে একটি লিখা ও লিখলোনা।
এখন প্রশ্ন, তিন প্রকার জাতীয়তা থেকে কোনটার সিরিয়াল আগে কোনটার সিরিয়াল পরে আমি মনে করে প্রথম সিরিয়ালে আসে মানুষ আর ২য় সিরিয়ালে আসে মুসলিম আর ৩য় বা সর্বশেষ সিরিয়ালে আসে আমি বাংলাদেশি।
এখন ঐ মালয় লোকটির বিষয়বস্তুতে আসছি, তুমি যাকে গালি দিচ্ছ তুমি কেনো ভাবলেনা সে তোমার মতোই একজন মানুষ। ২য়ত তুমি কেনো ভাবতে পারোনা সে তোমার ভাই কারন বিশ্ব নবীর ঘোষণা অনুযায়ী পুরো মুসলিম উম্মাহ ভাইভাই, তুমি আঘাত পেয়েছো আমার বুকে ও সেই আঘাত তীরের মতো ঘাতবে তাহলেই তো আমি মুসলিম হতে পারবো।
এখনো যদি দেশীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকি, অপর মুসলিম ভাইকে নিজের জাতী ভাই হিসাবে মেনে নিতে না পারি, বাংলাদেশি দেখলেই নাক ছিঁটকানো শুরু করি, আরাকানের মুসলিমদের দেখলে নাক ছিঁটকানো শুরু করি, তাহলে আমাদের পতন অতি সুনিশ্চিত টেনে আনছে। বন্ধু! পড়ো! জানো মুসলিম জাতীয়তা কি? মুসলিম জাতীর হক কি? তাহলেই তুমি খুজে পাবে চিরসুখের সেই জান্নাতের রাস্তাটি।
মুফাক্কিরে ইসলাম আল্লামা সাইয়্যেদ আবুল হাসান আলী নাদাবী রহ.-এর ভাষায় জাতীয়তাবাদ হচ্ছে বর্তমান যুগের নব্য জাহেলিয়্যাত। এই জাতীয়তাবাদের মন্ত্র দিয়েই মুসলমানদের একমাত্র কেন্দ্রিয় খেলাফতকে ১৫২ টুকরো করতে সক্ষম হয়েছে।
এব্যাপারে বিস্তারিত জানতে হলে পড়ুন।
আজকে দুপুরে একটি প্রোগ্রামে গিয়েছিলাম মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে, প্রোগ্রাম শেষে যখন খাবারের পর্ব চলছিলো তখন দায়িত্বরত একজন খাদেমকে (যিনি ছিলেন বাংলাদেশি) একজন মালয় লোক "বাঙ্গালী বলে গালাগালি শুরু করেছে থেমেছে প্রায় ৬০ সেকেন্ড পর"। কি কারণে করেছে তা জানার ও ইচ্ছে হয়নি।
মনের ভিতরটা এতোটা হাউমাউ করে কেঁদে উঠেনি কখনো। আমার বিবেকে বড়ই নারা দিয়েছে বিষয়টা, ভেবেছিলাম উঠে গিয়ে প্রতিবাদ করি বা কি হয়েছে তা জিজ্ঞেস করি, কিন্তু না আর যাইনি বড়ই ঘৃণা চলে এসেছিলো। তারপর থেকে ভাবছি জাতীয়তাবাদ নিয়ে একটি স্টাটাস লিখবো। আমাদের এই নোংরা ব্যবহারের জন্য আমাদের শিক্ষাই দায়ী।
আমি একটু সমাজবিজ্ঞানে চলে যাচ্ছি অল্পের জন্য, যেহেতু জাতীয়তাটা সমাজবিজ্ঞানের ই একটি অধ্যায়। আধুনিক সামাজিক বিজ্ঞানীদের মতে জাতীয়তা এক প্রকার যথা দেশীয় জাতীয়তা যেমন আমার পাসপোর্টে লেখা আছে আমার জাতীয়তা বাংলাদেশি।
আধুনিক সামাজিক বিজ্ঞানীরা দুটি জাতীয়তাকে পাশ কেঁটে যায় (১) মানুষ। অন্যান্য প্রাণীদের থেকে মানুষে জাত ভিন্ন। (এই ব্যাপারে মাইবুঝি কিতাব যারা পরেছেন তারা আরো সহজে বুঝতে পারবেন।
(২)ধর্ম তাত্ত্বিক জাতীয়তা, যেমন আমি মুসলিম। সারা বিশ্বের মুসলিমরা একই দেহের ন্যায়। আমার জাতীয়তা আমি মুসলিম। আশ্চর্য এর কথা হলো সমাজবিজ্ঞানীরা এই জাতীয়বাদটি নিয়ে একটি লিখা ও লিখলোনা।
এখন প্রশ্ন, তিন প্রকার জাতীয়তা থেকে কোনটার সিরিয়াল আগে কোনটার সিরিয়াল পরে আমি মনে করে প্রথম সিরিয়ালে আসে মানুষ আর ২য় সিরিয়ালে আসে মুসলিম আর ৩য় বা সর্বশেষ সিরিয়ালে আসে আমি বাংলাদেশি।
এখন ঐ মালয় লোকটির বিষয়বস্তুতে আসছি, তুমি যাকে গালি দিচ্ছ তুমি কেনো ভাবলেনা সে তোমার মতোই একজন মানুষ। ২য়ত তুমি কেনো ভাবতে পারোনা সে তোমার ভাই কারন বিশ্ব নবীর ঘোষণা অনুযায়ী পুরো মুসলিম উম্মাহ ভাইভাই, তুমি আঘাত পেয়েছো আমার বুকে ও সেই আঘাত তীরের মতো ঘাতবে তাহলেই তো আমি মুসলিম হতে পারবো।
এখনো যদি দেশীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকি, অপর মুসলিম ভাইকে নিজের জাতী ভাই হিসাবে মেনে নিতে না পারি, বাংলাদেশি দেখলেই নাক ছিঁটকানো শুরু করি, আরাকানের মুসলিমদের দেখলে নাক ছিঁটকানো শুরু করি, তাহলে আমাদের পতন অতি সুনিশ্চিত টেনে আনছে। বন্ধু! পড়ো! জানো মুসলিম জাতীয়তা কি? মুসলিম জাতীর হক কি? তাহলেই তুমি খুজে পাবে চিরসুখের সেই জান্নাতের রাস্তাটি।
মুফাক্কিরে ইসলাম আল্লামা সাইয়্যেদ আবুল হাসান আলী নাদাবী রহ.-এর ভাষায় জাতীয়তাবাদ হচ্ছে বর্তমান যুগের নব্য জাহেলিয়্যাত। এই জাতীয়তাবাদের মন্ত্র দিয়েই মুসলমানদের একমাত্র কেন্দ্রিয় খেলাফতকে ১৫২ টুকরো করতে সক্ষম হয়েছে।
এব্যাপারে বিস্তারিত জানতে হলে পড়ুন।
Comment