রবার্ট নামে এক কাঠুরে একটি সংস্থায় ৫ বছর কাজ করার পরও তার মাইনে বাড়েনি । সেই সংস্থায় জিম নামে এক কাঠুরেকে কাজে লাগানো হলো এবং এক বছরের মধ্যে তার মাইনে বাড়িয়ে দিল । রবার্ট রাগান্বিত হয়ে তার উপর ওয়ালার কাছে গিয়ে ব্যাপারটা জানতে চাইলো।
উপরওয়ালা বলল “পাচ বছর আগে তুমি যে পরিমাণ কাঠ কাটতে আজও তাই কাঠছো । তুমি যদি তোমার কাঠ কাটার ক্ষমতা বাড়াতে তাহলে আমরাও তোমার মাইনে বাড়িয়ে দিব’’।
রবার্ট ফিরে গিয়ে কাঠ কাটা আরাম্ভ করল। কিন্তু অনেক বেশি সময় ব্যয় করে, এবং সর্বশক্তি দিয়ে আঘাত করেও সে আগের থেকে বেশি গাছ কাটতে পারলো না। তখন সে উপরওলার কাছে গিয়ে সমস্যার কথা জানাল ।উপরওলা পরামর্শ দিল জিমের সঙ্গে কথা বলতে।
জিম হয়ত কিছু কায়দা কানুন জানা আছে এই ভেবে রবার্ট জিমকে জিজ্ঞেস করল সে এত বেশি কাঠ কাটে কিভাবে?
জিম উত্তরে বলল, “প্রত্যেকটি গাছ কাটার পর আমি দুই মিনিটের বিরতি নিয়ে আমার কুড়ালটিকে শাণ দেই। তুমি তোমার কুড়ালে শেষবার কখন শাণ দিয়েছ?’’
এই প্রশ্নটি রবার্টের চোখ খুলে দিল এবং সে তার সব প্রশ্নের উত্তর খুজে পেল ।এই প্রশ্নটি খুবই গুরুত্তপূর্ণ ।
“ তুমি শেষবার কখন তোমার অস্ত্রে শাণ দিয়েছো?”
তাই আমাদের যে কোন কাজ শুরু করার আগে প্রস্তুতিটা ভাল ভাবে নিতে হবে। যে কোন কাজের পূর্বে ভালো প্রস্তুতি সেই কাজকে অর্ধেক সাফল্য মন্ডিত করে তুলে।।
উপরওয়ালা বলল “পাচ বছর আগে তুমি যে পরিমাণ কাঠ কাটতে আজও তাই কাঠছো । তুমি যদি তোমার কাঠ কাটার ক্ষমতা বাড়াতে তাহলে আমরাও তোমার মাইনে বাড়িয়ে দিব’’।
রবার্ট ফিরে গিয়ে কাঠ কাটা আরাম্ভ করল। কিন্তু অনেক বেশি সময় ব্যয় করে, এবং সর্বশক্তি দিয়ে আঘাত করেও সে আগের থেকে বেশি গাছ কাটতে পারলো না। তখন সে উপরওলার কাছে গিয়ে সমস্যার কথা জানাল ।উপরওলা পরামর্শ দিল জিমের সঙ্গে কথা বলতে।
জিম হয়ত কিছু কায়দা কানুন জানা আছে এই ভেবে রবার্ট জিমকে জিজ্ঞেস করল সে এত বেশি কাঠ কাটে কিভাবে?
জিম উত্তরে বলল, “প্রত্যেকটি গাছ কাটার পর আমি দুই মিনিটের বিরতি নিয়ে আমার কুড়ালটিকে শাণ দেই। তুমি তোমার কুড়ালে শেষবার কখন শাণ দিয়েছ?’’
এই প্রশ্নটি রবার্টের চোখ খুলে দিল এবং সে তার সব প্রশ্নের উত্তর খুজে পেল ।এই প্রশ্নটি খুবই গুরুত্তপূর্ণ ।
“ তুমি শেষবার কখন তোমার অস্ত্রে শাণ দিয়েছো?”
তাই আমাদের যে কোন কাজ শুরু করার আগে প্রস্তুতিটা ভাল ভাবে নিতে হবে। যে কোন কাজের পূর্বে ভালো প্রস্তুতি সেই কাজকে অর্ধেক সাফল্য মন্ডিত করে তুলে।।
Comment