আসুন বর্তমানকে পরিশুদ্ধ করি ৷
লোকদের মাঝে অনেকেই আছে যারা শুধু অতিতের আক্ষেপেই সময়গুলো পার করে দেয় ৷ আবার অনেকেই রয়েছে, যারা তাদের সময়গুলো ব্যায় করে ভবিস্যতের অলিক স্বপ্নের নিমগ্নতায় ৷
প্রিয় বন্ধু ! এসো ভাবি, তাহলে আমি কোন শ্রেণীর !
বর্তমানকে ভুলে গিয়ে আমি যদি শুধু অতিতের আক্ষেপেই সময় পার করি ৷ কিংবা শুধু ভবিস্যতের চিন্তায় বিভোর হয়ে বর্তমানকে নষ্ট করি তাহলে বুঝতে হবে আমি ভুলের মধ্যে আছি ৷ যা শুধু ভুল নয় প্রচণ্ড এক ভুল ৷
অতিত বা শুধু ভবিস্যত নয়, বড় ব্যাপারটি হলো আমার বর্তমান সময়টা কোন কাজে ব্যয় হচ্ছে সেটার দিকে লক্ষ রাখা ৷
এই যে এখন, এখন যে কাজটি করছি বা কেবলই যেই কাজটি করবো বলে ইচ্ছা করলাম ৷ এতে কী হবে, আমার রব সন্তুুস্ট হবে না বেজার হবে !! ?? এটাই সর্বাগ্রে বিবেচ্য বিষয় ৷
হ্যাঁ, অতিতকে ভুলে যেতে আমি বলছি না, তবে তা রবে শুধু শিক্ষার জন্য ৷ পরিকল্পনাহীন ভবিস্যতের কথাও আমি বলছিনা, তবে তা হবে সু-নিয়ন্ত্রিত ৷ বরং যদি শুধু শিক্ষা গ্রহনের জন্য পারেন তবে অতিতকে স্বরনে রাখুন ৷ যদি বাস্তব ভিত্তিক হয় তবে ভবিস্যতের জন্যও পরিকল্পনা করুন ৷
আর আমাদের জন্য তো রয়েছে রাসূল সা, এর পবিত্র বাণী :
إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، - البخاري
তরজমা : আমল সমূহ তো নিয়তের উপরই নির্ভরশীল ৷ আর প্রত্যেক ব্যক্তির জন্য রয়েছে যা সে ইচ্ছা করে ৷
আমাদের অতিত হোক শিক্ষার পাঠ, বর্তমান হোক সৎকর্ম মণ্ডিত আর ভবিস্যত হোক সুনিয়ন্ত্রিত পরিকল্পনাধীন ৷ আমিন ৷
ওয়া সালাম ৷
লোকদের মাঝে অনেকেই আছে যারা শুধু অতিতের আক্ষেপেই সময়গুলো পার করে দেয় ৷ আবার অনেকেই রয়েছে, যারা তাদের সময়গুলো ব্যায় করে ভবিস্যতের অলিক স্বপ্নের নিমগ্নতায় ৷
প্রিয় বন্ধু ! এসো ভাবি, তাহলে আমি কোন শ্রেণীর !
বর্তমানকে ভুলে গিয়ে আমি যদি শুধু অতিতের আক্ষেপেই সময় পার করি ৷ কিংবা শুধু ভবিস্যতের চিন্তায় বিভোর হয়ে বর্তমানকে নষ্ট করি তাহলে বুঝতে হবে আমি ভুলের মধ্যে আছি ৷ যা শুধু ভুল নয় প্রচণ্ড এক ভুল ৷
অতিত বা শুধু ভবিস্যত নয়, বড় ব্যাপারটি হলো আমার বর্তমান সময়টা কোন কাজে ব্যয় হচ্ছে সেটার দিকে লক্ষ রাখা ৷
এই যে এখন, এখন যে কাজটি করছি বা কেবলই যেই কাজটি করবো বলে ইচ্ছা করলাম ৷ এতে কী হবে, আমার রব সন্তুুস্ট হবে না বেজার হবে !! ?? এটাই সর্বাগ্রে বিবেচ্য বিষয় ৷
হ্যাঁ, অতিতকে ভুলে যেতে আমি বলছি না, তবে তা রবে শুধু শিক্ষার জন্য ৷ পরিকল্পনাহীন ভবিস্যতের কথাও আমি বলছিনা, তবে তা হবে সু-নিয়ন্ত্রিত ৷ বরং যদি শুধু শিক্ষা গ্রহনের জন্য পারেন তবে অতিতকে স্বরনে রাখুন ৷ যদি বাস্তব ভিত্তিক হয় তবে ভবিস্যতের জন্যও পরিকল্পনা করুন ৷
আর আমাদের জন্য তো রয়েছে রাসূল সা, এর পবিত্র বাণী :
إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، - البخاري
তরজমা : আমল সমূহ তো নিয়তের উপরই নির্ভরশীল ৷ আর প্রত্যেক ব্যক্তির জন্য রয়েছে যা সে ইচ্ছা করে ৷
আমাদের অতিত হোক শিক্ষার পাঠ, বর্তমান হোক সৎকর্ম মণ্ডিত আর ভবিস্যত হোক সুনিয়ন্ত্রিত পরিকল্পনাধীন ৷ আমিন ৷
ওয়া সালাম ৷
Comment