এই জীবন নদে তুফান নামুক যত
নোঙর ছিড়ে পাল উড়ে যাক শত
তবু মোরে একলা পথে ছেড়ো না
কভু আমায় একলা রেখে যেয়োনা৷
হয়তোবা ভুল করেছি পাহাড়সম নির্ভাবনায়৷
পথ ভুলে কূল হারিয়ে সরে গেছি দূর সীমানায়৷
তবু অশ্রু সজল আখি যুগল তাকিয়ে আছে তোমার পানে৷
মাফ করে দাও প্রভু আমায় অনুগ্রহের ছায়াতলে৷
দ্বিক বিদ্বিক চলতে পথে ভুল পথে যাই বারেবারে৷
অনিচ্ছাতে ও সেদিকে পা পিছলে পরে তাল গুলিয়ে৷
লজ্জিত হই এসব ভেবে রাত প্রভাতের সন্ধিক্ষণে৷
তবু ও যে ভয় ছাড়েনা অবুঝ মনের বদ্ধ হৃদের ভূবন জুড়ে৷
কান্না যে আর বাধ ভাঙ্গেনা দুচোখ বেয়ে৷
শক্ত মত পাথর যেন সেটে আছে দুই নয়নে৷
মনের আকুল চাওয়া যেন কান্না আসে জোয়াড় হয়ে৷
পাপরাশি সব ভেসে চলুক জোয়াড়ের তুমুল টানে৷
নোঙর ছিড়ে পাল উড়ে যাক শত
তবু মোরে একলা পথে ছেড়ো না
কভু আমায় একলা রেখে যেয়োনা৷
হয়তোবা ভুল করেছি পাহাড়সম নির্ভাবনায়৷
পথ ভুলে কূল হারিয়ে সরে গেছি দূর সীমানায়৷
তবু অশ্রু সজল আখি যুগল তাকিয়ে আছে তোমার পানে৷
মাফ করে দাও প্রভু আমায় অনুগ্রহের ছায়াতলে৷
দ্বিক বিদ্বিক চলতে পথে ভুল পথে যাই বারেবারে৷
অনিচ্ছাতে ও সেদিকে পা পিছলে পরে তাল গুলিয়ে৷
লজ্জিত হই এসব ভেবে রাত প্রভাতের সন্ধিক্ষণে৷
তবু ও যে ভয় ছাড়েনা অবুঝ মনের বদ্ধ হৃদের ভূবন জুড়ে৷
কান্না যে আর বাধ ভাঙ্গেনা দুচোখ বেয়ে৷
শক্ত মত পাথর যেন সেটে আছে দুই নয়নে৷
মনের আকুল চাওয়া যেন কান্না আসে জোয়াড় হয়ে৷
পাপরাশি সব ভেসে চলুক জোয়াড়ের তুমুল টানে৷
Comment